ETV Bharat / state

দুবরাজপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ, জখম এক শিশু-সহ মহিলা

author img

By

Published : Sep 17, 2019, 10:11 PM IST

তৃণমূল কর্মীর বাড়িতে মজুত বোমা থেকে বিস্ফোরণ ৷ দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোঁজমামুদপুর গ্রামের ঘটনা ৷ ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ।

বোমা বিস্ফোরণ

দুবরাজপুর, 17 সেপ্টেম্বর : তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ ৷ অভিযোগ, বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোঁজমামুদপুর গ্রামে ৷ জখম এক শিশু ও মহিলা ৷

অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী শেখ নবীরের বাড়ি লাগোয়া একটি এক কক্ষের দালান বাড়িতে মজুদ ছিল ওই বোমা । সন্ধ্যে 6টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা । ভেঙে পড়ে বাড়ির দেওয়াল । ঘটনায় জখম হয়েছেন এক মহিলা ও এক শিশু ৷ জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

তবে এ বিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাওয়া হলে তাঁরা কিছু বলতে চাননি ৷ এলাকায় দাপুটে তৃণমূল নেতা শেখ আজ়মের অন্যতম সঙ্গী শেখ নবীর । তবে সম্প্রতি বিভিন্ন খাতের টাকার ভাগ করা নিয়ে বিবাদ হয় মধ্যে । তারপর থেকেই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে ৷ অনুমান, আজ়মের দলবল হামলা চালাতে পারে সেই আশঙ্কা থেকেই হয়তো নবীর ও তাঁর সহযোগীরা বোমা মজুত করেছিল ৷ ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে গ্রামজুড়ে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ।

দুবরাজপুর, 17 সেপ্টেম্বর : তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ ৷ অভিযোগ, বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোঁজমামুদপুর গ্রামে ৷ জখম এক শিশু ও মহিলা ৷

অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী শেখ নবীরের বাড়ি লাগোয়া একটি এক কক্ষের দালান বাড়িতে মজুদ ছিল ওই বোমা । সন্ধ্যে 6টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা । ভেঙে পড়ে বাড়ির দেওয়াল । ঘটনায় জখম হয়েছেন এক মহিলা ও এক শিশু ৷ জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

তবে এ বিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাওয়া হলে তাঁরা কিছু বলতে চাননি ৷ এলাকায় দাপুটে তৃণমূল নেতা শেখ আজ়মের অন্যতম সঙ্গী শেখ নবীর । তবে সম্প্রতি বিভিন্ন খাতের টাকার ভাগ করা নিয়ে বিবাদ হয় মধ্যে । তারপর থেকেই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে ৷ অনুমান, আজ়মের দলবল হামলা চালাতে পারে সেই আশঙ্কা থেকেই হয়তো নবীর ও তাঁর সহযোগীরা বোমা মজুত করেছিল ৷ ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে গ্রামজুড়ে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ।

Intro:ফের তৃণমূল কর্মীর বাড়িতে মজুত বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে ভেঙে পড়ল কংক্রিটের বাড়ি। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানার যশপুর গ্রাম পঞ্চায়েতের খোঁজমামুদপুর গ্রামে। ঘটনায় জখম এক মহিলা ও শিশু।Body:দুবরাজপুর, ১৭ সেপ্টেম্বরঃ ফের তৃণমূল কর্মীর বাড়িতে মজুত বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে ভেঙে পড়ল কংক্রিটের বাড়ি। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানার যশপুর গ্রাম পঞ্চায়েতের খোঁজমামুদপুর গ্রামে। ঘটনায় জখম এক মহিলা ও শিশু।

স্থানীয় তৃণমূল কর্মী সেখ নবীর বাড়ি লাগোয়া একটি এক কক্ষের দালান বাড়িতেই মজুদ ছিল বোমা। সেই বোমা বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। নিমেষে ধূলিসাৎ হয়ে যায় বাড়িটির দেওয়াল। কংক্রিটের টুকরো, বাড়িতে থাকা খাট, আসবাবপত্র ছিন্নভীন্ন হয়ে ছিটকে যায় বেশ দূরে পর্যন্ত। সেই টুকরোর আঘাতে এক মহিলা ও একটি দশ বছরের শিশু জখম হয়েছে বলে জানা গেছে। শিশুটিকে চিকিৎসার জন্য তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শিশুটির চোখ ক্ষতিগ্রস্থ হয়ে বলে খবর পাওয়া গেছে। তবে ঘটনার পর বিস্ফোরনের নমূনা জ্বলজ্বল করলেও এলাকার মানুষ মুখে কুলুপ এঁটেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় দাপুটে তৃণমূল নেতা সেখ আজমের অন্যতম সঙ্গী এই সেখ নবীর। সদ্য বিভিন্ন খাতের টাকার ভাগ নিয়ে বিবাদ বাঁধে তাদের। সেই থেকেই তৃণমূলের গোষ্ঠীবিবাদ প্রকট হয়ে ওঠে এলাকায়। সেই বিবাদের কারনেই এই বোমা মজুত। আজমের দলবল হামলা চালাতে এমন আশঙ্কা থেকেই নবীর ও তার সঙ্গীরা এই বোমা মজুদ করেছিল বলে অনুমান। ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে গ্রামজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স।Conclusion:

For All Latest Updates

TAGGED:

bomb blast
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.