ETV Bharat / state

রাতে বোমাবাজি, সকালে রাস্তায় ছড়িয়ে তাজা বোমা

author img

By

Published : Feb 23, 2021, 10:42 PM IST

রাতের বীরভূমের সিউড়িতে বোমাবাজিকে কেন্দ্র করে চাঞ্চল্য় ৷ পুলিশের তরফে বলা হয়েছে, স্থানীয় দু’টি দুষ্কৃতী দল এর পিছনে রয়েছে ৷ যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানানো হয়েছে ৷

bombing-in-birbhums-siuri-police-recover-3-bikes-and-bombs
রাতে বোমাবাজি, সকালে রাস্তায় ছড়িয়ে তাজা বোমা

বীরভূম, 23 ফেব্রুয়ারি : বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত আব্দারপুরের কাছে তারানগরে দুই দুষ্কৃতী দলের মধ্যে বোমাবাজি। ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশবাহিনী । ঘটনায় তিনটি মোটর বাইক ও বোমা রাখার ড্রাম উদ্ধার হয়েছে ৷ অন্যদিকে, সকাল হতেই ওই রাস্তার ধারে তাজা বোমাও পড়ে থাকতে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন : সন্দেশখালিতে তৃণমূলের প্রতিবাদ মিছিলে বোমাবাজি, কাঠগড়ায় বিজেপি

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বীরভূমের তারানগরে দুষ্কৃতীদের মধ্যে বোমাবাজি শুরু হয় ৷ যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ পরে পুলিশ ঘটনাস্থলে এলে সেখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি বাইক উদ্ধার করেছে ৷ একই সঙ্গে বোমা রাখার ড্রামও উদ্ধার হয়েছে ৷

রাতে বোমাবাজি, সকালে রাস্তায় ছড়িয়ে তাজা বোমা

পরে আজ সকালে স্থানীয়রা রাস্তার ধারে তাজা বোমা পড়ে থাকতে দেখে ৷ যা দেখে তারা আবারও পুলিশকে খবর দেয় ৷ পুলিশ সেগুলি উদ্ধার করেছে ৷ তবে, এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেই পুলিশের তরফে জানানো হয়েছে ৷

বীরভূম, 23 ফেব্রুয়ারি : বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত আব্দারপুরের কাছে তারানগরে দুই দুষ্কৃতী দলের মধ্যে বোমাবাজি। ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশবাহিনী । ঘটনায় তিনটি মোটর বাইক ও বোমা রাখার ড্রাম উদ্ধার হয়েছে ৷ অন্যদিকে, সকাল হতেই ওই রাস্তার ধারে তাজা বোমাও পড়ে থাকতে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন : সন্দেশখালিতে তৃণমূলের প্রতিবাদ মিছিলে বোমাবাজি, কাঠগড়ায় বিজেপি

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বীরভূমের তারানগরে দুষ্কৃতীদের মধ্যে বোমাবাজি শুরু হয় ৷ যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ পরে পুলিশ ঘটনাস্থলে এলে সেখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি বাইক উদ্ধার করেছে ৷ একই সঙ্গে বোমা রাখার ড্রামও উদ্ধার হয়েছে ৷

রাতে বোমাবাজি, সকালে রাস্তায় ছড়িয়ে তাজা বোমা

পরে আজ সকালে স্থানীয়রা রাস্তার ধারে তাজা বোমা পড়ে থাকতে দেখে ৷ যা দেখে তারা আবারও পুলিশকে খবর দেয় ৷ পুলিশ সেগুলি উদ্ধার করেছে ৷ তবে, এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেই পুলিশের তরফে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.