ETV Bharat / state

Anubrata Mondal: 1 কোটি টাকা পেয়েছিলেন অনুব্রত, বোলপুরের সেই লটারি কাউন্টারে হানা সিবিআইয়ের - আসানসোল সিবিআই আদালত

বীরভূমে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) লটারিতে 1 কোটি টাকা জিতেছিলেন ৷ সত্যিই কি তিনি জিতেছিলেন, নাকি এর পিছনেও কোনও দুর্নীতি আছে, জানতে তদন্তে সিবিআই (CBI) ৷

cbi-raids-bolpur-lottery-counter-where-anubrata-mondal-won-rs-1-crore
Anubrata Mondal: 1 কোটি টাকা পেয়েছিলেন অনুব্রত, বোলপুরের সেই লটারি কাউন্টারে হানা সিবিআইয়ের
author img

By

Published : Nov 4, 2022, 2:10 PM IST

Updated : Nov 4, 2022, 3:51 PM IST

বোলপুর, 4 নভেম্বর: লটারিতে 1 কোটি টাকা জিতেছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । সেই লটারি (Lottery) কাউন্টারে এবার হানা দিল সিবিআই (CBI) । বীরভূমের বোলপুর চৌরাস্তায় একটি লটারি কাউন্টারে জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷

গরুপাচার মামলার (Cattle Smuggling Scam) তদন্তে নেমে অনুব্রত মণ্ডল-সহ তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল, ঘনিষ্ঠদের নামে বেনামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই । যা চার্জশিটে আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court) জমাও দিয়েছেন গোয়েন্দারা ৷ এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কোথায় ? জানতে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, অ্যাকাউন্টটেন্ট মণীশ কোঠারী, ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জীব মজুমদারকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করছে ইডি ৷

1 কোটি টাকা পেয়েছিলেন অনুব্রত, বোলপুরের সেই লটারি কাউন্টারে হানা সিবিআইয়ের

তারপর ফের বোলপুরে (Bolpur) আসেন কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো অফিসারেরা ৷ এসেই বোলপুরে একটি লটারি কাউন্টারে হানা দেয় সিবিআই । প্রসঙ্গত, লটারিতে 1 কোটি টাকা পেয়েছিলেন বীরভূমে তৃণমূল (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । অনুব্রত মণ্ডল কি লটারি টিকিট কাটতেন, নাকি লটারি কাউন্টারের সঙ্গে তাঁর কোনও আতাঁত ছিল ? মূলত তা জানতেই লটারি কাউন্টারে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা । এমনটাই সিবিআই সূত্রে খবর ৷

এছাড়া, বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে এক এক করে ব্যাংক আধিকারিক, ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই ।

আরও পড়ুন: অনুব্রতর মামলায় ব্যাংক কর্তাকে ডাকল সিবিআই, আনতে হবে নথিপত্রও

বোলপুর, 4 নভেম্বর: লটারিতে 1 কোটি টাকা জিতেছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । সেই লটারি (Lottery) কাউন্টারে এবার হানা দিল সিবিআই (CBI) । বীরভূমের বোলপুর চৌরাস্তায় একটি লটারি কাউন্টারে জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷

গরুপাচার মামলার (Cattle Smuggling Scam) তদন্তে নেমে অনুব্রত মণ্ডল-সহ তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল, ঘনিষ্ঠদের নামে বেনামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই । যা চার্জশিটে আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court) জমাও দিয়েছেন গোয়েন্দারা ৷ এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কোথায় ? জানতে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, অ্যাকাউন্টটেন্ট মণীশ কোঠারী, ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জীব মজুমদারকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করছে ইডি ৷

1 কোটি টাকা পেয়েছিলেন অনুব্রত, বোলপুরের সেই লটারি কাউন্টারে হানা সিবিআইয়ের

তারপর ফের বোলপুরে (Bolpur) আসেন কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো অফিসারেরা ৷ এসেই বোলপুরে একটি লটারি কাউন্টারে হানা দেয় সিবিআই । প্রসঙ্গত, লটারিতে 1 কোটি টাকা পেয়েছিলেন বীরভূমে তৃণমূল (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । অনুব্রত মণ্ডল কি লটারি টিকিট কাটতেন, নাকি লটারি কাউন্টারের সঙ্গে তাঁর কোনও আতাঁত ছিল ? মূলত তা জানতেই লটারি কাউন্টারে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা । এমনটাই সিবিআই সূত্রে খবর ৷

এছাড়া, বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে এক এক করে ব্যাংক আধিকারিক, ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই ।

আরও পড়ুন: অনুব্রতর মামলায় ব্যাংক কর্তাকে ডাকল সিবিআই, আনতে হবে নথিপত্রও

Last Updated : Nov 4, 2022, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.