ETV Bharat / state

CBI at Anubrata House সদ্য মাকে হারিয়েছেন ও শরীর ভালো নেই, এই বলে সিবিআই জেরা এড়ালেন অনুব্রত কন্যা

অনুব্রত মণ্ডলের বাড়িয়ে গিয়ে মেয়ে সুকন্যাকে 10 মিনিট জেরা করল সিবিআই ৷ এছাড়াও অনুব্রতর হিসাব রক্ষককে (Accountant) জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসারেরা (CBI) ৷ বিশ্বভারতীর পূর্বপল্লীর গেস্ট হাউসে ডেকে অ্যাকাউনটেন্ট (Anubrata Mondal) মণীশ কোঠারীকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা (CBI at Anubrata House)। দীর্ঘদিন ধরে অনুব্রতর যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব রাখতেন তিনি ৷

CBI interrogates Anubrata Mondal accountant in Santiniketan
Anubrata Mondal Accountant
author img

By

Published : Aug 17, 2022, 12:50 PM IST

Updated : Aug 17, 2022, 2:43 PM IST

বোলপুর, 17 অগস্ট: বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে ফের হানা দিল সিবিআই (CBI at Anubrata House) ৷ তাঁর মেয়ে সুকন্যাকে জেরা করলেন তদন্তকারী অফিসারেরা (CBI interrogates Anubrata Mondal daughter) ৷ তবে শারীরিক অসুস্থতা ও মানসিকভাবে বিপর্যস্ত এই বলে জেরা এড়িয়ে যান সুকন্যা ৷ সিবিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে । মাত্র 10 মিনিট থেকে বেরিয়ে যান তদন্তকারী অফিসারেরা ৷

অনুব্রত মণ্ডলের একাধিক কোম্পানিতে নাম রয়েছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal)। তাই এ দিন ফের বোলপুরের নীচুপট্টিতে অনুব্রতর বাড়িতে যান সিবিআই অফিসারেরা । মহিলা অফিসার-সহ 3 সদস্যের তদন্তকারী আধিকারিক যান অনুব্রতর বাড়িতে (CBI) ৷

জানা গিয়েছে, সিবিআই অফিসারকে সুকন্যা জানিয়েছেন, মাত্র দেড় বছর হল তাঁর মা মারা গিয়েছেন । এছাড়া, তাঁর শরীর ভালো নেই ৷ তাই তিনি কথা বলতে পারবেন না এই মুহূর্তে ৷ যদিও, সিবিআই অনুব্রতর বাড়িতে যাওয়ার আগেই তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ সেখানে চলে যান ৷ মাত্র 10 মিনিট থেকে অনুব্রতর বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারী অফিসারেরা ।

এ ছাড়া অনুব্রতর হিসেবরক্ষককেও এ দিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই (CBI interrogates Anubrata Mondal accountant) ৷ একাধিক ব্যবসা ও সম্পত্তির বিভিন্ন বিষয়ের হিসাব রাখতেন মণীশ কোঠারী ৷ বুধবার তাঁকে ডেকে পাঠায় সিবিআই (CBI) ৷ বিশ্বভারতীর পূর্বপল্লীর গেস্ট হাউসে প্রায় 2 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রতর অ্যাকাউনটেন্টকে (Anubrata Mondal) ৷ আইনজীবীকে সঙ্গে নিয়েই সিবিআই-এর মুখোমুখি হন অ্যাকাউনটেন্ট ৷ এ ছাড়াও, দুজন ব্যাঙ্কের অফিসারও ছিলেন সঙ্গে ৷

অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে ফের হানা দিল সিবিআই

আরও পড়ুন: বোলপুর পৌরসভার খালাসি থেকে কোটিপতি, সিবিআই স্ক্যানারে অনুব্রতর বিদ্যুৎ

অনুব্রত মণ্ডলের টাকা কোথায় কোথায় লগ্নি হয়, কোন কোন খাতের টাকার হিসাব রাখতে হত, এই সবই জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা ৷ এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে ৷

বোলপুর, 17 অগস্ট: বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে ফের হানা দিল সিবিআই (CBI at Anubrata House) ৷ তাঁর মেয়ে সুকন্যাকে জেরা করলেন তদন্তকারী অফিসারেরা (CBI interrogates Anubrata Mondal daughter) ৷ তবে শারীরিক অসুস্থতা ও মানসিকভাবে বিপর্যস্ত এই বলে জেরা এড়িয়ে যান সুকন্যা ৷ সিবিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে । মাত্র 10 মিনিট থেকে বেরিয়ে যান তদন্তকারী অফিসারেরা ৷

অনুব্রত মণ্ডলের একাধিক কোম্পানিতে নাম রয়েছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal)। তাই এ দিন ফের বোলপুরের নীচুপট্টিতে অনুব্রতর বাড়িতে যান সিবিআই অফিসারেরা । মহিলা অফিসার-সহ 3 সদস্যের তদন্তকারী আধিকারিক যান অনুব্রতর বাড়িতে (CBI) ৷

জানা গিয়েছে, সিবিআই অফিসারকে সুকন্যা জানিয়েছেন, মাত্র দেড় বছর হল তাঁর মা মারা গিয়েছেন । এছাড়া, তাঁর শরীর ভালো নেই ৷ তাই তিনি কথা বলতে পারবেন না এই মুহূর্তে ৷ যদিও, সিবিআই অনুব্রতর বাড়িতে যাওয়ার আগেই তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ সেখানে চলে যান ৷ মাত্র 10 মিনিট থেকে অনুব্রতর বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারী অফিসারেরা ।

এ ছাড়া অনুব্রতর হিসেবরক্ষককেও এ দিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই (CBI interrogates Anubrata Mondal accountant) ৷ একাধিক ব্যবসা ও সম্পত্তির বিভিন্ন বিষয়ের হিসাব রাখতেন মণীশ কোঠারী ৷ বুধবার তাঁকে ডেকে পাঠায় সিবিআই (CBI) ৷ বিশ্বভারতীর পূর্বপল্লীর গেস্ট হাউসে প্রায় 2 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রতর অ্যাকাউনটেন্টকে (Anubrata Mondal) ৷ আইনজীবীকে সঙ্গে নিয়েই সিবিআই-এর মুখোমুখি হন অ্যাকাউনটেন্ট ৷ এ ছাড়াও, দুজন ব্যাঙ্কের অফিসারও ছিলেন সঙ্গে ৷

অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে ফের হানা দিল সিবিআই

আরও পড়ুন: বোলপুর পৌরসভার খালাসি থেকে কোটিপতি, সিবিআই স্ক্যানারে অনুব্রতর বিদ্যুৎ

অনুব্রত মণ্ডলের টাকা কোথায় কোথায় লগ্নি হয়, কোন কোন খাতের টাকার হিসাব রাখতে হত, এই সবই জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা ৷ এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে ৷

Last Updated : Aug 17, 2022, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.