ETV Bharat / state

Chandranath Sinha slams Bidyut Chakraborty: ভোট মরশুমে বিদ্যুৎকে রাজনীতির ময়দানে আহ্বান মন্ত্রীর

এবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে রাজনীতিতে নামার প্রস্তাব দিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha invites Bidyut Chakraborty in Politics) ৷ কী বললেন তিনি ?

Chandranath Sinha invites Bidyut Chakraborty in Politics
বিদ্যুৎ চক্রবর্তীর সমালোচনায় সরব মন্ত্রী
author img

By

Published : Jan 28, 2023, 7:07 PM IST

মন্ত্রীর নিশানায় উপাচার্য

বোলপুর, 28 জানুয়ারি: বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে এবার প্রত্যক্ষ রাজনীতির ময়দানে আহ্বান করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha invites Bidyut Chakraborty in Politics) ৷ তাঁর বক্তব্য, অমর্ত্য সেনের বিরোধিতা করতে গিয়ে আদাজল খেয়ে লেগেছেন উপাচার্য ! তার থেকে ভালো তিনি ভোটের ময়দানে আসুন ৷ রাজনীতির লড়াই লড়ুন ৷ সামনেই পঞ্চায়েত ভোট ৷ তিনি বরং প্রার্থী হয়ে যান ৷ তখন এইসব কথা ভালো মানাবে !

বিদ্যুতের বাণ: গত কয়েক দিনে অমর্ত্য সেন (Amartya Sen) বনাম বিদ্যুৎ চক্রবর্তীর বিবাদ চরমে উঠেছে ৷ কেউ কেউ বলছেন, একজন প্রথিতযশার বিরুদ্ধে আর একজন উচ্চশিক্ষিত এবং উচ্চপদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির এমন আচরণ নজিরবিহীন ! বিদ্যুতের প্রথম দাবি হল, অমর্ত্য সেন ও তাঁর পরিবার বিশ্বভারতীর 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন ! আর বিদ্যুতের দ্বিতীয় দাবি হল, অমর্ত্য সেনের পাওয়া নোবেল নাকি নোবেল নয় !

মন্ত্রীর জবাব: বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে প্রশ্ন করা হলে শনিবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, "জমি বিতর্ক এভাবে মেটা সম্ভব নয় ৷ কার কতটা জমি, কোথায় রয়েছে, সেটা মাপামাপি করলেই বেরিয়ে আসবে ৷ কিন্তু, সেটা মোটেও বিতর্কের বিষয় নয় ৷ আসলে বিতর্কের কারণ রয়েছে অন্য জায়গায় ৷ অর্থনীতির নোবেল নাকি নোবেল নয় ! বিশ্বভারতীর উপাচার্য একথা বলছেন ৷ তাহলে সেটা খতিয়ে দেখা হোক ৷ বিশ্বভারতীর আচার্য তো দেশের প্রধানমন্ত্রী ৷ তিনি বিষয়টি খতিয়ে দেখুন !"

এরপর চন্দ্রনাথ বলেন, "আসলে দারিদ্র্য দূরীকরণ নিয়ে অমর্ত্য সেন কিছু কথা বলেছিলেন ৷ সেগুলি দেশের প্রধানমন্ত্রীর ভালো লাগেনি ৷ আর সেই কারণেই অমর্ত্য সেনকে এভাবে পদে পদে অপমান করা হচ্ছে ৷" চন্দ্রনাথের স্পষ্ট বার্তা, বিদ্যুতের আচরণ কোনও শিক্ষাবিদ বা উপাচার্যের মতো নয় ৷ বরং, তার সঙ্গে রাজনৈতিক নেতাদের আচরণের অনেক মিল রয়েছে ৷ আর সেই কারণেই আসন্ন ভোট মরশুমে বিদ্যুৎ চক্রবর্তীকে ভোটের ময়দানে নেমে অমর্ত্যের উপর রাজনৈতিক আক্রমণ শানানোর পরামর্শ দিয়েছেন চন্দ্রনাথ সিনহা !

আরও পড়ুন: 'বিদ্যুৎ চক্রবর্তী পাগল, ওঁকে তাড়িয়ে দেওয়া উচিত !' তোপ ফিরহাদের

মন্ত্রীর নিশানায় উপাচার্য

বোলপুর, 28 জানুয়ারি: বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে এবার প্রত্যক্ষ রাজনীতির ময়দানে আহ্বান করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha invites Bidyut Chakraborty in Politics) ৷ তাঁর বক্তব্য, অমর্ত্য সেনের বিরোধিতা করতে গিয়ে আদাজল খেয়ে লেগেছেন উপাচার্য ! তার থেকে ভালো তিনি ভোটের ময়দানে আসুন ৷ রাজনীতির লড়াই লড়ুন ৷ সামনেই পঞ্চায়েত ভোট ৷ তিনি বরং প্রার্থী হয়ে যান ৷ তখন এইসব কথা ভালো মানাবে !

বিদ্যুতের বাণ: গত কয়েক দিনে অমর্ত্য সেন (Amartya Sen) বনাম বিদ্যুৎ চক্রবর্তীর বিবাদ চরমে উঠেছে ৷ কেউ কেউ বলছেন, একজন প্রথিতযশার বিরুদ্ধে আর একজন উচ্চশিক্ষিত এবং উচ্চপদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির এমন আচরণ নজিরবিহীন ! বিদ্যুতের প্রথম দাবি হল, অমর্ত্য সেন ও তাঁর পরিবার বিশ্বভারতীর 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন ! আর বিদ্যুতের দ্বিতীয় দাবি হল, অমর্ত্য সেনের পাওয়া নোবেল নাকি নোবেল নয় !

মন্ত্রীর জবাব: বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে প্রশ্ন করা হলে শনিবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, "জমি বিতর্ক এভাবে মেটা সম্ভব নয় ৷ কার কতটা জমি, কোথায় রয়েছে, সেটা মাপামাপি করলেই বেরিয়ে আসবে ৷ কিন্তু, সেটা মোটেও বিতর্কের বিষয় নয় ৷ আসলে বিতর্কের কারণ রয়েছে অন্য জায়গায় ৷ অর্থনীতির নোবেল নাকি নোবেল নয় ! বিশ্বভারতীর উপাচার্য একথা বলছেন ৷ তাহলে সেটা খতিয়ে দেখা হোক ৷ বিশ্বভারতীর আচার্য তো দেশের প্রধানমন্ত্রী ৷ তিনি বিষয়টি খতিয়ে দেখুন !"

এরপর চন্দ্রনাথ বলেন, "আসলে দারিদ্র্য দূরীকরণ নিয়ে অমর্ত্য সেন কিছু কথা বলেছিলেন ৷ সেগুলি দেশের প্রধানমন্ত্রীর ভালো লাগেনি ৷ আর সেই কারণেই অমর্ত্য সেনকে এভাবে পদে পদে অপমান করা হচ্ছে ৷" চন্দ্রনাথের স্পষ্ট বার্তা, বিদ্যুতের আচরণ কোনও শিক্ষাবিদ বা উপাচার্যের মতো নয় ৷ বরং, তার সঙ্গে রাজনৈতিক নেতাদের আচরণের অনেক মিল রয়েছে ৷ আর সেই কারণেই আসন্ন ভোট মরশুমে বিদ্যুৎ চক্রবর্তীকে ভোটের ময়দানে নেমে অমর্ত্যের উপর রাজনৈতিক আক্রমণ শানানোর পরামর্শ দিয়েছেন চন্দ্রনাথ সিনহা !

আরও পড়ুন: 'বিদ্যুৎ চক্রবর্তী পাগল, ওঁকে তাড়িয়ে দেওয়া উচিত !' তোপ ফিরহাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.