ETV Bharat / state

Visva Bharati Agitation : বিশ্বভারতীতে আন্দোলনকারী পড়ুয়াদের সমর্থনে অবস্থানে বসল কংগ্রেস

বিশ্বভারতীর আন্দোলনকারী (Visva Bharati Agitation) পড়ুয়াদের সমর্থনে বোলপুরের দমকল বিভাগের সামনে অবস্থান মঞ্চ করল কংগ্রেস (Congress)। বহিস্কৃত পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরানোর দাবি জানিয়েছে তারা ৷

congress joins students agitation at visva bharati university
বিশ্বভারতীতে আন্দোলনকারী পড়ুয়াদের সমর্থনে অবস্থানে বসল কংগ্রেস
author img

By

Published : Sep 1, 2021, 3:17 PM IST

Updated : Sep 1, 2021, 8:04 PM IST

শান্তিনিকেতন, 1 সেপ্টেম্বর : বিশ্বভারতীর আন্দোলনকারী (Visva Bharati Agitation) পড়ুয়াদের সমর্থনে এ বার অবস্থান মঞ্চ তৈরি করল কংগ্রেস (Congress) । বোলপুরের দমকল বিভাগের সামনে অবস্থান মঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস নেতা কর্মীরা । তাদেরও একই দাবি, বহিষ্কৃত পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরাতে হবে ।

গত এক বছরে প্রায় 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । এ ছাড়াও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীত ভবনের এক ছাত্রীকে ছ'মাসের জন্য সাসপেন্ড করা হয় । পরে সেই সাসপেনশন আরও তিন মাস বর্ধিত করা হয় । এই সময়কালে ওই তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয় । এর পরেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া ও অধ্যাপকদের একটা বড় অংশ । কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভের পর 27 অগস্ট রাত থেকে শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন পূর্বিতা ঘেরাও করা হয় ।

আরও পড়ুন: Visva Bharati Agitation : খাবার পাচ্ছি না, অভিযোগ ঘেরাও উপাচার্যের; দুধ-কলা পৌঁছে দিলেন পড়ুয়ারা

শান্তিনিকেতনে রাস্তার উপর দমকল বিভাগের কাছে অবস্থান মঞ্চ তৈরি করে বিক্ষোভ শুরু করেছেন কংগ্রেস নেতা-কর্মীরা । হাতে ব্যানার-পোস্টার নিয়ে চলছে কংগ্রেসের বিক্ষোভ । তারা জানিয়েছে, আন্দোলনকারী পড়ুয়াদের সমর্থনে বিশ্বভারতী ক্যাম্পাসের বাইরে উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ তারা চালিয়ে যাবে ৷

আরও পড়ুন : Viswa Bharati Agi : বিশ্বভারতীর উপাচার্য ঘেরাও কর্মসূচিকে সমর্থন এসএফআইয়ের

অবস্থান কংগ্রেসের ৷

কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিল্টন রশিদ বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বিজেপি সরকার গৈরিকীকরণ শুরু করেছে । কোন আইনে পড়ুয়াদের বহিষ্কার করা হয়েছে, তা আমরা জানতে চাই ৷ উপাচার্য দিনের পর দিন বিশ্বভারতীটাকে শেষ করে দিচ্ছেন । আমরা সব স্তরের মানুষকে পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি ।"

আরও পড়ুন: Calcutta High Court : লক্ষ্মীর ভাণ্ডারে টাকার জোগান, বঞ্চিত কর্মচারীরা, ডিএ মামলায় কটাক্ষ আইনজীবীর

শান্তিনিকেতন, 1 সেপ্টেম্বর : বিশ্বভারতীর আন্দোলনকারী (Visva Bharati Agitation) পড়ুয়াদের সমর্থনে এ বার অবস্থান মঞ্চ তৈরি করল কংগ্রেস (Congress) । বোলপুরের দমকল বিভাগের সামনে অবস্থান মঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস নেতা কর্মীরা । তাদেরও একই দাবি, বহিষ্কৃত পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরাতে হবে ।

গত এক বছরে প্রায় 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । এ ছাড়াও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীত ভবনের এক ছাত্রীকে ছ'মাসের জন্য সাসপেন্ড করা হয় । পরে সেই সাসপেনশন আরও তিন মাস বর্ধিত করা হয় । এই সময়কালে ওই তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয় । এর পরেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া ও অধ্যাপকদের একটা বড় অংশ । কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভের পর 27 অগস্ট রাত থেকে শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন পূর্বিতা ঘেরাও করা হয় ।

আরও পড়ুন: Visva Bharati Agitation : খাবার পাচ্ছি না, অভিযোগ ঘেরাও উপাচার্যের; দুধ-কলা পৌঁছে দিলেন পড়ুয়ারা

শান্তিনিকেতনে রাস্তার উপর দমকল বিভাগের কাছে অবস্থান মঞ্চ তৈরি করে বিক্ষোভ শুরু করেছেন কংগ্রেস নেতা-কর্মীরা । হাতে ব্যানার-পোস্টার নিয়ে চলছে কংগ্রেসের বিক্ষোভ । তারা জানিয়েছে, আন্দোলনকারী পড়ুয়াদের সমর্থনে বিশ্বভারতী ক্যাম্পাসের বাইরে উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ তারা চালিয়ে যাবে ৷

আরও পড়ুন : Viswa Bharati Agi : বিশ্বভারতীর উপাচার্য ঘেরাও কর্মসূচিকে সমর্থন এসএফআইয়ের

অবস্থান কংগ্রেসের ৷

কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিল্টন রশিদ বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বিজেপি সরকার গৈরিকীকরণ শুরু করেছে । কোন আইনে পড়ুয়াদের বহিষ্কার করা হয়েছে, তা আমরা জানতে চাই ৷ উপাচার্য দিনের পর দিন বিশ্বভারতীটাকে শেষ করে দিচ্ছেন । আমরা সব স্তরের মানুষকে পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি ।"

আরও পড়ুন: Calcutta High Court : লক্ষ্মীর ভাণ্ডারে টাকার জোগান, বঞ্চিত কর্মচারীরা, ডিএ মামলায় কটাক্ষ আইনজীবীর

Last Updated : Sep 1, 2021, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.