ETV Bharat / state

Bomb Recovered at Bogtui : ভাদু খুনে মূল অভিযুক্তের বাড়ির পাশে বোমা উদ্ধার

বগটুই কাণ্ডের 13 দিন পর, আজ উপপ্রধান ভাদু শেখের খুনের অভিযুক্ত পলাশ শেখের বাড়ির পাশ থেকে পাওয়া গেল বোমা (Bomb Recovered at Bogtui)। বম্ব স্কোয়াডের কর্মীরা বোমাগুলি একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করেন ৷

Bomb defused
ভাদু শেখ খুনে মূল অভিযুক্তের বাড়ির পাশ থেকে পাওয়া গেল বোমা
author img

By

Published : Apr 3, 2022, 2:48 PM IST

বগটুই, 3 এপ্রিল : উপপ্রধান ভাদু শেখ খুনে মূল অভিযুক্তের বাড়ির পাশ থেকে পাওয়া গেল বোমা ৷ ঘটনার 13 দিনের মাথায় আজ, রবিবার বোমাগুলি পাওয়া যায় ৷ আন্দাজ কুড়িটির মতো বোমা উদ্ধার করা হয়েছে ৷ ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের কর্মীরা গিয়ে বোমাগুলি একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করেন ৷

গতকালই রামপুরহাট এসডিপিও বিমান মিত্রের নেতৃত্বে একটি বম্ব স্কোয়াডের দল ওই জায়গায় তল্লাশি চালায় । জায়গাটি ব্যারিকেড থেকে ঘিরে দেওয়া হয় ৷ এরপর আজ সকালে বম্ব স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে যান ৷ পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী ৷ ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাশ শেখের বাড়ির পাশেই পাওয়া বোমাগুলিকে বগটুই গ্রামের পাশে চন্দ্রকুণ্ঠার মাঠে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় ৷ প্রসঙ্গত, যেখানে বোমা পাওয়া গিয়েছে সেখান থেকে সাতজনের মৃতদেহ উদ্ধারের জায়গার দূরত্ব 120-125 মিটার ৷ পাশাপাশি সেদিন বগটুই গ্রামে ওই রাস্তার পাশ দিয়েই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : দুর্গাপুরে স্বাস্থ্যসাথী কার্ডে হাসপাতালের বেড মেলেনি, 13 ঘণ্টা ঘুরে প্রৌঢ়ের মৃত্যু

রামপুরহাটের বগটুইয়ে ভাদু শেখ খুনের পরবর্তী হিংসায় একটি বাড়ি থেকে সাতজনের পোড়া মৃতদেহ পাওয়া যায় ৷ ঘটনার পরপরই বগটুইয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে দাঁড়িয়েই সারা রাজ্য থেকে বেআইনি অস্ত্র, বোমা খুঁজে বের করার নির্দেশ দেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রায় সারা রাজ্য থেকেই বোমা, বেআইনি অস্ত্র উদ্ধার হচ্ছে ৷ বীরভূম জেলা থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে ৷ এবার খোদ বগটুই গ্রাম থেকেই উদ্ধার হল বোমা ৷ যেখান থেকে এই ঘটনার সূত্রপাত ৷

বগটুই, 3 এপ্রিল : উপপ্রধান ভাদু শেখ খুনে মূল অভিযুক্তের বাড়ির পাশ থেকে পাওয়া গেল বোমা ৷ ঘটনার 13 দিনের মাথায় আজ, রবিবার বোমাগুলি পাওয়া যায় ৷ আন্দাজ কুড়িটির মতো বোমা উদ্ধার করা হয়েছে ৷ ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের কর্মীরা গিয়ে বোমাগুলি একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করেন ৷

গতকালই রামপুরহাট এসডিপিও বিমান মিত্রের নেতৃত্বে একটি বম্ব স্কোয়াডের দল ওই জায়গায় তল্লাশি চালায় । জায়গাটি ব্যারিকেড থেকে ঘিরে দেওয়া হয় ৷ এরপর আজ সকালে বম্ব স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে যান ৷ পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী ৷ ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাশ শেখের বাড়ির পাশেই পাওয়া বোমাগুলিকে বগটুই গ্রামের পাশে চন্দ্রকুণ্ঠার মাঠে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় ৷ প্রসঙ্গত, যেখানে বোমা পাওয়া গিয়েছে সেখান থেকে সাতজনের মৃতদেহ উদ্ধারের জায়গার দূরত্ব 120-125 মিটার ৷ পাশাপাশি সেদিন বগটুই গ্রামে ওই রাস্তার পাশ দিয়েই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : দুর্গাপুরে স্বাস্থ্যসাথী কার্ডে হাসপাতালের বেড মেলেনি, 13 ঘণ্টা ঘুরে প্রৌঢ়ের মৃত্যু

রামপুরহাটের বগটুইয়ে ভাদু শেখ খুনের পরবর্তী হিংসায় একটি বাড়ি থেকে সাতজনের পোড়া মৃতদেহ পাওয়া যায় ৷ ঘটনার পরপরই বগটুইয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে দাঁড়িয়েই সারা রাজ্য থেকে বেআইনি অস্ত্র, বোমা খুঁজে বের করার নির্দেশ দেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রায় সারা রাজ্য থেকেই বোমা, বেআইনি অস্ত্র উদ্ধার হচ্ছে ৷ বীরভূম জেলা থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে ৷ এবার খোদ বগটুই গ্রাম থেকেই উদ্ধার হল বোমা ৷ যেখান থেকে এই ঘটনার সূত্রপাত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.