ETV Bharat / state

তারাপীঠের তোরণদ্বারের ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর - আশিস বন্দ্যোপাধ্যায়

নতুনভাবে নির্মাণ করা হল তারাপীঠ মন্দিরের তোরণদ্বার ৷ গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই তোরণদ্বারের ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি ৷

তারাপীঠের তোরণদ্বার
তারাপীঠের তোরণদ্বার
author img

By

Published : Jan 29, 2021, 6:44 PM IST

তারাপীঠ, 29 জানুয়ারি : প্রায় 200 বছরের পুরানো তারাপীঠ মন্দির ৷ দূর-দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করেন মায়ের দর্শনের জন্য ৷ কিন্তু মন্দিরের প্রবেশদ্বার অত্যন্ত সংকীর্ণ হওয়ার কারণে দর্শনার্থীদের মন্দিরে যেতে সমস্যায় পড়তে হত ৷

দর্শনার্থীদের সমস্যার কথা মাথায় রেখেই গড়া হয় নতুন এই প্রবেশদ্বার ৷ সাবেকি ধাঁচে পুরানো আদলেই তারাপীঠের তোরণদ্বার নতুনরূপে নির্মিত হয় ৷ গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মন্দিরের প্রবেশদ্বারের ভার্চুয়ালি উদ্বোধন করেন ৷ 7 নম্বর জাতীয় সড়কের মনসুবা মোড়েই গড়ে ওঠে এই প্রবেশদ্বার ৷ মন্দিরের প্রবেশদ্বার নির্মাণ করে রামপুরহাট উন্নয়ন পর্ষদ ৷

আরও পড়ুন:বিশ্বভারতীর পাগলা ভিসি, শুকনো নেশা করে কি না জানতে হবে : অনুব্রত

রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় জানান, "মূলত যানজট এড়াতেই নতুন এই প্রবেশদ্বার নির্মাণ করা হয় ৷ এতে দর্শনার্থীদের মন্দির দর্শনে সুবিধা হবে ৷ মুখ্যমন্ত্রী এই প্রবেশদ্বারের স্কেচ আগেই বানিয়েছিলেন ৷ সেই স্কেচের আদলেই এই প্রবেশদ্বার বানানো হয় ৷ "

তারাপীঠ, 29 জানুয়ারি : প্রায় 200 বছরের পুরানো তারাপীঠ মন্দির ৷ দূর-দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করেন মায়ের দর্শনের জন্য ৷ কিন্তু মন্দিরের প্রবেশদ্বার অত্যন্ত সংকীর্ণ হওয়ার কারণে দর্শনার্থীদের মন্দিরে যেতে সমস্যায় পড়তে হত ৷

দর্শনার্থীদের সমস্যার কথা মাথায় রেখেই গড়া হয় নতুন এই প্রবেশদ্বার ৷ সাবেকি ধাঁচে পুরানো আদলেই তারাপীঠের তোরণদ্বার নতুনরূপে নির্মিত হয় ৷ গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মন্দিরের প্রবেশদ্বারের ভার্চুয়ালি উদ্বোধন করেন ৷ 7 নম্বর জাতীয় সড়কের মনসুবা মোড়েই গড়ে ওঠে এই প্রবেশদ্বার ৷ মন্দিরের প্রবেশদ্বার নির্মাণ করে রামপুরহাট উন্নয়ন পর্ষদ ৷

আরও পড়ুন:বিশ্বভারতীর পাগলা ভিসি, শুকনো নেশা করে কি না জানতে হবে : অনুব্রত

রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় জানান, "মূলত যানজট এড়াতেই নতুন এই প্রবেশদ্বার নির্মাণ করা হয় ৷ এতে দর্শনার্থীদের মন্দির দর্শনে সুবিধা হবে ৷ মুখ্যমন্ত্রী এই প্রবেশদ্বারের স্কেচ আগেই বানিয়েছিলেন ৷ সেই স্কেচের আদলেই এই প্রবেশদ্বার বানানো হয় ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.