ETV Bharat / state

নানুরে বেআইনি বালির ঘাটে বোমা বিস্ফোরণ, জখম 1 - নানুরে বালির ঘাটে বিস্ফোরণে জখম এক

বীরভূমের অজয় নদে একাধিক বেআইনি বালির ঘাট রয়েছে । নানুর বিধানসভার ঘিদহ গ্রামের কাছে একটি বেআইনি বালির ঘাটে ঝোপের মধ্যে বোমা মজুত ছিল বলে জানা গিয়েছে । বছর দশের শেখ মহম্মদ নামে এক বালক নদীর ধারে ছাগল চড়াতে গিয়েছিল । সেইসময় বিস্ফোরণ হয় ৷

নানুরে অবৈধ বালির ঘাটে বিস্ফোরণ, জখম 1
নানুরে অবৈধ বালির ঘাটে বিস্ফোরণ, জখম 1
author img

By

Published : Mar 7, 2021, 7:51 PM IST

নানুর, 7 মার্চ : নানুর বিধানসভার ঘিদহ গ্রামে বেআইনি বালির ঘাটে বিস্ফোরণ । বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে দশ বছরের এক বালক । তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । অন্যদিকে, বেআইনি বালির ঘাট বন্ধের দাবিতে গ্রামে বিক্ষোভ দেখায় বাসিন্দারা ।

বীরভূমের অজয় নদে একাধিক বেআইনি বালির ঘাট রয়েছে । নানুর বিধানসভার ঘিদহ গ্রামের কাছে একটি অবৈধ বালির ঘাটে ঝোপের মধ্যে বোমা মজুত ছিল বলে জানা গিয়েছে । বছর দশের শেখ মহম্মদ নামে এক বালক নদীর ধারে ছাগল চড়াতে গিয়েছিল । সেইসময় বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণে ওই বালকের পায়ে গুরুতর আঘাত লাগে । জখম অবস্থায় তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ।

নানুরে বেআইনি বালির ঘাটে বিস্ফোরণ, জখম 1

আরও পড়ুন, ডোমজুড়ে বোমাবাজি, গ্রেফতার 8

বেআইনি বালির ঘাটের দখলদারিকে কেন্দ্র করে প্রায় সময় বোমাবাজি চলে । তার জন্যই বোমা মজুত ছিল বলে অনুমান গ্রামবাসীদের । এদিন বিস্ফোরণের পর ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে । অবিলম্বে বেআইনি বালির ঘাটগুলি বন্ধের দাবিতে চলে বিক্ষোভ । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা ৷

নানুর, 7 মার্চ : নানুর বিধানসভার ঘিদহ গ্রামে বেআইনি বালির ঘাটে বিস্ফোরণ । বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে দশ বছরের এক বালক । তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । অন্যদিকে, বেআইনি বালির ঘাট বন্ধের দাবিতে গ্রামে বিক্ষোভ দেখায় বাসিন্দারা ।

বীরভূমের অজয় নদে একাধিক বেআইনি বালির ঘাট রয়েছে । নানুর বিধানসভার ঘিদহ গ্রামের কাছে একটি অবৈধ বালির ঘাটে ঝোপের মধ্যে বোমা মজুত ছিল বলে জানা গিয়েছে । বছর দশের শেখ মহম্মদ নামে এক বালক নদীর ধারে ছাগল চড়াতে গিয়েছিল । সেইসময় বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণে ওই বালকের পায়ে গুরুতর আঘাত লাগে । জখম অবস্থায় তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ।

নানুরে বেআইনি বালির ঘাটে বিস্ফোরণ, জখম 1

আরও পড়ুন, ডোমজুড়ে বোমাবাজি, গ্রেফতার 8

বেআইনি বালির ঘাটের দখলদারিকে কেন্দ্র করে প্রায় সময় বোমাবাজি চলে । তার জন্যই বোমা মজুত ছিল বলে অনুমান গ্রামবাসীদের । এদিন বিস্ফোরণের পর ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে । অবিলম্বে বেআইনি বালির ঘাটগুলি বন্ধের দাবিতে চলে বিক্ষোভ । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.