বোলপুর, 2 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বীরভূম সফর (Mamata Banerjee Birbhum Visit) শেষ হতেই গরুপাচারের তদন্ত নিয়ে আবারও মাঠে নামল সিবিআই ৷ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল বেশ কয়েকজনকে (CBI Interrogation in WB Cattle Smuggling Scam) ৷ সূত্রের খবর, বৃহস্পতিবার যাঁদের সিবিআই গোয়েন্দাদের মুখোমুখি হতে হয়, তাঁরা সকলেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ (Close to Anubrata Mondal) ৷
শান্তিনিকেতনের রতনকুঠি গেস্ট হাউসে সিবিআইয়ের একটি ক্যাম্প অফিস রয়েছে ৷ সেখান থেকেই পরিচালিত হচ্ছে গরুপাচার কাণ্ডের তদন্ত ৷ এদিন রতনকুঠিতে এই সিবিআই কার্যালয়েই চারজনকে ডেকে পাঠানো হয় ৷ এঁদের মধ্যে ছিলেন অনুব্রত মণ্ডলের পরিচারক বিজয় রজক, পেশায় প্রাথমিক শিক্ষক অর্ক দত্ত, কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন এবং বাহিরী-পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভঙ্কর ঘোষ ওরফে ভজন ৷
আরও পড়ুন: গরুপাচার মামলায় ভুয়ো কৃষক অ্যাকাউন্ট ! সিউড়িতে সিবিআই জেরার মুখে গ্রামবাসী
এদিন দুপুর থেকে একে একে এই চারজনকে ডেকে পাঠানো হয় ৷ তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্য ৷ যদিও ওই চারজনকে কী কী প্রশ্ন করা হয়েছে, বা তাঁরা তার কী জবাব দিয়েছেন, সেসব নিয়ে প্রকাশ্য়ে কেউ কোনও মন্তব্য করেননি ৷
প্রসঙ্গত, গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল এখনও বন্দি রয়েছেন আসানসোল সংশোধনাগারে ৷ তাঁর অনুপস্থিতিতেই বীরভূম সফরে আসেন মুখ্যমন্ত্রী ৷ অনুব্রতর নাম উচ্চারণ না-করলেও কেষ্টর পাশে থাকারই বার্তা দিয়েছেন দিদি ! জানিয়েছেন, অনুব্রত না-ফেরা পর্যন্ত তিনিই জেলায় দলের দায়িত্ব সামলাবেন ৷ এদিন বীরভূম থেকে বর্ধমানের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী ৷ যোগ দেন প্রশাসনিক বৈঠকে ৷ অন্যদিকে, মমতা বীরভূম ছাড়তেই গরুপাচার মামলায় ডাক পড়ে অনুব্রত-ঘনিষ্ঠদের ৷
উল্লেখ্য, বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় নামে এদিন যে কাউন্সিলরকে সিবিআই ডেকে পাঠায়, অনুব্রত গ্রেফতার হওয়ার পর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তাঁকে কলকাতার নিজাম প্যালেসেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ৷ একইভাবে প্রাথমিক শিক্ষক অর্ক দত্তকেও একাধিকবার সিবিআই আধিকারিকদের মুখোমুখি হতে হয়েছে ৷