ETV Bharat / state

CBI Rescues Pet Dog : বগটুই কাণ্ডে অভিযুক্ত লালন শেখের বাড়ির দরজা ভেঙে উদ্ধার পোষ্য সারমেয় - CBI rescues pet dog from Bagtui Massacre accused Lalan Sheikh house

তথ্য প্রমাণের খোঁজে বগটুই গণহত্যা কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের বাড়িতে হানা দিয়ে দরজা ভেঙে লালন শেখের পোষ্যকে উদ্ধার করলেন সিবিআই আধিকারিকরা (CBI Visits Lalan Sheikh House) ৷

Bagtui Massacre
লালন শেখের বাড়ির দরজা ভেঙে উদ্ধার তার পোষ্য
author img

By

Published : Mar 31, 2022, 8:10 PM IST

বগটুই, 31 মার্চ : বগটুই গণহত্যা কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের বাড়ির দরজা ভাঙল সিবিআই ৷ নিহত উপ-প্রধান ভাদু শেখের অন্যতম ঘনিষ্ঠ এই লালন শেখ (CBI Visits Lalan Sheikh House) ৷ বাড়ি মানুষশূন্য গত 10 দিন ধরে ৷ তবে সেখানে আটকে রয়েছে একটি প্রাণী ৷ সে লালন শেখের পোষ্য কুকুরটি ৷ গত 10 দিন ধরে খাবার জোটেটি ৷ অচেনা মানুষজন দেখেও পায়ে লুটিয়ে পড়ে ৷ আবদার জানায় একটু মনোযোগের ৷ তদন্তকারীদের তরফেই তার জন্য খাবারের ব্যবস্থা করা হয় ৷

বগটুই হত্যাকাণ্ডের পর থেকে পলাতক লালন শেখ ৷ এই গণহত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত সে ৷ ভাদু শেখের বাড়ির পিছনে বাড়ি লালন শেখের ৷ বৃহস্পতিবার তথ্যপ্রমাণ সংগ্রহ করতেই লালন শেখের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা ৷ দরজার তালা ভাঙতেই বেরিয়ে আসে লালন শেখের পোষ্য সারমেয় ৷ প্রায় 10 দিন ধরে বাড়ির মধ্য অভুক্ত অবস্থায় বন্ধ ছিল সারমেয়টি ৷ এদিন সিবিআই অফিসাররা লালন শেখের বাড়ির দরজা খুলতেই বেরিয়ে আসে সে ৷ সারমেয়টিকে সিবিআই আধিকারিকরা খাবার ও জল দিয়ে গ্রামবাসীদের হাতে তুলে দেন ৷

বৃহস্পতিবার বেলার দিকে লালন শেখের বাড়ির দরজা ভাঙা হলে উদ্ধার হয় তার পোষা কুকুরটি

আরও পড়ুন : Rampurhat Massacre : ভাদু খুনে গ্রেফতার আরও 2, তালা ভেঙে নিহত উপপ্রধানের ঘনিষ্ঠ লালন শেখের বাড়িতে সিবিআই

বাগটুই হত্যাকাণ্ডের পর কেটে গিয়েছে 10 দিন ৷ ভাদু শেখকে খুনের দিন সন্ধ্যা থেকেই গা ঢাকা দিয়েছে হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখ ৷ তার পরিবারের লোকজন গ্রামছাড়া হলেও বাড়ির মধ্যে অভুক্ত অবস্থায় আটকে থেকেছে লালনের পোষ্য সারমেয়টি ৷ এদিন সিবিআই আধিকারিকরা এসে বাড়ির তালা ভাঙতেই বেরিয়ে আসে সে ৷ তার উদ্ধারকারীদের পায়ে লুটিয়ে পড়ে ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ৷

বগটুই, 31 মার্চ : বগটুই গণহত্যা কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের বাড়ির দরজা ভাঙল সিবিআই ৷ নিহত উপ-প্রধান ভাদু শেখের অন্যতম ঘনিষ্ঠ এই লালন শেখ (CBI Visits Lalan Sheikh House) ৷ বাড়ি মানুষশূন্য গত 10 দিন ধরে ৷ তবে সেখানে আটকে রয়েছে একটি প্রাণী ৷ সে লালন শেখের পোষ্য কুকুরটি ৷ গত 10 দিন ধরে খাবার জোটেটি ৷ অচেনা মানুষজন দেখেও পায়ে লুটিয়ে পড়ে ৷ আবদার জানায় একটু মনোযোগের ৷ তদন্তকারীদের তরফেই তার জন্য খাবারের ব্যবস্থা করা হয় ৷

বগটুই হত্যাকাণ্ডের পর থেকে পলাতক লালন শেখ ৷ এই গণহত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত সে ৷ ভাদু শেখের বাড়ির পিছনে বাড়ি লালন শেখের ৷ বৃহস্পতিবার তথ্যপ্রমাণ সংগ্রহ করতেই লালন শেখের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা ৷ দরজার তালা ভাঙতেই বেরিয়ে আসে লালন শেখের পোষ্য সারমেয় ৷ প্রায় 10 দিন ধরে বাড়ির মধ্য অভুক্ত অবস্থায় বন্ধ ছিল সারমেয়টি ৷ এদিন সিবিআই অফিসাররা লালন শেখের বাড়ির দরজা খুলতেই বেরিয়ে আসে সে ৷ সারমেয়টিকে সিবিআই আধিকারিকরা খাবার ও জল দিয়ে গ্রামবাসীদের হাতে তুলে দেন ৷

বৃহস্পতিবার বেলার দিকে লালন শেখের বাড়ির দরজা ভাঙা হলে উদ্ধার হয় তার পোষা কুকুরটি

আরও পড়ুন : Rampurhat Massacre : ভাদু খুনে গ্রেফতার আরও 2, তালা ভেঙে নিহত উপপ্রধানের ঘনিষ্ঠ লালন শেখের বাড়িতে সিবিআই

বাগটুই হত্যাকাণ্ডের পর কেটে গিয়েছে 10 দিন ৷ ভাদু শেখকে খুনের দিন সন্ধ্যা থেকেই গা ঢাকা দিয়েছে হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখ ৷ তার পরিবারের লোকজন গ্রামছাড়া হলেও বাড়ির মধ্যে অভুক্ত অবস্থায় আটকে থেকেছে লালনের পোষ্য সারমেয়টি ৷ এদিন সিবিআই আধিকারিকরা এসে বাড়ির তালা ভাঙতেই বেরিয়ে আসে সে ৷ তার উদ্ধারকারীদের পায়ে লুটিয়ে পড়ে ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.