শান্তিনিকেতন, 17 সেপ্টেম্বর: সোনাঝুরি হাটে (Sonajhuri Haat) বসাকে কেন্দ্র করে পুলিশের সামনের দুই গোষ্ঠীর ব্যবসায়ীদের হাতাহাতি । দিন দিন শান্তিনিকেতনে সোনাঝুরি জঙ্গলে খোয়াই হাটটির পরিধি বৃদ্ধি পাচ্ছে । অভিযোগ, আগে এটি স্থানীয় শিল্পীদের হাট থাকলেও, বর্তমানে তৃণমূল নেতাদের টাকা দিয়ে বহিরাগত ব্যবসায়ীরা বসছে । পর্যটকে ঠাসা হাট এদিন উত্তপ্ত হয়ে ওঠে (Chaos between two groups of traders over sitting) ।
বর্তমানে শান্তিনিকেতনের অন্যতম পর্যটন কেন্দ্র সোনাঝুরি জঙ্গলে খোয়াই হাট ৷ যত দিন যাচ্ছে এই হাটের পরিধি বাড়ছে ৷ যার উপর কোন রূপ নিয়ন্ত্রণ নেই প্রশাসনের ৷ একদা, এই হাট শুরু হয়েছিল স্থানীয় হস্ত-কুটির শিল্পীদের তৈরি শিল্প সামগ্রী, পোষাক নিয়ে ৷ কিন্তু, গত 4 থেকে 5 বছর ধরে এই হাটে বহিরাগত ব্যবসায়ীরা বসতে শুরু করেছে ।
আরও পড়ুন: তাঁর নামে এত সম্পত্তির অস্তিত্ব কি জানতেন সুকন্যা ? দেড় ঘণ্টার জেরায় জবাব খুঁজল সিবিআই
অভিযোগ, তৃণমূল নেতাদের টাকা দিলেই হাটে ব্যবসা করার অনুমতি মেলে । এদিন হাটে বসাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা ৷ পর্যটকে ঠাসা সোনাঝুরির খোয়াই হাট ব্যবসায়ীদের গণ্ডোগোলে উত্তপ্ত হয়ে ওঠে ৷ খবর পেয়ে শান্তিনিকেতন থানার ওসি পার্থ কুমার ঘোষের নেতৃত্বে পুলিশ আসে ৷ পুলিশের সামনেই ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতি হয় । দীর্ঘ সময় পর নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷