শান্তিনিকেতন, 28 এপ্রিল : বিশ্বভারতীর হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় নমুনা সংগ্রহ করতে আসে ফরেন্সিক দল । সিআইডি এই মামলার তদন্তভার নেওয়ার পরেই ছাত্রাবাস থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক বিশেষজ্ঞরা (CID forensic team collects samples from Visva Bharati hostel) ৷
প্রসঙ্গত, 21 এপ্রিল বিশ্বভারতীর উত্তরশিক্ষা ছাত্রাবাস থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধার হয় ৷ কীভাবে মৃত্যু হল, এই নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে ৷ খুন করা হয়েছে বলে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিহত ছাত্র অসীম দাসের বাবা ৷
ছাত্রমৃত্যু ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল বিশ্বভারতী । মৃতদেহ এনে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে, পরে শান্তিনিকেতন থানায় বিক্ষোভ দেখিয়েছিল নিহতের পরিবার ও পড়ুয়ারা ৷ এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিআইডি ৷ মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে সমগ্র ঘটনাটির উপর নজর রাখার নির্দেশও দেন (Visva Bharati Student Death) ৷
এদিন ঘটনার তদন্তের স্বার্থে উত্তরশিক্ষা ছাত্রাবাসে আসে সিআইডির ফরেন্সিক দল ৷ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা ৷ জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট, নিহতের মোবাইল, কল লিস্ট প্রভৃতি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে সিআইডি অফিসারেরা ৷
আরও পড়ুন : Visva Bharati Student Died By Suicide : বিশ্বভারতীর হস্টেলে দ্বাদশ শ্রেণির ছাত্রের আত্মহত্যা