ETV Bharat / state

পাড়ুইয়ে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি - birbhum

লোকসভা নির্বাচনে BJP ভালো ফল করার পর থেকেই বীরভূমের বিভিন্ন প্রান্তে চলছে BJP-তৃণমূল সংঘর্ষের ঘটনা সামনে এসেছে । চলেছে বোমাবাজিও। স্থানীয় সূত্রে খবর, আজ ভোর থেকে অবিনাশপুর গ্রামে বোমাবাজি শুরু হয় । তৃণমূলের অঞ্চল সভাপতি রাজু মুখোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে প্রচুর বোমা ছোড়া হয় ।

পাড়ুই
author img

By

Published : Jun 11, 2019, 3:32 PM IST

Updated : Jun 11, 2019, 5:12 PM IST

পাড়ুই, 11 জুন : ফের উত্তপ্ত পাড়ুই । তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । ঘটনাটি পাড়ুই থানার অবিনাশপুর গ্রামের । পরিস্থিতি সামাল দিতে আজ ভোর থেকে গ্রামে পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে ।

লোকসভা নির্বাচনে BJP ভালো ফল করার পর থেকেই বীরভূমের বিভিন্ন প্রান্তে চলছে BJP-তৃণমূল সংঘর্ষের ঘটনা সামনে এসেছে । চলেছে বোমাবাজিও। স্থানীয় সূত্রে খবর, আজ ভোর থেকে অবিনাশপুর গ্রামে বোমাবাজি শুরু হয় । তৃণমূলের অঞ্চল সভাপতি রাজু মুখোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে প্রচুর বোমা ছোড়া হয় ।

রাজু মুখোপাধ্যায়ের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা করেছে । যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে BJP নেতৃত্ব।

পাড়ুই, 11 জুন : ফের উত্তপ্ত পাড়ুই । তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । ঘটনাটি পাড়ুই থানার অবিনাশপুর গ্রামের । পরিস্থিতি সামাল দিতে আজ ভোর থেকে গ্রামে পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে ।

লোকসভা নির্বাচনে BJP ভালো ফল করার পর থেকেই বীরভূমের বিভিন্ন প্রান্তে চলছে BJP-তৃণমূল সংঘর্ষের ঘটনা সামনে এসেছে । চলেছে বোমাবাজিও। স্থানীয় সূত্রে খবর, আজ ভোর থেকে অবিনাশপুর গ্রামে বোমাবাজি শুরু হয় । তৃণমূলের অঞ্চল সভাপতি রাজু মুখোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে প্রচুর বোমা ছোড়া হয় ।

রাজু মুখোপাধ্যায়ের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা করেছে । যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে BJP নেতৃত্ব।

sample description
Last Updated : Jun 11, 2019, 5:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.