ETV Bharat / state

ইলামবাজারে বুথ কমিটি গঠন ঘিরে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ, বোমাবাজি

author img

By

Published : Jan 27, 2020, 8:44 PM IST

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি ৷ এলাকায় বোমাবাজি হয় বলেও অভিযোগ ৷

ilambazar
ইলামবাজারে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজি

ইলামবাজার, ২৭ জানুয়ারি : বীরভূমের ইলামবাজারে বিলাতি গ্রামে বুথ কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ৷ সংঘর্ষে বোমাবাজির পাশাপাশি গুলিও চলে বলে অভিযোগ ৷ খবর পেয়ে ভোররাত ওই গ্রামে টহল দিচ্ছে ইলামবাজার থানার পুলিশ ৷

বুথ কমিটি গঠনকে কেন্দ্র করে ইলামবাজারে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজি-এলাকায় পুলিশি টহল

সূত্রের খবর, বিলাতি গ্রাম পঞ্চায়েতের পরশু গ্রামের বুথ কমিটির রাশ কার হাতে থাকবে সেই নিয়ে তৃণমূলের স্থানীয় কোর কমিটির সদস্য নাজ়ির শেখ ও বুথ কমিটির সদস্য মানো শেখের অনুগামীদের মধ্যে কিছুদিন ধরে চলছিল ঠান্ডা লড়াই ৷ গতকাল কমিটি গঠন হয় ৷ যেখানে উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি ফজ়লুল রহমানসহ অন্য নেতা-কর্মীরা ৷ এই কমিটি গঠনের পরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ সংঘর্ষে গুলি চালানো, বোমাবাজির পাশাপাশি বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ ঘটনায় মাথা ফাটে নাজ়ির শেখের ৷ জখম হন অপর গোষ্ঠীর ফজ়াই শেখসহ কয়েকজন ৷ জখমদের বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷

খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইলামবাজার থানার পুলিশ ৷ ভোররাত থেকে এলাকায় চলে পুলিশি টহল ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ইলামবাজারের বিলাতি এলাকা ।

ইলামবাজার, ২৭ জানুয়ারি : বীরভূমের ইলামবাজারে বিলাতি গ্রামে বুথ কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ৷ সংঘর্ষে বোমাবাজির পাশাপাশি গুলিও চলে বলে অভিযোগ ৷ খবর পেয়ে ভোররাত ওই গ্রামে টহল দিচ্ছে ইলামবাজার থানার পুলিশ ৷

বুথ কমিটি গঠনকে কেন্দ্র করে ইলামবাজারে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজি-এলাকায় পুলিশি টহল

সূত্রের খবর, বিলাতি গ্রাম পঞ্চায়েতের পরশু গ্রামের বুথ কমিটির রাশ কার হাতে থাকবে সেই নিয়ে তৃণমূলের স্থানীয় কোর কমিটির সদস্য নাজ়ির শেখ ও বুথ কমিটির সদস্য মানো শেখের অনুগামীদের মধ্যে কিছুদিন ধরে চলছিল ঠান্ডা লড়াই ৷ গতকাল কমিটি গঠন হয় ৷ যেখানে উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি ফজ়লুল রহমানসহ অন্য নেতা-কর্মীরা ৷ এই কমিটি গঠনের পরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ সংঘর্ষে গুলি চালানো, বোমাবাজির পাশাপাশি বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ ঘটনায় মাথা ফাটে নাজ়ির শেখের ৷ জখম হন অপর গোষ্ঠীর ফজ়াই শেখসহ কয়েকজন ৷ জখমদের বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷

খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইলামবাজার থানার পুলিশ ৷ ভোররাত থেকে এলাকায় চলে পুলিশি টহল ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ইলামবাজারের বিলাতি এলাকা ।

Intro:ইলামবাজার, ২৭ জানুয়ারিঃ তৃণমূল বুথ কমিটি গঠনকে কেন্দ্র দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমাবাজিতে উত্তপ্ত ইলামবাজারের বিলাতি গ্রাম৷ গুলিও চলে বলে অভিযোগ। খবর পেয়ে ভোর রাত থেকে গ্রামে চলছে পুলিশি টহল।

ইলামবাজারের বিলাতি গ্রাম পঞ্চায়েতের পরশু গ্রামে বুথ কমিটি গঠন ছিল। উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি ফজলুল রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা। কমিটির রাশ কার হাতে থাকবে এই নিয়ে ঠাণ্ড লড়াই কয়েক দিন ধরেই চলছিল৷ এদিন তৃণমূলে কোর কমিটির সদস্য নাজির শেখ ও বুথ কমিটির সদস্য মানো শেখের অনুগামীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ, বোমাবাজি। দুই গোষ্ঠীর আশ্রিত দুষ্কৃতিরা গুলিও চালায়। ভাঙচুর করা হয় বাড়ি, লুঠপাট চালানোর অভিযোগও ওঠে। ঘটনায় মাথা ফাটে কোর কমিটির সদস্য নাজির শেখের। পালটা আহত হন অপর গোষ্ঠীর ফজাই শেখ সহ কয়েকজন। আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ইলামবাজারের বিলাতি এলাকা। গ্রামের রাস্তায় পরে রয়েছে গুলি, মাসকেটের খোলা, বোমা সুতলি। বাড়ির দেওয়ালে বোমার দাগ। খবর পেয়ে ভোর রাত থেকে পুলিশ যায় গ্রামে৷ চলছে টহল।Body:ইলামবাজার, ২৭ জানুয়ারিঃ তৃণমূল বুথ কমিটি গঠনকে কেন্দ্র দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমাবাজিতে উত্তপ্ত ইলামবাজারের বিলাতি গ্রাম৷ গুলিও চলে বলে অভিযোগ। খবর পেয়ে ভোর রাত থেকে গ্রামে চলছে পুলিশি টহল।

ইলামবাজারের বিলাতি গ্রাম পঞ্চায়েতের পরশু গ্রামে বুথ কমিটি গঠন ছিল। উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি ফজলুল রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা। কমিটির রাশ কার হাতে থাকবে এই নিয়ে ঠাণ্ড লড়াই কয়েক দিন ধরেই চলছিল৷ এদিন তৃণমূলে কোর কমিটির সদস্য নাজির শেখ ও বুথ কমিটির সদস্য মানো শেখের অনুগামীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ, বোমাবাজি। দুই গোষ্ঠীর আশ্রিত দুষ্কৃতিরা গুলিও চালায়। ভাঙচুর করা হয় বাড়ি, লুঠপাট চালানোর অভিযোগও ওঠে। ঘটনায় মাথা ফাটে কোর কমিটির সদস্য নাজির শেখের। পালটা আহত হন অপর গোষ্ঠীর ফজাই শেখ সহ কয়েকজন। আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ইলামবাজারের বিলাতি এলাকা। গ্রামের রাস্তায় পরে রয়েছে গুলি, মাসকেটের খোলা, বোমা সুতলি। বাড়ির দেওয়ালে বোমার দাগ। খবর পেয়ে ভোর রাত থেকে পুলিশ যায় গ্রামে৷ চলছে টহল।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.