বগটুই (বীরভূম), 25 এপ্রিল: অভিশপ্ত বগটুইয়ে মঙ্গলবার সভা করলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম হেভিওয়েট নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ সেই সভায় অনেককে ‘দিদি আপনার সঙ্গে আছি’ পোস্টার ঝুলিয়ে উপস্থিত হতে গিয়েছে ৷ যা দেখে রীতিমতো অভিভূত স্বয়ং ফিরহাদ হাকিম ৷
তিনি বলেন, “এখানে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে আমরা সমবেদনা জানাই । কিন্তু সেই স্বজনহারা পরিবারের এক সদস্য এখন অন্য দলে চলে গিয়েছেন । যে দলের হাতে আমাদের ধর্মের দুই হাজার মানুষের রক্ত লেগে রয়েছে । তবে মনে রাখবেন উনি ছবি তুলতে গিয়েছেন । আপনারা মনে রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও আপনাদের সঙ্গে ছিল, আগামিদিনেও থাকবেন । বগটুই গ্রামের মানুষ যে মমতার পাশে আছেন সেটা এখানে এসেই বুঝতে পারলাম ৷”
প্রসঙ্গত, গত বছর মার্চে বীরভূমের রামপুরহাটে তৃণমূল নেতা তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ভাদু শেখ খুন হন ৷ সেই ঘটনার কয়েক ঘণ্টা পর বগটই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ অগ্নিকাণ্ডে 10 জীবন্ত দগ্ধ হয়ে মারা যান ৷ এই ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক হয় রাজ্যজুড়ে ৷ পরে সিবিআই তদন্ত শুরু করে ৷ ওই ঘটনায় পরিবারের সকলকে হারিয়েছেন স্থানীয় বাসিন্দা মিহিলাল শেখ ৷ সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন ৷ এদিন ফিরহাদ সেই মিহিলালের প্রসঙ্গ টেনেই ওই কথাগুলি বলেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, বগটুইয়ের ঘটনার পরই গ্রামে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করেন ৷ আহতদের চিকিৎসার জন্যও অর্থের ব্যবস্থা করেন ৷ সেই আর্থিক সাহায্য মিহিলাল শেখও পেয়েছিলেন ৷ তার পরও কেন তিনি বিজেপিতে যোগদান করলেন, সেই প্রশ্ন উঠেছে ৷
অন্যদিকে এদিন বগটুইয়ের সভা থেকে তিনটি মসজিদে তিনটি কম্পিউটার প্রদান করলেন ফিরহাদ হাকিম । ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম । তিনি বলেন, “এক সময় আমরা ধর্মগ্রন্থ শিখতে বা পড়তে মসজিদের মৌলুবীর কাছে যেতাম । তাঁরা আমাদের মানুষ গঠনের এবং দেশভক্তির পাঠ দিতেন । এখনকার প্রজন্ম কম্পিউটারের মাধ্যমে সেই শিক্ষা পাবেন ৷”
মঙ্গলবার বগটুই থেকে ফিরহাদ হাকিম সোজা চলে যান তারাপীঠে । সেখানে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের সঙ্গে বৈঠক করেন । বৈঠকের পর তিনি জানান, এখানে 51 সতীপীঠ দর্শনের ব্যবস্থা করা হচ্ছে ।
আরও পড়ুন: যোগীজি বড় বাহুবলী, উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে জানালেন ফিরহাদ