ETV Bharat / state

Child Born in Rail Station: মুরারই স্টেশনের প্লাটফর্মে কন্যা সন্তানের জন্ম দিলেন বিহারের মহিলা

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 10:49 PM IST

ট্রেনে সফরের মাঝেই প্রসব বেদনা উঠেছিল এক মহিলার ৷ বীরভূমের মুরারই স্টেশনে ওই মহিলা শনিবার এক কন্যাসন্তানের জন্ম দেন ৷ ওই মহিলা আদতে বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
সদ্যজাতের সঙ্গে মহিলা

মুরারই, 26 অগস্ট: রামপুরহাট-চাতরা তৃতীয় লাইনের কাজের জন্য 18 অগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত বাতিল হয়েছে বহু ট্রেন ৷ এমনকি এই লাইনের উপর দিয়ে যেসব দূরপাল্লার ট্রেন চলেছে সেই ট্রেনগুলিও ঠিক সময় মতো যাতায়াত করছে না ৷ ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে । ট্রেনের এই দুর্ভোগের মধ্যেই মুরারই স্টেশনের প্লাটফর্মে শনিবার কন্যা সন্তানের জন্ম দিলেন বিহারের এক প্রসূতি ।

জানা গিয়েছে, বিহারের পীরপইতির বাসিন্দা বিলাল খান তাঁর গর্ভবতী স্ত্রী বিবিনা বিবিকে সঙ্গে নিয়ে দুই বছরের ছেলের চিকিৎসা করাতে রাঁচি গিয়েছিলেন । এদিন সকালে তিনি রাঁচি-বনাঞ্চল এক্সপ্রেস ট্রেনে চড়ে রাঁচি থেকে পীরপইতি ফিরছিলেন । রামপুরহাট স্টেশন ট্রেন ছাড়তেই শুরু হয় প্রসব যন্ত্রনা । রেলের নিরাপত্তা কর্মীদের বিষয়টি জানালে তারা পরিবার সহ ওই মহিলাকে মুরারই রেল ষ্টেশনে নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ।

কিন্তু মুরারই রেল স্টেশন ঢোকার আগে ট্রেনের মধ্যেই তার প্রসব বেদনা অতি মাত্রায় শুরু হয় ওই মহিলার । স্টেশনের প্লাটফর্মে নামতেই বিবিনা খাতুন একটি কন্যা সন্তানের জন্ম দেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মুরারই স্টেশন ম্যানেজার মহেশ কুমার । তিনি বলেন, "বনাঞ্চল এক্সপ্রেসের এক যাত্রী মুরারই স্টেশনের দুই নাম্বার প্লাটফর্মে বাচ্চার জন্ম দেয় । আমি খবর পেয়ে ছুটে আসি । এলাকার কয়েকজন মহিলাকে ডাকি প্রসূতির সাহায্য করার জন্য, তারপর একটি টোটো করে বাচ্চা ও মাকে হাসপাতালে পাঠিয়ে দিই । সদ্যজাত ও তার মাকে মুরারই গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে ।"

আরও পড়ুন: বিরল রোগে আক্রান্ত 9 মাসের শিশু, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর কাছে ছেলেকে বাঁচানোর আর্জি মায়ের

প্রসূতির স্বামী বিলাল খান বলেন, "রাঁচি থেকে ছেলের চিকিৎসা করিয়ে ফিরছিলাম । পথেই আমার গর্ভবতী স্ত্রী'র প্রসব যন্ত্রনা ওঠে । হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাঁকে মুরারই স্টেশনে নামাই । এখানে কন্যা সন্তানের জন্ম হয় । মুরারই গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসূতি ও সদ্যজাত দুজনেই সুস্থ রয়েছেন ।

মুরারই, 26 অগস্ট: রামপুরহাট-চাতরা তৃতীয় লাইনের কাজের জন্য 18 অগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত বাতিল হয়েছে বহু ট্রেন ৷ এমনকি এই লাইনের উপর দিয়ে যেসব দূরপাল্লার ট্রেন চলেছে সেই ট্রেনগুলিও ঠিক সময় মতো যাতায়াত করছে না ৷ ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে । ট্রেনের এই দুর্ভোগের মধ্যেই মুরারই স্টেশনের প্লাটফর্মে শনিবার কন্যা সন্তানের জন্ম দিলেন বিহারের এক প্রসূতি ।

জানা গিয়েছে, বিহারের পীরপইতির বাসিন্দা বিলাল খান তাঁর গর্ভবতী স্ত্রী বিবিনা বিবিকে সঙ্গে নিয়ে দুই বছরের ছেলের চিকিৎসা করাতে রাঁচি গিয়েছিলেন । এদিন সকালে তিনি রাঁচি-বনাঞ্চল এক্সপ্রেস ট্রেনে চড়ে রাঁচি থেকে পীরপইতি ফিরছিলেন । রামপুরহাট স্টেশন ট্রেন ছাড়তেই শুরু হয় প্রসব যন্ত্রনা । রেলের নিরাপত্তা কর্মীদের বিষয়টি জানালে তারা পরিবার সহ ওই মহিলাকে মুরারই রেল ষ্টেশনে নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ।

কিন্তু মুরারই রেল স্টেশন ঢোকার আগে ট্রেনের মধ্যেই তার প্রসব বেদনা অতি মাত্রায় শুরু হয় ওই মহিলার । স্টেশনের প্লাটফর্মে নামতেই বিবিনা খাতুন একটি কন্যা সন্তানের জন্ম দেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মুরারই স্টেশন ম্যানেজার মহেশ কুমার । তিনি বলেন, "বনাঞ্চল এক্সপ্রেসের এক যাত্রী মুরারই স্টেশনের দুই নাম্বার প্লাটফর্মে বাচ্চার জন্ম দেয় । আমি খবর পেয়ে ছুটে আসি । এলাকার কয়েকজন মহিলাকে ডাকি প্রসূতির সাহায্য করার জন্য, তারপর একটি টোটো করে বাচ্চা ও মাকে হাসপাতালে পাঠিয়ে দিই । সদ্যজাত ও তার মাকে মুরারই গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে ।"

আরও পড়ুন: বিরল রোগে আক্রান্ত 9 মাসের শিশু, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর কাছে ছেলেকে বাঁচানোর আর্জি মায়ের

প্রসূতির স্বামী বিলাল খান বলেন, "রাঁচি থেকে ছেলের চিকিৎসা করিয়ে ফিরছিলাম । পথেই আমার গর্ভবতী স্ত্রী'র প্রসব যন্ত্রনা ওঠে । হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাঁকে মুরারই স্টেশনে নামাই । এখানে কন্যা সন্তানের জন্ম হয় । মুরারই গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসূতি ও সদ্যজাত দুজনেই সুস্থ রয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.