ETV Bharat / state

বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত একই পরিবারের 6 - bus

বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত একই পরিবারের 6 সদস্য। আহত 2। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ
author img

By

Published : Apr 12, 2019, 8:03 PM IST

মহম্মদবাজার, 12 এপ্রিল: বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। মৃত একই পরিবারের 6 জন। আজ বিকেলে ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়কের ওপর মহম্মদবাজার থানার অন্তর্গত গনপুর জঙ্গলের কালীতলার কাছে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সিউড়ি-রাজগ্রাম রুটের একটি বাস রামপুরহাট থেকে সিউড়ির দিকে আসছিল। উলটো দিক থেকে আসছিল একটি গাড়ি। গনপুর জঙ্গলের কালীতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মুখোমুখি ধাক্কা মারে গাড়িটিকে। যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থানেই মারা যায় একই পরিবারের 6 জন। আহত 2। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। মৃত ও আহতদের বাড়ি মহম্মদবাজারে।

মহম্মদবাজার, 12 এপ্রিল: বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। মৃত একই পরিবারের 6 জন। আজ বিকেলে ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়কের ওপর মহম্মদবাজার থানার অন্তর্গত গনপুর জঙ্গলের কালীতলার কাছে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সিউড়ি-রাজগ্রাম রুটের একটি বাস রামপুরহাট থেকে সিউড়ির দিকে আসছিল। উলটো দিক থেকে আসছিল একটি গাড়ি। গনপুর জঙ্গলের কালীতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মুখোমুখি ধাক্কা মারে গাড়িটিকে। যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থানেই মারা যায় একই পরিবারের 6 জন। আহত 2। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। মৃত ও আহতদের বাড়ি মহম্মদবাজারে।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.