ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নানুর, বোমাবাজি - তৃণমূলের গোষ্ঠদ্বন্দ্বে উত্তপ্ত নানুর, চলল বোমাবাজি

নানুরের বরা সাওতা গ্রাম পঞ্চায়েতের ডোংরা গ্রামে পাম্প থেকে জল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ । আহত দু'পক্ষের পাঁচজন । আটক দুই ।

আহত যুবক
author img

By

Published : Aug 26, 2019, 3:26 PM IST

Updated : Aug 26, 2019, 4:42 PM IST

নানুর, 26 অগাস্ট : পাম্প থেকে জল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ । ঘটনাটি বীরভূমের নানুরের । এর জেরে এলাকায় চলে বোমাবাজি । আহত দু'পক্ষের পাঁচজন । তাদের বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

নানুরের বরা সাওতা গ্রাম পঞ্চায়েতের ডোংরা গ্রামে পাম্প থেকে জল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় ঝামেলা । স্থানীয় তৃণমূল নেতা বিকাশ পাল ও প্রীতেশ মণ্ডলের অনুগামীরা একে অপরের উপর বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় । দু'পক্ষের অনুগামীদের বাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ । শুরু হয় বোমাবাজি । খবর পেয়ে পুলিশ এসে দু'জনকে আটক করে । গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ ।

নানুর, 26 অগাস্ট : পাম্প থেকে জল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ । ঘটনাটি বীরভূমের নানুরের । এর জেরে এলাকায় চলে বোমাবাজি । আহত দু'পক্ষের পাঁচজন । তাদের বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

নানুরের বরা সাওতা গ্রাম পঞ্চায়েতের ডোংরা গ্রামে পাম্প থেকে জল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় ঝামেলা । স্থানীয় তৃণমূল নেতা বিকাশ পাল ও প্রীতেশ মণ্ডলের অনুগামীরা একে অপরের উপর বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় । দু'পক্ষের অনুগামীদের বাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ । শুরু হয় বোমাবাজি । খবর পেয়ে পুলিশ এসে দু'জনকে আটক করে । গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ ।

Intro:তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত নানুর। দফায় দফায় চলে দুপক্ষের মধ্যে বোমাবাজি। ঘটনায় দুপক্ষের ৫ জন আহত হয়। তাদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। Body:নানুর, ২৬ আগস্টঃ তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত নানুর। দফায় দফায় চলে দুপক্ষের মধ্যে বোমাবাজি। ঘটনায় দুপক্ষের ৫ জন আহত হয়। তাদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

নানুরের বরা সাওতা গ্রাম পঞ্চায়েতের ডোংরা গ্রামে পাম্প থেকে জল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়ে যায় সংঘর্ষ। স্থানীয় তৃণমূল নেতা বিকাশ পাল ও পৃতেশ মণ্ডলের দুই গোষ্ঠীর অনুগামীরা বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। দুপক্ষ দুপক্ষের অনুগামীদের বাড়ি ভাঙচুর করে। এরপরেই শুরু হয় বোমাবাজি। ভোর রাত থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় চলে বোমাবাজি। গ্রামের রাস্তায় বোমার সুতলি পরে থাকতে দেখা যায়, বোমার দাগও দেখা যায়। ঘটনায় দুপক্ষের ৫ জন জখম হন। তাদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ আসে গ্রামে। ২ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।Conclusion:
Last Updated : Aug 26, 2019, 4:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.