ETV Bharat / state

Student killed in Nalhati : ঝগড়ার মাঝেই স্ত্রীকে গুলি স্বামীর, লক্ষ্যভ্রষ্ট হয়ে মৃত কলেজ ছাত্রী - Student killed in Nalhati

নলহাটিতে গুলি লেগে মৃত্যু হল কলেজ ছাত্রীর ৷ বাড়ির ছাদে বীরু শেখের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া চলছিল । ঝগড়ার মাঝেই স্ত্রীকে লক্ষ্য করে গুলি করে বীরু । সেই গুলি লাগে কলেজ ছাত্রী নিকিতার গায়ে (College student dead by gunshot in Nalhati) ।

Nalhati Crime
লক্ষ্যভ্রষ্ট হয়ে মৃত কলেজ ছাত্রী
author img

By

Published : Feb 8, 2022, 4:52 PM IST

Updated : Feb 8, 2022, 6:02 PM IST

নলহাটি, 8 ফেব্রুয়ারি : স্বামী-স্ত্রী'র ঝগড়ায় চলল গুলি । সেই গুলিতেই প্রাণ হারালেন এক কলেজ ছাত্রী । ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার 3 নম্বর ওয়ার্ডে (College student dead by gunshot in Nalhati) । মৃত কলেজ ছাত্রীর নাম নিকিতা খাতুন ।

পরিবারের দাবি, আজ দুপুরে বাড়ির ছাদে বীরু শেখের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া চলছিল । সেই সময় ওই কলেজ ছাত্রী ছাদে ছিলেন । ঝগড়ার মাঝেই স্ত্রীকে লক্ষ্য করে গুলি করে বীরু । সেই গুলি লাগে নিকিতার গায়ে । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : স্ত্রীকে প্রার্থী না করায় খড়গপুরে বিজেপি নেতার বাড়িতে হামলা ওয়ার্ড সভাপতির

ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক । পুলিশ তার স্ত্রীকে আটক করেছে । যদিও পুলিশের অনুমান, যুবতীর সঙ্গে অভিযুক্তের অবৈধ সম্পর্ক ছিল । সেই সম্পর্কের জেরেই গুলি চালায় বীরু শেখ ।

নলহাটি, 8 ফেব্রুয়ারি : স্বামী-স্ত্রী'র ঝগড়ায় চলল গুলি । সেই গুলিতেই প্রাণ হারালেন এক কলেজ ছাত্রী । ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার 3 নম্বর ওয়ার্ডে (College student dead by gunshot in Nalhati) । মৃত কলেজ ছাত্রীর নাম নিকিতা খাতুন ।

পরিবারের দাবি, আজ দুপুরে বাড়ির ছাদে বীরু শেখের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া চলছিল । সেই সময় ওই কলেজ ছাত্রী ছাদে ছিলেন । ঝগড়ার মাঝেই স্ত্রীকে লক্ষ্য করে গুলি করে বীরু । সেই গুলি লাগে নিকিতার গায়ে । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : স্ত্রীকে প্রার্থী না করায় খড়গপুরে বিজেপি নেতার বাড়িতে হামলা ওয়ার্ড সভাপতির

ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক । পুলিশ তার স্ত্রীকে আটক করেছে । যদিও পুলিশের অনুমান, যুবতীর সঙ্গে অভিযুক্তের অবৈধ সম্পর্ক ছিল । সেই সম্পর্কের জেরেই গুলি চালায় বীরু শেখ ।

Last Updated : Feb 8, 2022, 6:02 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.