সিউড়ি, 31 মে : বীরভূমের সিউড়ি শহরের এক সিনেমা হলের কাছে একটি নার্সিংহোমের গেট লক্ষ্য করে পরপর দু'টি বোমা ছোড়ার ঘটনা ঘটল । এই বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় । নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দুই দুষ্কৃতী মোটরবাইকে চেপে বোমাবাজি করতে করতে চলে যায় । সম্পূর্ণ ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায় । যদিও টুপি এবং মাস্ক পরে থাকায় দুষ্কৃতীদের এখনও পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি । মোটরবাইকে ছিল না নম্বর প্লেট ।
ঘটনার পর স্ত্রীরোগ বিশেষজ্ঞ দেবাশিস দেবাংশী জানিয়েছেন, "এই অরাজকতা দ্রুত বন্ধ হওয়া উচিত । নেহাত ঘটনার সময় ওই জায়গায় কোন রোগী অথবা রোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন না । নইলে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে কারও মৃত্যু পর্যন্ত ঘটতে পারত ।"
এর পাশাপাশি ওই চিকিৎসক প্রশ্ন তুলেছেন, "বর্তমান পরিস্থিতি এমন ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছে যে স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত ছাড় দিচ্ছে না । এই অবস্থায় আমরা কি নিজেদের পরিষেবা প্রদান বন্ধ রেখে ঘরে বসে থাকব? আমরা ঘরে বসে থাকলে সাধারণ মানুষের কী হবে? আমি চাইব এই দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করে এই ঘটনার পিছনে কারা রয়েছেন তাদের চিহ্নিত করা হোক । এই ঘটনায় যারা যুক্ত, তাদের ধরে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করব ।"
আরও পড়ুন : নৈহাটিতে তৃণমূল কার্যালয় লক্ষ করে বোমাবাজি
ঘটনার সাথে সাথেই নার্সিংহোমে তরফ থেকে সিউড়ি থানায় ঘটনাটি জানানো হয় । পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে ।