নলহাটি, 15 এপ্রিল: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারীর বাড়িতে শনিবার হানা দিল সিবিআই ৷ এদিন সকাল সাড়ে 10টা নাগাদ তাঁর নলহাটির কৃষ্ণপুরের বাড়িতে আসে সিবিআইয়ের দু'টি তদন্তকারী দল ৷ শুধু বাড়ি নয়, তদন্তকারী আধিকারিকরা দুই ভাগে ভাগ হয়ে তাঁর আশ্রমে তল্লাশি চালাচ্ছেন ৷ বাড়িতেই রয়েছেন বিভাস ৷ তাঁর উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই বলে জানা গিয়েছে ৷ এদিন বিভাসের কলকাতার ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছে সিবিআই বলে সূত্রের খবর ৷
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে নলহাটি 2 নম্বর ব্লকের তৃণমূল নেতা বিভাস অধিকারীর । তৃণমূলের হুগলি জেলার যুবনেতা কুন্তল ঘোষ সাংবাদিকদের ক্যামেরার সামনে বিভাস অধিকারীর নাম করেন । তারপরই তৎপর হয়ে কলকাতার কার্তিক বোস স্ট্রিটের ফ্ল্যাটে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা । যদিও স্থানীয়দের কথায়, চার মাস আগে থেকেই বিভাস অধিকারীর ফ্ল্যাট সিল করা ছিল । 28 ফেব্রুয়ারি বিভাসের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি ৷ এরপর খুলে দেওয়া হয় তাঁর ফ্ল্যাট ৷ তারপরই বিভাস দাবি করেন, ইডি এবং সিবিআই তাঁকে ক্লিনচিট দিয়েছে । এরপরেই হঠাৎ আজ নলহাটি থানার কৃষ্ণপুরের বাড়িতে ও আশ্রমে সিবিআই দুটো দল তদন্ত করতে আসে ।
গত 9 এপ্রিল মুরারইয়ে জনসভা করতে এসে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে বিভাস অধিকারীর দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন ৷ তারপরই শনিবার সিবিআইয়ের হানা বীরভূমে বিভাস অধিকারীর বাড়িতে । নিয়োগ দুর্নীতি কাণ্ডে কয়েক মাস থেকেই সংবাদের শিরোনামে রয়েছেন তৃণমূলের বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লক সভাপতি এই বিভাসচন্দ্র অধিকারী । তিনি নিজের গ্রাম কৃষ্ণপুরে অনুকূল ঠাকুরের সুবিশাল আশ্রম গড়ে তুলেছেন । তাঁর জন্মস্থান বাংলাদেশের হিমাইতপুর গ্রামের মন্দিরের আদলে তা গড়েছেন বিভাস অধিকারী । সেটির নাম দেওয়া হয়েছে নব হিমাইতপুর । আপাদমস্তক ঠাকুরভক্ত বিভাস সিউড়ি সদরের চন্দ্রপুর গ্রামেও আশ্রম গড়ে তুলেছেন ৷ পাশাপাশি একটি মেডিক্যাল কলেজও গড়েছেন তিনি বলে সূত্রের খবর ।