ETV Bharat / state

CBI Summons Bank Official: অনুব্রতর মামলায় ব্যাংক কর্তাকে ডাকল সিবিআই, আনতে হবে নথিপত্রও - অনুব্রত মণ্ডল

হঠাৎ আগুন ? বোলপুরের ব্যাংকের আধিকারিকদের অনুব্রত-সহ তাঁর ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করল সিবিআই (CBI summons Bank Officers) ৷

Bolpur Bank Official
ETV Bharat
author img

By

Published : Nov 4, 2022, 11:13 AM IST

Updated : Nov 4, 2022, 1:01 PM IST

বোলপুর, 4 নভেম্বর: বোলপুরের ব্যাংকে রহস্যজনকভাবে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে । প্রসঙ্গত উল্লেখ্য, এই ব্যাংকেই গরুপাচার কাণ্ডে মূল অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল-সহ অনেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে ৷ বীরভূমের জেলা সভাপতিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । তাঁর বর্তমান ঠিকানা আসানসোলের বিশেষ সংশোধনাগারে ।

এই ঘটনায় ইতিমধ্যে দিল্লিতে দু'দফায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে অনুব্রত কন্যা সুকন্যাকে । গরুপাচার থেকে পাওয়া টাকায় অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা লাভবান হয়েছিলেন বলে মনে করছে সিবিআই । তদন্তকারীরা মনে করছেন ঠিক যে সময় এই সব তথ্য সামনে আসতে শুরু করেছে তখন অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট যে ব্যাংকে ছিল সেখানে আগুন লাগার বিষয়টি স্বাভাবিক নাও হতে পারে ৷ এই ঘটনাটিকে সহজে মেনে নিতে পারছেন না তদন্তকারী আধিকারিকরা ৷ এবার ওই বেসরকারি ব্যাংকের কর্তাব্যক্তিদের অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য নিয়ে সিবিআই দফতরে শুক্রবারই হাজিরা দেওয়ার নির্দেশ দিল সিবিআই ।

আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে অনুব্রত-ঘনিষ্ঠ করিম খানকে তলব সিবিআইয়ের

ইতিমধ্যে তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের মোট 17 কোটি টাকার একটি ফিক্সড ডিপোজিট ফ্রিজ করেন । এছাড়া গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল একা নন, তাঁর সঙ্গে একাধিক ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন স্তরের ব্যক্তিরা যুক্ত ৷ সেই তথ্যপ্রমাণ ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে ।

তার মধ্যে বোলপুরের বেসরকারি ব্যাংকে আচমকাই আগুন লেগে যাওয়ার ঘটনা নিতান্তই সাজানো বলে অনুমান করছেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ ফলে অনুব্রত মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য এবং তাঁর একাধিক ঘনিষ্ঠদের ব্যাংকের যাবতীয় তথ্য সংশ্লিষ্ট বেসরকারি ব্যাংকের বেশ কয়েকজন আধিকারিকদের আজ বোলপুরের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তলব করল সিবিআই ।

বোলপুর, 4 নভেম্বর: বোলপুরের ব্যাংকে রহস্যজনকভাবে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে । প্রসঙ্গত উল্লেখ্য, এই ব্যাংকেই গরুপাচার কাণ্ডে মূল অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল-সহ অনেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে ৷ বীরভূমের জেলা সভাপতিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । তাঁর বর্তমান ঠিকানা আসানসোলের বিশেষ সংশোধনাগারে ।

এই ঘটনায় ইতিমধ্যে দিল্লিতে দু'দফায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে অনুব্রত কন্যা সুকন্যাকে । গরুপাচার থেকে পাওয়া টাকায় অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা লাভবান হয়েছিলেন বলে মনে করছে সিবিআই । তদন্তকারীরা মনে করছেন ঠিক যে সময় এই সব তথ্য সামনে আসতে শুরু করেছে তখন অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট যে ব্যাংকে ছিল সেখানে আগুন লাগার বিষয়টি স্বাভাবিক নাও হতে পারে ৷ এই ঘটনাটিকে সহজে মেনে নিতে পারছেন না তদন্তকারী আধিকারিকরা ৷ এবার ওই বেসরকারি ব্যাংকের কর্তাব্যক্তিদের অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য নিয়ে সিবিআই দফতরে শুক্রবারই হাজিরা দেওয়ার নির্দেশ দিল সিবিআই ।

আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে অনুব্রত-ঘনিষ্ঠ করিম খানকে তলব সিবিআইয়ের

ইতিমধ্যে তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের মোট 17 কোটি টাকার একটি ফিক্সড ডিপোজিট ফ্রিজ করেন । এছাড়া গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল একা নন, তাঁর সঙ্গে একাধিক ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন স্তরের ব্যক্তিরা যুক্ত ৷ সেই তথ্যপ্রমাণ ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে ।

তার মধ্যে বোলপুরের বেসরকারি ব্যাংকে আচমকাই আগুন লেগে যাওয়ার ঘটনা নিতান্তই সাজানো বলে অনুমান করছেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ ফলে অনুব্রত মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য এবং তাঁর একাধিক ঘনিষ্ঠদের ব্যাংকের যাবতীয় তথ্য সংশ্লিষ্ট বেসরকারি ব্যাংকের বেশ কয়েকজন আধিকারিকদের আজ বোলপুরের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তলব করল সিবিআই ।

Last Updated : Nov 4, 2022, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.