ETV Bharat / state

Post Poll Violence Case: বীরভূমে ভোট-পরবর্তী হিংসায় খুনের ঘটনায় চার্জশিট পেশ সিবিআই'য়ের - CBI submit charge sheet in post poll violence case

2021 সালের 2 মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার । এই ঘটনায় 24 জন তৃণমূল নেতা-কর্মীর নামে লিখিত অভিযোগ দায়ের হয় থানায়। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট-পরবর্তী হিংসার ঘটনার তদন্তভার যায় সিবিআই'য়ের কাছে (WB Post Poll Violence Case) ৷

Post Poll Violence Case investigation
ভোট পরবর্তী হিংসায় চার্জশিট
author img

By

Published : Jul 22, 2022, 5:39 PM IST

বোলপুর, ২২ জুলাই: ভোট-পরবর্তী হিংসায় বীরভূমের ইলামবাজারের বিজেপি কর্মী খুনে বোলপুর আদালতে চার্জশিট দিল সিবিআই । শুক্রবার মুখ বন্ধ খামে চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসারেরা (CBI submit charge sheet in post poll violence case) ৷

সিবিআই সূত্রে জানা গিয়েছে, 28 জনের নাম রয়েছে এই চার্জশিটে ৷ প্রসঙ্গত, এই মামলাতেই তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা-সহ একাধিক নেতা, বিধায়ককে তলব করে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই অফিসারেরা । তারপরই এদিন বোলপুর মহকুমা আদালতে চার্জশিট জমা দিল সিবিআই ৷

আরও পড়ুন: ইডি-র দীর্ঘ জেরায় বুকে ব্যথা পার্থর, ইসিজির পরামর্শ চিকিৎসকের

2021 সালের 2 মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার । এই ঘটনায় 24 জন তৃণমূল নেতা-কর্মীর নামে ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয় । পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার যাবতীয় মামলার তদন্তভার নেয় সিবিআই । তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতারও করে সিবিআই ৷ যদিও বর্তমানে অভিযুক্তরা জামিনে মুক্ত ।

বোলপুর, ২২ জুলাই: ভোট-পরবর্তী হিংসায় বীরভূমের ইলামবাজারের বিজেপি কর্মী খুনে বোলপুর আদালতে চার্জশিট দিল সিবিআই । শুক্রবার মুখ বন্ধ খামে চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসারেরা (CBI submit charge sheet in post poll violence case) ৷

সিবিআই সূত্রে জানা গিয়েছে, 28 জনের নাম রয়েছে এই চার্জশিটে ৷ প্রসঙ্গত, এই মামলাতেই তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা-সহ একাধিক নেতা, বিধায়ককে তলব করে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই অফিসারেরা । তারপরই এদিন বোলপুর মহকুমা আদালতে চার্জশিট জমা দিল সিবিআই ৷

আরও পড়ুন: ইডি-র দীর্ঘ জেরায় বুকে ব্যথা পার্থর, ইসিজির পরামর্শ চিকিৎসকের

2021 সালের 2 মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার । এই ঘটনায় 24 জন তৃণমূল নেতা-কর্মীর নামে ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয় । পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার যাবতীয় মামলার তদন্তভার নেয় সিবিআই । তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতারও করে সিবিআই ৷ যদিও বর্তমানে অভিযুক্তরা জামিনে মুক্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.