রামপুরহাট, 11 মে : উত্তরপ্রদেশের গোরক্ষপুরে আটকে পড়েছিলেন মুর্শিদাবাদের কান্দির 14 জন মৃৎশিল্পী । কোনও সরকারি সাহায্য পাননি। অবশেষে মালিকের কাছে টাকা ধার করে 14টি নতুন সাইকেল কিনে বাড়ি ফিরছেন তাঁরা । আজ সকাল 10টা নাগাদ তাঁরা পৌঁছান রামপুরহাটে ।
প্রতি বছরই মুর্শিদাবাদের কয়েকজন মৃৎশিল্পী উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের বাঁশি এলাকায় প্রতিমা তৈরি করতে যান । 2 মার্চ তাঁরা প্রতিমা তৈরি করতে গেছিলেন । এরপর দেশজুড়ে লকডাউন শুরু হয় । ফলে, আটকে পড়েছিলেন ওই 14 জন । কোনও উপায় না পেয়ে লকডাউনের মধ্যেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা । সাইকেল কিনে বেরিয়ে পড়েন ঘরে ফেরার জন্য। এরপর আজ সকালে রামপুরহাট শহরে এসে পৌঁছান ।
এই বিষয়ে মৃৎশিল্পী সঞ্চয় পাল বলেন, " বাসন্তীপুজোর জন্য প্রতিমা তৈরি করতে গেছিলাম । লকডাউনে আটকে পড়েছিলাম । প্রায় 900 কিলোমিটার সাইকেল চালিয়ে আসছি আমরা । কান্দি পৌঁছে আমরা প্রথমে স্বাস্থ্য কেন্দ্রে যাব শারীরিক পরীক্ষা করাতে ৷ এরপর সেখান থেকে আমাদের যা পরামর্শ দেওয়া হবে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করব ।"