বোলপুর, 22 সেপ্টেম্বর: অনুব্রত 'ঘনিষ্ঠ' শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের মালিক মলয় পীঠকে ডেকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই । বোলপুরের ক্যাম্প অফিসে ডেকে প্রায় আড়াই ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা । স্বাধীন ট্রাস্ট-সহ মেডিক্যাল কলেজের অ্যাকাউন্টে টাকা কোথা থেকে এসেছে, জানতে চান সিবিআই অফিসারেরা (Central Bureau of Investigation) । এমনটাই জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এসে বললেন মলয় পীঠ ।
গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) জেল হেফাজতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । এই অনুব্রতর 'ঘনিষ্ঠ' বলে পরিচিত মলয় পীঠ (Malay Pith) । বোলপুরে তাঁর মেডিক্যাল কলেজ, পলিটেকনিক কলেজ-সহ একাধিক ট্রাস্ট রয়েছে ৷ এছাড়া, রাজ্যের বিভিন্ন জায়গায় মলয়ের নামে কলেজ রয়েছে । যে গাড়ি নিয়ে লালবাতি বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), সেই গাড়িটিও মলয় পীঠের সতীর্থ ট্রাস্টের নামেই ছিল বলে জানা গিয়েছে ৷ সিবিআই হানা দিয়ে ওই গাড়ির হদিশ পাওয়া যায় অনুব্রত মণ্ডলের ভোলেবোম রাইস মিলে ।
এমনকী শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ তৈরির সময় অনুব্রতর কথায় 9 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বেশ কয়েকজন । অর্থাৎ, এই মেডিক্যাল কলেজ নির্মাণেও অনুব্রতর টাকা রয়েছে বলে সূত্রের খবর ৷ অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলও মলয় পীঠের বিভিন্ন ট্রাস্ট, কলেজে যুক্ত রয়েছেন, এমন নথিও হাতে এসেছে তদন্তকারী অফিসারদের (CBI questions Malay Pith for two and a half hours) ৷
তাই এদিন শান্তিনিকেতনের রতনকুঠি গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে মলয় পীঠকে ডেকে পাঠানো হয়েছিল। সেই মত হাজিরা দেন তিনি ৷ প্রায় আড়াই ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দারা ৷ জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এসে মলয় পীঠ বলেন, "আমাকে ফোন করে ডাকা হয়েছিল । বিভিন্ন অ্যাকাউন্টে টাকা কোথা থেকে এল, সেই তথ্যই মূলত জানতে চান সিবিআই অফিসারেরা ।"
আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে এবার মলয় পীঠকে সিবিআই তলব
প্রসঙ্গত, এর আগেও শান্তিনিকেতন পলিটেকনিক কলেজে গিয়ে মলয় পীঠকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা । মলয় পীঠ বলেন, "সিবিআই যা যা তথ্য চেয়েছেন দিয়েছি । আরও তথ্য পাঠিয়ে দেব বলেছি । অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয় ছাড়া আমার কাছে কিছু জানতে চাওয়া হয়নি ।"