বোলপুর, 8 অগস্ট: হিংসা বিধ্বস্ত মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে কালো শাড়ি পড়ে প্রতিবাদে পথে নামলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । মঙ্গলবার বোলপুরে মহিলাদের নিয়ে মিছিল ও পথসভা করেন তিনি । এদিন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে 'বিজেপির মুখ' বলেও কটাক্ষ করেন চন্দ্রিমা ভট্টাচার্য । পাশাপাশি মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ।
মণিপুর নিয়ে বিজেপি সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধী জোট 'ইন্ডিয়া' । মঙ্গলবার এই ইস্যুতে আলোচনার দাবিতে রাজ্যসভার অধিবেশনে সরব হন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ অধিবেশনের মাঝেই ডেরেককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ৷ যদিও পরে ডেরেকের সাসপেনশন শেষ পর্যন্ত কার্যকর হয়নি ৷ তবে রাজ্যসভার চেয়ারম্যানের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন সরব হন রাজ্যের স্বাস্থ্য ও অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, "ডেরেককে সাসপেন্ড করার ঘোষণা অন্যায় । রাজ্যসভার চেয়ারম্যান বিজেপির আরেকটি মুখ, উনি ওখানে বসে আছেন ৷ পশ্চিমবঙ্গ তাঁর চরিত্র দেখেছে । রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন হয়তো ।"
বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষীকির দিন মণিপুরের ঘটনার প্রতিবাদে বোলপুরে মিছিল ও পথসভা করেন রাজ্যের স্বাস্থ্য ও অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরী প্রমুখ ৷ মহিলাদের নিয়ে কালো শাড়ি পড়ে পথে নামেন মন্ত্রী চন্দ্রিমা । তিনি বলেন, "অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি নিয়ে বিজেপি বা কেন্দ্রীয় সরকার একটা কথাও উচ্চারণ করেনি । প্রধানমন্ত্রী মাত্র 67 সেকেন্ড কথা বলেই চুপ । মেয়েদের জন্য কিছু বলার সময় নেই তাঁর ।" বিজেপির অভিযোগ, মালদায় নারী নির্যাতন নিতে তৃণমূল চুপ কেন ? এই প্রশ্নে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "আমরা চুপ নই । ভুল কথা ৷ কোনও নারী নির্যাতনের অভিযোগ থাকলে পদক্ষেপ নেওয়া হয়, বাংলাতেই নেওয়া হয় ৷ পুলিশ ক্লোজ হয়ে গিয়েছে । মণিপুর নিয়ে বিজেপি কি করেছে ওদের জিজ্ঞাসা করুন ।"
আরও পড়ুন: সাসপেনশনের প্রস্তাবের উপর হয়নি ভোটাভুটি, রাজ্যসভার অধিবেশনে থাকছেন ডেরেক
প্রায় দুই মাস ধরে সংঘর্ষে উত্তপ্ত দেশের উত্তর-পূর্ব প্রান্তের রাজ্য মণিপুর । কুকি ও মেইতেইদের বিবাদে জ্বলছে রাজ্যটি ৷ মণিপুর হিংসায় 150 জনেরও বেশি প্রাণ হারিয়েছেন ৷ ঘরছাড়া হয়ে বিভিন্ন আশ্রয় শিবিরে ঠাঁই হয়েছে হাজার হাজার মানুষের ৷ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শয়ে শয়ে ঘর বাড়িতে ৷ মণিপুরে মহিলাদের উপর যৌন নির্যাতনের ঘটনাও সামনে এসেছে ৷ সেখানকার দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর ভিডিয়ো সামনে আসায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে ৷ এমনকি, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনাও ঘটেছে এখানে ৷