ETV Bharat / state

Anubrata Mondal: কালী প্রতিমাকে 3 কোটির গয়না পরাতেন অনুব্রত ! সিবিআই জেরার মুখে স্বর্ণকার - অনুব্রত মণ্ডল

প্রতি বছরের পুজোয় মা কালীকে (Godess Kali) কোটি কোটি টাকার সোনার গয়নায় (Gold Jewellery) সাজাতেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ কোথা থেকে এল এত গয়না ? জানতে তদন্ত শুরু সিবিআই (CBI)-এর ৷

CBI starts Investigation on Gold Jewellery of Goddess Kali given by Anubrata Mondal
Anubrata Mondal: কালী প্রতিমাকে 3 কোটির গয়না পরাতেন অনুব্রত ! সিবিআই জেরার মুখে স্বর্ণকার
author img

By

Published : Sep 8, 2022, 4:37 PM IST

বোলপুর, 8 সেপ্টেম্বর: সিবিআই (CBI)-এর নজরে এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আরাধ্য়া দেবী মা কালীর (Goddess Kali) গায়ের গয়না ! তাদের হাতে আসা তথ্য বলছে, প্রতি বছর ধূমধাম করে কালীপুজো করতেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত ৷ দেবীর অঙ্গসজ্জায় থাকত এলাহি আয়োজন ৷ জমকালো শাড়ির সঙ্গে পরানো হত প্রচুর পরিমাণে সোনার গয়না (Gold Jewellery) ৷ এখনও পর্যন্ত যে হিসাব পাওয়া গিয়েছে, সেই অনুসারে, সব মিলিয়ে এই গয়নায় ব্যবহৃত সোনার পরিমাণ 570 ভরি ! যার বাজারদর প্রায় 3 কোটি টাকা ! প্রশ্ন উঠছে, এত টাকার সোনার গয়না এল কোথা থেকে ? এবার তারই তদন্তে নামল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷

সিবিআই সূত্রে জানা গিয়েছে, কালীর বিগ্রহে পরানোর জন্য বিপুল পরিমাণ সোনার গয়না কবে, কোথা থেকে এবং কীভাবে কেনা হয়েছিল, তা জানতে চান গোয়েন্দারা ৷ যে স্বর্ণ ব্যবসায়ী এই সোনার গয়না তৈরি ও কেনার সঙ্গে যুক্ত ছিলেন, ইতিমধ্যেই তাঁকে ডেকে জেরা করা হয়েছে ৷ উল্লেখ্য, বিশ্বভারতীর রতন কুঠিতে অস্থায়ী ক্যাম্প অফিস খুলেছে সিবিআই ৷ বৃহস্পতিবার সেখানেই সংশ্লিষ্ট স্বর্ণ ব্যবসায়ী এবং ব্যাংক আধিকারিকদের ডেকে পাঠানো হয় ৷ বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷

গয়নার প্রদর্শন করেছিলেন অনুব্রত নিজেই ৷

আরও পড়ুন: 'অন্যায় হয়েছে', মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে অনুব্রত

প্রসঙ্গত, বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে কালীপুজো উপলক্ষে বিরাট আয়োজন করা হয় ৷ এই পুজো মূলত অনুব্রত মণ্ডলের পুজো হিসাবেই এলাকায় পরিচিত ৷ প্রতি বছর পুজোর আগে নিজের হাতে বিগ্রহকে সোনার গয়না পরাতেন অনুব্রত ৷ 2020 সালে এই সোনার গয়নার পরিমাণ ছিল 320 ভরি ৷ 2021 সালে সেটাই বেড়ে হয় 570 ভরি ! ফলাও করে সেই গয়না সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে প্রদর্শনও করেছিলেন অনুব্রত ৷ এখন সেই গয়নাই তাঁর গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

গয়নার তালিকায় রয়েছে নাকছাবি, নৎ, নানা আকারের নেকলেস, হার, বালা, কঙ্কন, মান্তাসা, দুল, আংটি, মুকুট-সহ আরও অনেক কিছু ৷ এমনকী শিবের কল্কেটিও তৈরি নিরেট সোনা দিয়ে ! কিন্তু, এই এত গয়নার জোগান দিলেন কারা ? কেনই বা দিলেন ? এই বিষয়ে তেমন কিছু জানা যায় না ৷ এদিন সংশ্লিষ্ট স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে এই বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ গয়নার রসিদ দেখতে চাওয়া হয় সংশ্লিষ্ট স্বর্ণ ব্যবসায়ীর কাছে ৷ এছাড়াও, অনুব্রত এবং তাঁর আত্মীয়দের অ্য়াকাউন্ট থাকা দু'টি ব্যাংকের আধিকারিকদেরও ডেকে পাঠানো হয় ৷

বোলপুর, 8 সেপ্টেম্বর: সিবিআই (CBI)-এর নজরে এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আরাধ্য়া দেবী মা কালীর (Goddess Kali) গায়ের গয়না ! তাদের হাতে আসা তথ্য বলছে, প্রতি বছর ধূমধাম করে কালীপুজো করতেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত ৷ দেবীর অঙ্গসজ্জায় থাকত এলাহি আয়োজন ৷ জমকালো শাড়ির সঙ্গে পরানো হত প্রচুর পরিমাণে সোনার গয়না (Gold Jewellery) ৷ এখনও পর্যন্ত যে হিসাব পাওয়া গিয়েছে, সেই অনুসারে, সব মিলিয়ে এই গয়নায় ব্যবহৃত সোনার পরিমাণ 570 ভরি ! যার বাজারদর প্রায় 3 কোটি টাকা ! প্রশ্ন উঠছে, এত টাকার সোনার গয়না এল কোথা থেকে ? এবার তারই তদন্তে নামল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷

সিবিআই সূত্রে জানা গিয়েছে, কালীর বিগ্রহে পরানোর জন্য বিপুল পরিমাণ সোনার গয়না কবে, কোথা থেকে এবং কীভাবে কেনা হয়েছিল, তা জানতে চান গোয়েন্দারা ৷ যে স্বর্ণ ব্যবসায়ী এই সোনার গয়না তৈরি ও কেনার সঙ্গে যুক্ত ছিলেন, ইতিমধ্যেই তাঁকে ডেকে জেরা করা হয়েছে ৷ উল্লেখ্য, বিশ্বভারতীর রতন কুঠিতে অস্থায়ী ক্যাম্প অফিস খুলেছে সিবিআই ৷ বৃহস্পতিবার সেখানেই সংশ্লিষ্ট স্বর্ণ ব্যবসায়ী এবং ব্যাংক আধিকারিকদের ডেকে পাঠানো হয় ৷ বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷

গয়নার প্রদর্শন করেছিলেন অনুব্রত নিজেই ৷

আরও পড়ুন: 'অন্যায় হয়েছে', মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে অনুব্রত

প্রসঙ্গত, বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে কালীপুজো উপলক্ষে বিরাট আয়োজন করা হয় ৷ এই পুজো মূলত অনুব্রত মণ্ডলের পুজো হিসাবেই এলাকায় পরিচিত ৷ প্রতি বছর পুজোর আগে নিজের হাতে বিগ্রহকে সোনার গয়না পরাতেন অনুব্রত ৷ 2020 সালে এই সোনার গয়নার পরিমাণ ছিল 320 ভরি ৷ 2021 সালে সেটাই বেড়ে হয় 570 ভরি ! ফলাও করে সেই গয়না সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে প্রদর্শনও করেছিলেন অনুব্রত ৷ এখন সেই গয়নাই তাঁর গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

গয়নার তালিকায় রয়েছে নাকছাবি, নৎ, নানা আকারের নেকলেস, হার, বালা, কঙ্কন, মান্তাসা, দুল, আংটি, মুকুট-সহ আরও অনেক কিছু ৷ এমনকী শিবের কল্কেটিও তৈরি নিরেট সোনা দিয়ে ! কিন্তু, এই এত গয়নার জোগান দিলেন কারা ? কেনই বা দিলেন ? এই বিষয়ে তেমন কিছু জানা যায় না ৷ এদিন সংশ্লিষ্ট স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে এই বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ গয়নার রসিদ দেখতে চাওয়া হয় সংশ্লিষ্ট স্বর্ণ ব্যবসায়ীর কাছে ৷ এছাড়াও, অনুব্রত এবং তাঁর আত্মীয়দের অ্য়াকাউন্ট থাকা দু'টি ব্যাংকের আধিকারিকদেরও ডেকে পাঠানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.