ETV Bharat / state

CM Bolpur Meeting: বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় বিশৃঙ্খলা, মঞ্চে দলীয় নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

author img

By

Published : Feb 1, 2023, 5:00 PM IST

Updated : Feb 1, 2023, 5:34 PM IST

বুধবার বোলপুরে সরকারি সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM in Bolpur meeting) ৷ সেই সভা চলাকালীন এদিন বিশৃঙ্খলা তৈরি হয় ৷ পরে অবশ্য তা মিটে যায় ৷

ETV Bharat
বোলপুরে মুখ্যমন্ত্রীর সভায় বিশৃঙ্খলা

বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা

বোলপুর, 1 ফেব্রুয়ারি: অনুব্রত মণ্ডলহীন বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সরকারি সভায় চরমে উঠল বিশৃঙ্খলা । বুধবার, মুখ্যমন্ত্রী সভামঞ্চে থাকাকালীন মঞ্চ ছেড়ে নেমে এসে পরিস্থিতি সামাল দিতে হয় জেলা পুলিশ সুপার সহ বিধায়ক-সাংসদদের । পরে ব্যারিকেডে পুলিশ বাহিনী ঢুকে উপস্থিত জনগণকে বুঝিয়ে শান্ত করেন৷ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকেও বলতে শোনা যায়, "একটু ধৈর্য্য ধরে বসুন৷ আমি জানি আপনারা অনেক্ষণ এসেছেন, অপেক্ষা করছেন৷ আর একটু বসুন আমার মা-বোনেরা ।"

গরুপাচার মামলায় সিবিআই'য়ের হাতে ধৃত তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে আসানসোল সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ 'কেষ্টহীন' বীরভূমের এই প্রথম সরকারি সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, অনুব্রতর জামিনের আশায় এর আগে বেশ কয়েকবার বীরভূম সফর বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু, সামনেই পঞ্চায়েত নির্বাচন । তারপরেই 2024 এর লোকসভা নির্বাচন৷ দলের ফল ভালো করতে এবং সংগঠনে জোর দিতে এবার বীরভূম সফরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee meeting at Bolpur) ।

এদিন বোলপুরের ডাকবাংলো মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সভা হয় ৷ তবে সেই মঞ্চ থেকেই তাঁর দলের বিষয়ে মুখ খোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অনুব্রতর অনুপস্থিতিতে এবার থেকে বীরভূমে দলের সংগঠন যে তিনি নিজে দেখবেন সেকথা ঘোষণা করেন তিনি ৷ কিন্তু মুখ্যমন্ত্রী এদিন মঞ্চে থাকাকালীন চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ সভায় আগত মানুষজন উঠে দাঁড়িয়ে পড়েন, চলে যেতে যান অনেকে । তড়িঘড়ি সভামঞ্চ ছেড়ে নীচে নেমে আসেন বীরভূম পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী । পরিস্থিতি তাও স্বাভাবিক না হলে মঞ্চ ছেড়ে এক এক করে নেমে আসেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বিধানসভার উপ-অধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বোলপুরের সাংসদ অসিত মাল । পরে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেডের ভিতরে যায়৷ পরে পরিস্থিতি স্বাভাবিক করে ।

আরও পড়ুন: অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমের সংগঠন সামলাবেন তিনি, ঘোষণা মমতার

তবে এদিন মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে তৃণমূল নেতাদের উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ কেন তৃণমূল নেতারে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশাসনিক মঞ্চে বসে, তা নিয়ে প্রশ্ন উঠেছে । প্রসঙ্গত, কিছুদিন আগেই দেখা গিয়েছিল উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সরকারি সভার মঞ্চে উঠতে রাজি হননি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি মঞ্চে উঠলেও সকলকে নমস্কার করেই তিনি নেমে আসেন ৷ কিন্তু বোলপুরে এদিন ধরা পড়ে ভিন্ন চিত্র ৷

এবার তিন দিনের সফরে বীরভূমে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন বোলপুর ডাকবাংলো মাঠে সরকারি সভার মঞ্চ থেকে 65টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি ৷ উপস্থিত ছিলেন, রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপ-অধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, বিধায়ক অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলা শাসক বিধান রায়, ডিআইজি শ্যাম সিং, জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী-সহ সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা৷ তবে এই সভায় উপস্থিত থাকতে দেখা যায় নানুরের তৃণমূল নেতা কাজল শেখকেও (Mamata Banerjee meeting in controversy)।

আরও পড়ুন: গরিব-বিরোধী সুবিধাবাদীদের বাজেট, কেন্দ্রকে নিশানা মমতার

উল্লেখ্য, সোমবার শান্তিনিকেতনের বল্লভপুর জঙ্গলে রাঙাবিতান অতিথিশালায় দলের বিধায়ক-সাংসদ-সহ 70 জন নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকে অনুব্রত মণ্ডলের অনুপস্থিততে দলের 4 জনের জেলা কোর কমিটি বাড়িয়ে 7 জনের করা হয়েছিল৷ তৃণমূল সুপ্রিমোর নির্দেশে এই কোর কমিটিতে জায়গা পেয়েছেন দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল । পাশাপাশি জায়গা পেয়েছে নানুরের তৃণমূল নেতা কাজল শেখ । এদিন দেখা যায় মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানের মঞ্চে রয়েছেন, কাজল শেখ, সৈয়দ সিরাজ জিম্মি-সহ জেলা তৃণমূলের কয়েকজন নেতা রয়েছেন ৷ এই নিয়ে প্রশ্ন উঠেছে ।

Last Updated : Feb 1, 2023, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.