রামপুরহাট, 20 জুন : সোমবার রামপুরহাট মহকুমা আদালতে বগটুই কাণ্ডে জোড়া চার্জশিট পেশ করল সিবিআই । পাশাপাশি রামপুরহাটের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত (Bagtui Chargesheets)। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের দিকে এগোচ্ছে সিবিআই । চার অভিযুক্ত হল পলাশ খান, নিউটন শেখ, মাসাদ শেখ, মাহি শেখ । ভাদু খুনে এফআইআর-এ এই চারজনের নাম আছে ৷ এদিন রামপুরহাট আদালত চত্বর-সহ শহরের বিভিন্ন জায়গায় নোটিশ ঝুলিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ।
বগটুই কাণ্ডে 9 জনের খুনের মামলায় রামপুরহাট মহকুমা আদালতে চার্জশিট পেশ করল সিবিআই । পাশাপাশি সিবিআই রামপুরহাট এক নম্বর ব্লকের বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের চার্জশিট পেশ করে সিবিআই ।
আরও পড়ুন : Bagtui Massacre Update : বগটুই কাণ্ডে আরও এক অগ্নিদগ্ধ মহিলার মৃত্যু, মোট মৃত 10
সোমবার বগটুই হত্যা কাণ্ডে 90 দিনের মাথায় রামপুরহাট মহকুমা আদালতে জোড়া চার্জশিট জমা দিল সিবিআই । 21শে মার্চ রামপুরহাট বগটুই মোড়ে রামপুরহাট 1 নং ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয় । তারপরই বগটুই গ্রামে 7 জনকে খুন করে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় । আগুন লাগিয়ে দেওয়া হয় 12টি বাড়িতে । বেশ কয়েকজন আহত অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । পরে আরও তিনজন অগ্নিদগ্ধ মহিলা হাসপাতালে মারা যায় । 22 শে মার্চ ঘটনার তদন্তে সিট গঠন করে রাজ্য সরকার ।
এই ঘটনায় 22 জনের নাম উল্লেখ করা হয় । 24শে মার্চ বগটুই গ্রামে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গ্রামে দাঁড়িয়ে রামপুরহাট 1 নম্বর ব্লকের তৎকালীন তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেন তিনি । পরের দিন অর্থাৎ 25শে মার্চ হাইকোর্টের নির্দেশে এই হত্যা কাণ্ডের তদন্তভার নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই । সিবিআই-এর আইজি অখিলেশ কুমার সিং-এর নেতৃত্বে তদন্ত শুরু হয় । তদন্তভার হাতে নিয়েই মুম্বই থেকে চারজনকে গ্রেফতার করে নিয়ে আসে সিবিআই । পরে আরও দু'জনকে গ্রেফতার করে । বগটুই হত্যা কাণ্ডে এখনও পর্যন্ত 29 জনকে গ্রেফতার করা হয়েছে । দুই নাবালকের সিউড়ি জুভেনাইল আদালতে মামলা চলছিল। দু'জনকেই শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছিল আদালত । কিছুদিন পর হাইকোর্টের নির্দেশেই উপপ্রধান ভাদু শেখের খুনের তদন্ত ভার দেওয়া হয় সিবিআই-কে ।
আরও পড়ুন : Bagtui Massacre : বগটুই কাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুলের জামিন খারিজ
সোমবার দুটি মামলায় রামপুরহাট মহকুমা আদালতে চার্জশিট পেশ করে সিবিআই । বগটুই হত্যা কাণ্ডে রামপুরহাট 1 নম্বর ব্লকের তৎকালীন তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেন-সহ 18 জনের নামে রামপুরহাট মহকুমা আদালতে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই । চার্জশিটে নাম 18 জনের মধ্যে একজন নাবালকের অপরাধের গুরুত্ব প্রমাণ দিয়ে সিউড়ি জুভেনাইল কোর্ট থেকে রামপুরহাট মহকুমা আদালতে নিয়ে আসার আবেদন করে সিবিআইয়ের আইনজীবী । পাশাপাশি অভিযুক্ত 12 জনকে প্রমানের অভাবে ছেড়ে দিল সিবিআই । অন্যদিকে, ভাদু খুনের মামলায় 4 জনের নাম চার্জশিটে পেশ করা হয়েছে রামপুরহাট মহকুমা আদালতে । 9 জনকে ছাড়ার নোটিশ করা হয়েছে ভাদু খুনের অভিযোগকারীকে ।
অভিযুক্তরা হল চন্দ্রকুণ্ঠা গ্রামের নিউটন শেখ, বগটুই গ্রামের পলাশ শেখ, মাসাদ শেখ ও মালু শেখ । অভিযুক্তদের 20 জুলাই এর মধ্যে রামপুরহাট আদালতে হাজিরার নির্দেশিকা জারি করা হয়েছে । তারা নির্দিষ্ট সময়ে আত্মসমর্পণ না করলে সিবিআই তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করবে বলে সূত্র মারফত জানা গিয়েছে ।
সরকারি আইনজীবী সুরজিৎ সিনহা বলেন, "দুটি মামলায় 22 জনের নামে চার্জশিট জমা দেওয়া হয়েছে । যদিও এখনও পর্যন্ত গোটা বিষয়টি স্পষ্ট নয় । মঙ্গলবারের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে ।"