ETV Bharat / state

Bagtui Massacre : বগটুই কাণ্ডে জোড়া চার্জশিট পেশ, ভাদু খুনে 4 জনের নামে গ্রেফতারি পরোয়ানা - Bagtui Chargesheets

বগটুই কাণ্ডে জোড়া চার্জশিট পেশ করল সিবিআই । পাশাপাশি রামপুরহাটের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় পলাশ খান, নিউটন শেখ, মাসাদ শেখ, মাহি শেখ এই চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত (Bagtui Chargesheets)।

Bagtui Massacre
বগটুই কাণ্ডে জোড়া চার্জশিট পেশ
author img

By

Published : Jun 20, 2022, 5:23 PM IST

Updated : Jun 20, 2022, 9:33 PM IST

রামপুরহাট, 20 জুন : সোমবার রামপুরহাট মহকুমা আদালতে বগটুই কাণ্ডে জোড়া চার্জশিট পেশ করল সিবিআই । পাশাপাশি রামপুরহাটের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত (Bagtui Chargesheets)। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের দিকে এগোচ্ছে সিবিআই । চার অভিযুক্ত হল পলাশ খান, নিউটন শেখ, মাসাদ শেখ, মাহি শেখ । ভাদু খুনে এফআইআর-এ এই চারজনের নাম আছে ৷ এদিন রামপুরহাট আদালত চত্বর-সহ শহরের বিভিন্ন জায়গায় নোটিশ ঝুলিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ।

বগটুই কাণ্ডে 9 জনের খুনের মামলায় রামপুরহাট মহকুমা আদালতে চার্জশিট পেশ করল সিবিআই । পাশাপাশি সিবিআই রামপুরহাট এক নম্বর ব্লকের বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের চার্জশিট পেশ করে সিবিআই ।

আরও পড়ুন : Bagtui Massacre Update : বগটুই কাণ্ডে আরও এক অগ্নিদগ্ধ মহিলার মৃত্যু, মোট মৃত 10

সোমবার বগটুই হত্যা কাণ্ডে 90 দিনের মাথায় রামপুরহাট মহকুমা আদালতে জোড়া চার্জশিট জমা দিল সিবিআই । 21শে মার্চ রামপুরহাট বগটুই মোড়ে রামপুরহাট 1 নং ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয় । তারপরই বগটুই গ্রামে 7 জনকে খুন করে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় । আগুন লাগিয়ে দেওয়া হয় 12টি বাড়িতে । বেশ কয়েকজন আহত অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । পরে আরও তিনজন অগ্নিদগ্ধ মহিলা হাসপাতালে মারা যায় । 22 শে মার্চ ঘটনার তদন্তে সিট গঠন করে রাজ্য সরকার ।

বগটুই কাণ্ডে জোড়া চার্জশিট পেশ

এই ঘটনায় 22 জনের নাম উল্লেখ করা হয় । 24শে মার্চ বগটুই গ্রামে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গ্রামে দাঁড়িয়ে রামপুরহাট 1 নম্বর ব্লকের তৎকালীন তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেন তিনি । পরের দিন অর্থাৎ 25শে মার্চ হাইকোর্টের নির্দেশে এই হত্যা কাণ্ডের তদন্তভার নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই । সিবিআই-এর আইজি অখিলেশ কুমার সিং-এর নেতৃত্বে তদন্ত শুরু হয় । তদন্তভার হাতে নিয়েই মুম্বই থেকে চারজনকে গ্রেফতার করে নিয়ে আসে সিবিআই । পরে আরও দু'জনকে গ্রেফতার করে । বগটুই হত্যা কাণ্ডে এখনও পর্যন্ত 29 জনকে গ্রেফতার করা হয়েছে । দুই নাবালকের সিউড়ি জুভেনাইল আদালতে মামলা চলছিল। দু'জনকেই শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছিল আদালত । কিছুদিন পর হাইকোর্টের নির্দেশেই উপপ্রধান ভাদু শেখের খুনের তদন্ত ভার দেওয়া হয় সিবিআই-কে ।

আরও পড়ুন : Bagtui Massacre : বগটুই কাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুলের জামিন খারিজ

সোমবার দুটি মামলায় রামপুরহাট মহকুমা আদালতে চার্জশিট পেশ করে সিবিআই । বগটুই হত্যা কাণ্ডে রামপুরহাট 1 নম্বর ব্লকের তৎকালীন তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেন-সহ 18 জনের নামে রামপুরহাট মহকুমা আদালতে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই । চার্জশিটে নাম 18 জনের মধ্যে একজন নাবালকের অপরাধের গুরুত্ব প্রমাণ দিয়ে সিউড়ি জুভেনাইল কোর্ট থেকে রামপুরহাট মহকুমা আদালতে নিয়ে আসার আবেদন করে সিবিআইয়ের আইনজীবী । পাশাপাশি অভিযুক্ত 12 জনকে প্রমানের অভাবে ছেড়ে দিল সিবিআই । অন্যদিকে, ভাদু খুনের মামলায় 4 জনের নাম চার্জশিটে পেশ করা হয়েছে রামপুরহাট মহকুমা আদালতে । 9 জনকে ছাড়ার নোটিশ করা হয়েছে ভাদু খুনের অভিযোগকারীকে ।

অভিযুক্তরা হল চন্দ্রকুণ্ঠা গ্রামের নিউটন শেখ, বগটুই গ্রামের পলাশ শেখ, মাসাদ শেখ ও মালু শেখ । অভিযুক্তদের 20 জুলাই এর মধ্যে রামপুরহাট আদালতে হাজিরার নির্দেশিকা জারি করা হয়েছে । তারা নির্দিষ্ট সময়ে আত্মসমর্পণ না করলে সিবিআই তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করবে বলে সূত্র মারফত জানা গিয়েছে ।

সরকারি আইনজীবী সুরজিৎ সিনহা বলেন, "দুটি মামলায় 22 জনের নামে চার্জশিট জমা দেওয়া হয়েছে । যদিও এখনও পর্যন্ত গোটা বিষয়টি স্পষ্ট নয় । মঙ্গলবারের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে ।"

রামপুরহাট, 20 জুন : সোমবার রামপুরহাট মহকুমা আদালতে বগটুই কাণ্ডে জোড়া চার্জশিট পেশ করল সিবিআই । পাশাপাশি রামপুরহাটের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত (Bagtui Chargesheets)। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের দিকে এগোচ্ছে সিবিআই । চার অভিযুক্ত হল পলাশ খান, নিউটন শেখ, মাসাদ শেখ, মাহি শেখ । ভাদু খুনে এফআইআর-এ এই চারজনের নাম আছে ৷ এদিন রামপুরহাট আদালত চত্বর-সহ শহরের বিভিন্ন জায়গায় নোটিশ ঝুলিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ।

বগটুই কাণ্ডে 9 জনের খুনের মামলায় রামপুরহাট মহকুমা আদালতে চার্জশিট পেশ করল সিবিআই । পাশাপাশি সিবিআই রামপুরহাট এক নম্বর ব্লকের বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের চার্জশিট পেশ করে সিবিআই ।

আরও পড়ুন : Bagtui Massacre Update : বগটুই কাণ্ডে আরও এক অগ্নিদগ্ধ মহিলার মৃত্যু, মোট মৃত 10

সোমবার বগটুই হত্যা কাণ্ডে 90 দিনের মাথায় রামপুরহাট মহকুমা আদালতে জোড়া চার্জশিট জমা দিল সিবিআই । 21শে মার্চ রামপুরহাট বগটুই মোড়ে রামপুরহাট 1 নং ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয় । তারপরই বগটুই গ্রামে 7 জনকে খুন করে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় । আগুন লাগিয়ে দেওয়া হয় 12টি বাড়িতে । বেশ কয়েকজন আহত অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । পরে আরও তিনজন অগ্নিদগ্ধ মহিলা হাসপাতালে মারা যায় । 22 শে মার্চ ঘটনার তদন্তে সিট গঠন করে রাজ্য সরকার ।

বগটুই কাণ্ডে জোড়া চার্জশিট পেশ

এই ঘটনায় 22 জনের নাম উল্লেখ করা হয় । 24শে মার্চ বগটুই গ্রামে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গ্রামে দাঁড়িয়ে রামপুরহাট 1 নম্বর ব্লকের তৎকালীন তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেন তিনি । পরের দিন অর্থাৎ 25শে মার্চ হাইকোর্টের নির্দেশে এই হত্যা কাণ্ডের তদন্তভার নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই । সিবিআই-এর আইজি অখিলেশ কুমার সিং-এর নেতৃত্বে তদন্ত শুরু হয় । তদন্তভার হাতে নিয়েই মুম্বই থেকে চারজনকে গ্রেফতার করে নিয়ে আসে সিবিআই । পরে আরও দু'জনকে গ্রেফতার করে । বগটুই হত্যা কাণ্ডে এখনও পর্যন্ত 29 জনকে গ্রেফতার করা হয়েছে । দুই নাবালকের সিউড়ি জুভেনাইল আদালতে মামলা চলছিল। দু'জনকেই শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছিল আদালত । কিছুদিন পর হাইকোর্টের নির্দেশেই উপপ্রধান ভাদু শেখের খুনের তদন্ত ভার দেওয়া হয় সিবিআই-কে ।

আরও পড়ুন : Bagtui Massacre : বগটুই কাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুলের জামিন খারিজ

সোমবার দুটি মামলায় রামপুরহাট মহকুমা আদালতে চার্জশিট পেশ করে সিবিআই । বগটুই হত্যা কাণ্ডে রামপুরহাট 1 নম্বর ব্লকের তৎকালীন তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেন-সহ 18 জনের নামে রামপুরহাট মহকুমা আদালতে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই । চার্জশিটে নাম 18 জনের মধ্যে একজন নাবালকের অপরাধের গুরুত্ব প্রমাণ দিয়ে সিউড়ি জুভেনাইল কোর্ট থেকে রামপুরহাট মহকুমা আদালতে নিয়ে আসার আবেদন করে সিবিআইয়ের আইনজীবী । পাশাপাশি অভিযুক্ত 12 জনকে প্রমানের অভাবে ছেড়ে দিল সিবিআই । অন্যদিকে, ভাদু খুনের মামলায় 4 জনের নাম চার্জশিটে পেশ করা হয়েছে রামপুরহাট মহকুমা আদালতে । 9 জনকে ছাড়ার নোটিশ করা হয়েছে ভাদু খুনের অভিযোগকারীকে ।

অভিযুক্তরা হল চন্দ্রকুণ্ঠা গ্রামের নিউটন শেখ, বগটুই গ্রামের পলাশ শেখ, মাসাদ শেখ ও মালু শেখ । অভিযুক্তদের 20 জুলাই এর মধ্যে রামপুরহাট আদালতে হাজিরার নির্দেশিকা জারি করা হয়েছে । তারা নির্দিষ্ট সময়ে আত্মসমর্পণ না করলে সিবিআই তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করবে বলে সূত্র মারফত জানা গিয়েছে ।

সরকারি আইনজীবী সুরজিৎ সিনহা বলেন, "দুটি মামলায় 22 জনের নামে চার্জশিট জমা দেওয়া হয়েছে । যদিও এখনও পর্যন্ত গোটা বিষয়টি স্পষ্ট নয় । মঙ্গলবারের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে ।"

Last Updated : Jun 20, 2022, 9:33 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.