বোলপুর, 12 অক্টোবর: ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) মেয়ে ও ভাগ্নেকে নোটিশ দিয়ে তলব করল সিবিআই (CBI Notice)। শান্তিনিকেতনে সিবিআই ক্যাম্প অফিসে ডেকে পাঠানো হয়েছে তাঁদের (Anubrata Mandal daughter)৷ এছাড়াও এ দিন সিবিআই অস্থায়ী ক্যাম্প অফিসে নানুরের সাব-রেজিস্ট্রি অফিসের এক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয় ৷
পুজোর পর গরু পাচার মামলায় তদন্তে নেমেছে সিবিআই । শান্তিনিকেতনের রতনকুঠি গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে এক এক করে সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ মঙ্গলবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জীব মজুমদারকে ডেকে দু দফায় প্রায় 7 ঘণ্টা জেরা করা হয় ৷ এ দিনও তাঁকে ফের ডেকে পাঠানো হয়েছে ।
অন্যদিকে, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এসেছে সিবিআই । একইসঙ্গে অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষকেও নোটিশ দেওয়া হয়েছে ৷ এই রাজা ঘোষের দিদির নামে রাইস মিল আছে ৷ তারই সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয় ৷ অনুব্রত মণ্ডলের মেয়ের নামে যে সম্পত্তির হিসেব মিলেছে, মূলত এই বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে । যদিও অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল বর্তমানে বাড়িতে নেই ৷ জানা গিয়েছে, চিকিৎসার জন্য তিনি বেঙ্গালুরুতে গিয়েছেন ।
আরও পড়ুন: সুকন্যার সংস্থাকে নোটিশ পাঠাল সিবিআই
এ দিকে, সুকন্যার সংস্থা এএনএম এগ্রোক্রিম ফুড লিমিটেডের কর্মীদেরও নোটিশ পাঠিয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা । গতকাল কলকাতা থেকে গরু পাচার কাণ্ডের (Cattle Smuggling Case) তদন্তকারী আধিকারিকের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল শান্তিনিকেতনে পৌঁছন ৷ সেখান থেকেই তদন্ত শুরু করেন তাঁরা । ওই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) ও অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েন । তাঁদের সাক্ষী হিসেবেই নোটিশ পাঠানো হয়েছে । এই কোম্পানির যাবতীয় নথিপত্র এবং সমস্ত তথ্য-প্রমাণ নিয়ে আগামী সপ্তাহে সোমবারের মধ্যে সিবিআইয়ের সঙ্গে দেখা করতে বলা হয়েছে ।