বীরভূম, 17 ডিসেম্বর : বীরভূমের যাত্রা গ্রামে বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনায় মামলা দায়ের করল কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থা সিবিআই (CBI registers case in connection with post poll violence in birbhum) ৷ 2021 রাজ্য বিধানসভা নির্বাচনের পর রাজ্যের একাধিক যায়গায় হিংসার অভিযোগ উঠেছিল ৷ বিজেপি-সহ অন্যান্য বিরোধীদের অভিযোগ ছিল, হিংসার ঘটনা ঘটলেও কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ ৷ কলকাতা হাইকোর্টে মামলাও হয় এই নিয়ে ৷ এরপর গত 19 অগস্ট কলকাতা হাইকোর্ট রাজ্যে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত অভিযোগগুলির তদন্তভার তুলে দেয় সিবিআইয়ের হাতে ৷
আরও পড়ুন : ভাতারে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার এক অভিযুক্ত
অভিযোগ, গত 2 মে যখন রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছিল, তখন বীরভূমের যাত্রা এলাকার এক ব্যক্তির উপর বন্দুক, লোহার রড, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ কমপক্ষে 25 জন ছিল সেই দলে ৷ বেধড়ক মারধর করা হয় ওই ব্যক্তিকে, তাঁর স্ত্রীকেও ধর্ষণের চেষ্টাও করা হয় ৷ সম্মান বাঁচাতে নিজের গায়ে কেরোসিন ঢেলে দেন ওই মহিলা ৷ রাজ্য পুলিশ এই ঘটনায় অভিযোগ দায়ের করতে চায়নি বলেও অভিযোগ ওঠে ৷
সিবিআই সূত্রে খবর, এই ঘটনার পরেই নিজেদের বাড়ি ছেড়ে এক আত্মীয়ের বাড়ি আশ্রয় নেয় ওই পরিবার ৷ রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই এখনও পর্যন্ত 49টি কেস দায়ের করেছে ৷