ETV Bharat / state

Witness Mihir Lal in CBI Custody : বগটুই কাণ্ডে সাক্ষী মিহিরলালকে নিজেদের হেফাজতে নিল সিবিআই - Witness Mihir Lal in CBI Custody

বগটুই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী মিহিরলাল শেখকে অস্থায়ী ক্যাম্পে নিয়ে গেল সিবিআই (Witness Mihir Lal in CBI Custody)।

Witness Mihir Lal in CBI Custody
বগটুই কাণ্ডে সাক্ষী মিহিরলালকে নিজেদের হেফাজতে নিল সিবিআই
author img

By

Published : Mar 28, 2022, 4:51 PM IST

বাতাসপুর, 28 মার্চ : বগটুই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী মিহিরলাল শেখকে নিজেদের হেফাজতে নিল সিবিআই ৷ ইতিমধ্যেই বগটুই গণহত্য়াকাণ্ডের তদন্তে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প তৈরি হয়েছে ৷ সেখানেই নিয়ে যাওয়া হয়েছে মিহিরলাল শেখকে ৷ মিহিরলালের মা, স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়েছে বগটুইয়ের গণহত্যাকাণ্ডে (Rampurhat Massacre) ৷

সূত্রের খবর, এদিন মিহিরলালের সঙ্গে কথা বলেই তাঁকে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে ৷ বগটুইয়ের গণহত্য়াকাণ্ডের দিন ঠিক কী হয়েছিল ? কীভাবে আগুন লেগেছিল তা জানতেই মিহিরলালকে জেরা করে সিবিআই (Witness Mihir Lal in CBI Custody) ৷

আরও পড়ুন: Bugtui Massacre Eyewitness In Rampurhat Hospital: দোষীদের ফাঁসি চায় বগটুই হত্যাকাণ্ডের নাবালক প্রত্য়ক্ষদর্শী

প্রসঙ্গত, বগটুইয়ে একটি মুদিখানা দোকান চালাতেন মিহিরলাল ৷ নিজের চোখে দেখেছেন পরিবার পরিজনের মৃত্য়ু ৷ বগটুইয়ে যে রাতে সারা গ্রাম জ্বলেছে, সেদিনই প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়েছিলেন তিনি ৷ তারপর থেকে আতঙ্কে আর গ্রামে ফরেননি ৷ বাতাসপুরের গোপালজল গ্রামে আছেন মিহিরলাল ও তাঁর অন্যান্য পরিজনরা ৷

বাতাসপুর, 28 মার্চ : বগটুই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী মিহিরলাল শেখকে নিজেদের হেফাজতে নিল সিবিআই ৷ ইতিমধ্যেই বগটুই গণহত্য়াকাণ্ডের তদন্তে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প তৈরি হয়েছে ৷ সেখানেই নিয়ে যাওয়া হয়েছে মিহিরলাল শেখকে ৷ মিহিরলালের মা, স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়েছে বগটুইয়ের গণহত্যাকাণ্ডে (Rampurhat Massacre) ৷

সূত্রের খবর, এদিন মিহিরলালের সঙ্গে কথা বলেই তাঁকে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে ৷ বগটুইয়ের গণহত্য়াকাণ্ডের দিন ঠিক কী হয়েছিল ? কীভাবে আগুন লেগেছিল তা জানতেই মিহিরলালকে জেরা করে সিবিআই (Witness Mihir Lal in CBI Custody) ৷

আরও পড়ুন: Bugtui Massacre Eyewitness In Rampurhat Hospital: দোষীদের ফাঁসি চায় বগটুই হত্যাকাণ্ডের নাবালক প্রত্য়ক্ষদর্শী

প্রসঙ্গত, বগটুইয়ে একটি মুদিখানা দোকান চালাতেন মিহিরলাল ৷ নিজের চোখে দেখেছেন পরিবার পরিজনের মৃত্য়ু ৷ বগটুইয়ে যে রাতে সারা গ্রাম জ্বলেছে, সেদিনই প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়েছিলেন তিনি ৷ তারপর থেকে আতঙ্কে আর গ্রামে ফরেননি ৷ বাতাসপুরের গোপালজল গ্রামে আছেন মিহিরলাল ও তাঁর অন্যান্য পরিজনরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.