বোলপুর, 14 সেপ্টেম্বর: গরুপাচার মামলায় (West Bengal Cattle Smuggling Case) বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেফতার হওয়ার পরই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি ৷ এবার সেই মলয় পীঠের কলেজেই অভিযান চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) সিবিআই (CBI) ৷ বুধবার বোলপুরে মলয়ের 'ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজ'-এ পৌঁছে যায় সিবিআই-এর প্রতিনিধিদল ৷ সেই দলে ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার চারজন আধিকারিক ৷
উল্লেখ্য, গরুপাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করার পরই বীরভূমের নানা জায়গায় তল্লাশি চালায় সিবিআই ৷ সেই তালিকায় অন্যতম ছিল, ভোলেবোম রাইস মিল ৷ সেই চালকলের গ্য়ারাজ থেকে একাধিক দামি গাড়ির উদ্ধার করা হয় ৷ তার মধ্য়েই একটি এসইউভি-এর মালিকানা রয়েছে স্বাধীন ট্রাস্টের নামে ৷ এই স্বাধীন ট্রাস্টের সঙ্গেই যুক্ত রয়েছেন মলয় পীঠ ৷
অনুব্রত মণ্ডলের মেয়ে ও প্রয়াত স্ত্রীর নামে নথিভুক্ত চালকলের গ্যারাজ থেকে তাঁর সংস্থার গাড়ি উদ্ধার হল কেন ? এই প্রশ্নের উত্তরে মলয় জানিয়েছিলেন, তাঁর সঙ্গে অনুব্রতর সম্পর্ক অত্যন্ত ভালো ৷ এমনকী, মলয় বোলপুরে যে পলিটেকনিক কলেজ খুলেছেন, তার পত্তনেও কেষ্টদার অবদান অস্বীকার করেননি মলয় ! তাঁর দাবি ছিল, কেষ্টদার ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্যই তাঁকে সংশ্লিষ্ট গাড়িটি দেওয়া হয়েছিল ৷ এমনকী, সিবিআই-এর ধরপাকড় শুরু হওয়ার পরও অনুব্রতর পাশে থাকার বার্তা দিয়েছিলেন মলয় ৷
এবার সেই মলয়ের কলেজেই হানা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, গরুপাচারের কোটি কোটি কালো টাকা কীভাবে সাদা করা হয়েছিল, তারই হদিশ পাওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তাই অনুব্রত ঘনিষ্ঠদের আর্থিক ক্রিয়া-কর্মের উপর শুরু হয়েছে নজরদারি ৷ মলয় পীঠও সেই প্রক্রিয়ার ব্যতিক্রম নন ৷
প্রসঙ্গত, এদিন দুপুর থেকেই বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্প অফিসে অনুব্রত ঘনিষ্ঠ রাইস মিল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য, স্বর্ণ ব্যবসায়ী সুজিত দে-সহ সংশ্লিষ্ট ব্যাংক আধিকারিক এবং রেজিস্ট্রি অফিসের আধিকারিকদের জেরা করে সিবিআই ৷ আর তারপরই মলয় পীঠের কলেজে পৌঁছে যান গোয়েন্দারা ৷ এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷