ETV Bharat / state

Bomb Blast in Birbhum: বগটুইয়ের পর মাড়গ্রাম ! বোমাবাজিতে নিহত তৃণমূল কর্মী, গ্রামে জ্বলল আগুন - বোমাবাজিতে জখম পঞ্চায়েত প্রধানের ভাই

সদ্যই বীরভূম সফর সেরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পরেই বোমা বিস্ফোরণ (Bomb Blast) বীরভূমে ৷ বোমা বিস্ফোরণে জখম হলেন পঞ্চায়েতের প্রধানের ভাই। মৃত্যু আরও এক তৃণমূল কর্মীর। ঘটনার পর বগটুইয়ের মতোই অভিযুক্তদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় । খবর পেয়েই ঘটনাস্থলে যায় মাড়গ্রাম থানার পুলিশ।

Bomb Blast in Birbhum
বোমাবাজিতে জখম পঞ্চায়েত প্রধানের ভাই ভরতি হাসপাতালে
author img

By

Published : Feb 5, 2023, 7:17 AM IST

Updated : Feb 5, 2023, 8:25 AM IST

বোমাবাজিতে নিহত তৃণমূল কর্মী ও জখম পঞ্চায়েতের প্রধানের ভাই

মাড়গ্রাম (বীরভূম), 5 ফেব্রুয়ারি: বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর (TMC Worker Died Birbhum Bomb Blast)। গুরুতর জখম তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই ৷ গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে অভিযোগ। যদিও, নিহতের ভাইপো দুষ্কৃতীরা কংগ্রেস আশ্রিত বলে দাবি করেন। বোমা বিস্ফোরণের পর গুরুতর জখম অবস্থায় দু'জনকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। জানা গিয়েছে, বগটুইয়ে ন্যায় গ্রামে জ্বলছে আগুন।

দীর্ঘদিন ধরে গ্রামে চলছিল তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। পরে বিক্ষুব্ধ তৃণমূলের লোকজন বিজেপিতে যোগ দেয় ৷ বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার আতঙ্কে বিজেপি ছেড়ে ওই তৃণমূল বিরোধীরা কংগ্রেসে যোগ দেয় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত্রে মাড়গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মোড়ে, 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখের ভাই লালটু শেখের সঙ্গে মুখোমুখি দেখা হয় বিক্ষুব্ধদের। বচসা শুরু হয় দু'পক্ষের। অভিযোগ, এরপরেই কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি শুরু করে।

বোমা বিস্ফোরণে গুরুত্ব জখম হন পঞ্চায়েত প্রধানের ভাই লালটু শেখ ও তাঁর সঙ্গী নিউটন শেখ। বোমাবাজির খবর পেয়েই পঞ্চায়েতের অনুগামীরা তড়িঘড়ি আসেন ৷ তা দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুরুত্বর জখম অবস্থায় রাস্তায় পড়েছিল দুই জন ৷ তাঁদের তড়িঘড়ি রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তৃণমূল কর্মী নিউটন শেখকে (25) মৃত বলে ঘোষণা করেন ৷ জখম পঞ্চায়েত প্রধানের ভাই লালটু শেখ বর্তমানে চিকিৎসাধীন।

আরও পড়ুন: ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে জখম 4

জানা গিয়েছে, এরপরেই বগটুইয়ের কায়দায় গ্রামে অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যদিও, গ্রামের ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ নিহত নিউটন শেখের ভাইপো ফিরোজ শেখ বলেন, "ওরা প্রথমে বিজেপি করত। পরে কংগ্রেসে যোগ দিয়েছে ৷ অনেক দিন ধরেই আমাদের উপর রাগ ছিল ৷ আমরা গিয়ে দেখি বিশাল বোমাবাজি করছে ৷ রাস্তায় লুটিয়ে পড়ে রয়েছে আমার কাকা ও লালটু কাকা ৷ তারমধ্যে আমার কাকা মারা গিয়েছেন। লালটু কাকার অবস্থা খারাপ ৷ আমরা মাড়গ্রাম থানায় অভিযোগ জানিয়েছি।"

বোমাবাজিতে নিহত তৃণমূল কর্মী ও জখম পঞ্চায়েতের প্রধানের ভাই

মাড়গ্রাম (বীরভূম), 5 ফেব্রুয়ারি: বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর (TMC Worker Died Birbhum Bomb Blast)। গুরুতর জখম তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই ৷ গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে অভিযোগ। যদিও, নিহতের ভাইপো দুষ্কৃতীরা কংগ্রেস আশ্রিত বলে দাবি করেন। বোমা বিস্ফোরণের পর গুরুতর জখম অবস্থায় দু'জনকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। জানা গিয়েছে, বগটুইয়ে ন্যায় গ্রামে জ্বলছে আগুন।

দীর্ঘদিন ধরে গ্রামে চলছিল তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। পরে বিক্ষুব্ধ তৃণমূলের লোকজন বিজেপিতে যোগ দেয় ৷ বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার আতঙ্কে বিজেপি ছেড়ে ওই তৃণমূল বিরোধীরা কংগ্রেসে যোগ দেয় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত্রে মাড়গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মোড়ে, 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখের ভাই লালটু শেখের সঙ্গে মুখোমুখি দেখা হয় বিক্ষুব্ধদের। বচসা শুরু হয় দু'পক্ষের। অভিযোগ, এরপরেই কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি শুরু করে।

বোমা বিস্ফোরণে গুরুত্ব জখম হন পঞ্চায়েত প্রধানের ভাই লালটু শেখ ও তাঁর সঙ্গী নিউটন শেখ। বোমাবাজির খবর পেয়েই পঞ্চায়েতের অনুগামীরা তড়িঘড়ি আসেন ৷ তা দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুরুত্বর জখম অবস্থায় রাস্তায় পড়েছিল দুই জন ৷ তাঁদের তড়িঘড়ি রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তৃণমূল কর্মী নিউটন শেখকে (25) মৃত বলে ঘোষণা করেন ৷ জখম পঞ্চায়েত প্রধানের ভাই লালটু শেখ বর্তমানে চিকিৎসাধীন।

আরও পড়ুন: ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে জখম 4

জানা গিয়েছে, এরপরেই বগটুইয়ের কায়দায় গ্রামে অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যদিও, গ্রামের ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ নিহত নিউটন শেখের ভাইপো ফিরোজ শেখ বলেন, "ওরা প্রথমে বিজেপি করত। পরে কংগ্রেসে যোগ দিয়েছে ৷ অনেক দিন ধরেই আমাদের উপর রাগ ছিল ৷ আমরা গিয়ে দেখি বিশাল বোমাবাজি করছে ৷ রাস্তায় লুটিয়ে পড়ে রয়েছে আমার কাকা ও লালটু কাকা ৷ তারমধ্যে আমার কাকা মারা গিয়েছেন। লালটু কাকার অবস্থা খারাপ ৷ আমরা মাড়গ্রাম থানায় অভিযোগ জানিয়েছি।"

Last Updated : Feb 5, 2023, 8:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.