বাতাসপুর, 28 মার্চ : বগটুই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী মিহিরলাল শেখকে নিজেদের হেফাজতে নিল সিবিআই ৷ ইতিমধ্যেই বগটুই গণহত্য়াকাণ্ডের তদন্তে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প তৈরি হয়েছে ৷ সেখানেই নিয়ে যাওয়া হয়েছে মিহিরলাল শেখকে ৷ মিহিরলালের মা, স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়েছে বগটুইয়ের গণহত্যাকাণ্ডে (Rampurhat Massacre) ৷
সূত্রের খবর, এদিন মিহিরলালের সঙ্গে কথা বলেই তাঁকে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে ৷ বগটুইয়ের গণহত্য়াকাণ্ডের দিন ঠিক কী হয়েছিল ? কীভাবে আগুন লেগেছিল তা জানতেই মিহিরলালকে জেরা করে সিবিআই (Witness Mihir Lal in CBI Custody) ৷
প্রসঙ্গত, বগটুইয়ে একটি মুদিখানা দোকান চালাতেন মিহিরলাল ৷ নিজের চোখে দেখেছেন পরিবার পরিজনের মৃত্য়ু ৷ বগটুইয়ে যে রাতে সারা গ্রাম জ্বলেছে, সেদিনই প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়েছিলেন তিনি ৷ তারপর থেকে আতঙ্কে আর গ্রামে ফরেননি ৷ বাতাসপুরের গোপালজল গ্রামে আছেন মিহিরলাল ও তাঁর অন্যান্য পরিজনরা ৷