ETV Bharat / state

Firhad Meeting at Bogtui: ফিরহাদের সভায় মমতার পাশে থাকার বার্তা নিয়ে হাজির বগটুইয়ের মানুষ - ফিরহাদ হাকিম

মঙ্গলবার বীরভূমের বগটুইয়ে সভা করেন তৃণমূল কংগ্রেসের ফিরহাদ হাকিম ৷ সেই সভায় একটি বিশেষ প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে হাজির হয়েছিলেন স্থানীয় মানুষ ৷ ওই প্ল্যাকার্ডে লেখা ছিল দিদি আপনার সঙ্গে আছি ৷

Firhad Meeting at Bogtui
Firhad Meeting at Bogtui
author img

By

Published : Apr 25, 2023, 8:28 PM IST

বগটুইয়ে ফিরহাদ হাকিমের সভা

বগটুই (বীরভূম), 25 এপ্রিল: অভিশপ্ত বগটুইয়ে মঙ্গলবার সভা করলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম হেভিওয়েট নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ সেই সভায় অনেককে ‘দিদি আপনার সঙ্গে আছি’ পোস্টার ঝুলিয়ে উপস্থিত হতে গিয়েছে ৷ যা দেখে রীতিমতো অভিভূত স্বয়ং ফিরহাদ হাকিম ৷

তিনি বলেন, “এখানে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে আমরা সমবেদনা জানাই । কিন্তু সেই স্বজনহারা পরিবারের এক সদস্য এখন অন্য দলে চলে গিয়েছেন । যে দলের হাতে আমাদের ধর্মের দুই হাজার মানুষের রক্ত লেগে রয়েছে । তবে মনে রাখবেন উনি ছবি তুলতে গিয়েছেন । আপনারা মনে রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও আপনাদের সঙ্গে ছিল, আগামিদিনেও থাকবেন । বগটুই গ্রামের মানুষ যে মমতার পাশে আছেন সেটা এখানে এসেই বুঝতে পারলাম ৷”

Firhad Meeting at Bogtui
ফিরহাদের সভায় মমতার পাশে থাকার বার্তা নিয়ে হাজির বগটুইয়ের মানুষ

প্রসঙ্গত, গত বছর মার্চে বীরভূমের রামপুরহাটে তৃণমূল নেতা তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ভাদু শেখ খুন হন ৷ সেই ঘটনার কয়েক ঘণ্টা পর বগটই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ অগ্নিকাণ্ডে 10 জীবন্ত দগ্ধ হয়ে মারা যান ৷ এই ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক হয় রাজ্যজুড়ে ৷ পরে সিবিআই তদন্ত শুরু করে ৷ ওই ঘটনায় পরিবারের সকলকে হারিয়েছেন স্থানীয় বাসিন্দা মিহিলাল শেখ ৷ সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন ৷ এদিন ফিরহাদ সেই মিহিলালের প্রসঙ্গ টেনেই ওই কথাগুলি বলেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, বগটুইয়ের ঘটনার পরই গ্রামে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করেন ৷ আহতদের চিকিৎসার জন্যও অর্থের ব্যবস্থা করেন ৷ সেই আর্থিক সাহায্য মিহিলাল শেখও পেয়েছিলেন ৷ তার পরও কেন তিনি বিজেপিতে যোগদান করলেন, সেই প্রশ্ন উঠেছে ৷

Firhad Meeting at Bogtui
ফিরহাদের সভায় মমতার পাশে থাকার বার্তা নিয়ে হাজির বগটুইয়ের মানুষ

অন্যদিকে এদিন বগটুইয়ের সভা থেকে তিনটি মসজিদে তিনটি কম্পিউটার প্রদান করলেন ফিরহাদ হাকিম । ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম । তিনি বলেন, “এক সময় আমরা ধর্মগ্রন্থ শিখতে বা পড়তে মসজিদের মৌলুবীর কাছে যেতাম । তাঁরা আমাদের মানুষ গঠনের এবং দেশভক্তির পাঠ দিতেন । এখনকার প্রজন্ম কম্পিউটারের মাধ্যমে সেই শিক্ষা পাবেন ৷”

Firhad Meeting at Bogtui
বগটুইয়ে ফিরহাদ হাকিমের সভা

মঙ্গলবার বগটুই থেকে ফিরহাদ হাকিম সোজা চলে যান তারাপীঠে । সেখানে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের সঙ্গে বৈঠক করেন । বৈঠকের পর তিনি জানান, এখানে 51 সতীপীঠ দর্শনের ব্যবস্থা করা হচ্ছে ।

আরও পড়ুন: যোগীজি বড় বাহুবলী, উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে জানালেন ফিরহাদ

বগটুইয়ে ফিরহাদ হাকিমের সভা

বগটুই (বীরভূম), 25 এপ্রিল: অভিশপ্ত বগটুইয়ে মঙ্গলবার সভা করলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম হেভিওয়েট নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ সেই সভায় অনেককে ‘দিদি আপনার সঙ্গে আছি’ পোস্টার ঝুলিয়ে উপস্থিত হতে গিয়েছে ৷ যা দেখে রীতিমতো অভিভূত স্বয়ং ফিরহাদ হাকিম ৷

তিনি বলেন, “এখানে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে আমরা সমবেদনা জানাই । কিন্তু সেই স্বজনহারা পরিবারের এক সদস্য এখন অন্য দলে চলে গিয়েছেন । যে দলের হাতে আমাদের ধর্মের দুই হাজার মানুষের রক্ত লেগে রয়েছে । তবে মনে রাখবেন উনি ছবি তুলতে গিয়েছেন । আপনারা মনে রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও আপনাদের সঙ্গে ছিল, আগামিদিনেও থাকবেন । বগটুই গ্রামের মানুষ যে মমতার পাশে আছেন সেটা এখানে এসেই বুঝতে পারলাম ৷”

Firhad Meeting at Bogtui
ফিরহাদের সভায় মমতার পাশে থাকার বার্তা নিয়ে হাজির বগটুইয়ের মানুষ

প্রসঙ্গত, গত বছর মার্চে বীরভূমের রামপুরহাটে তৃণমূল নেতা তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ভাদু শেখ খুন হন ৷ সেই ঘটনার কয়েক ঘণ্টা পর বগটই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ অগ্নিকাণ্ডে 10 জীবন্ত দগ্ধ হয়ে মারা যান ৷ এই ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক হয় রাজ্যজুড়ে ৷ পরে সিবিআই তদন্ত শুরু করে ৷ ওই ঘটনায় পরিবারের সকলকে হারিয়েছেন স্থানীয় বাসিন্দা মিহিলাল শেখ ৷ সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন ৷ এদিন ফিরহাদ সেই মিহিলালের প্রসঙ্গ টেনেই ওই কথাগুলি বলেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, বগটুইয়ের ঘটনার পরই গ্রামে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করেন ৷ আহতদের চিকিৎসার জন্যও অর্থের ব্যবস্থা করেন ৷ সেই আর্থিক সাহায্য মিহিলাল শেখও পেয়েছিলেন ৷ তার পরও কেন তিনি বিজেপিতে যোগদান করলেন, সেই প্রশ্ন উঠেছে ৷

Firhad Meeting at Bogtui
ফিরহাদের সভায় মমতার পাশে থাকার বার্তা নিয়ে হাজির বগটুইয়ের মানুষ

অন্যদিকে এদিন বগটুইয়ের সভা থেকে তিনটি মসজিদে তিনটি কম্পিউটার প্রদান করলেন ফিরহাদ হাকিম । ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম । তিনি বলেন, “এক সময় আমরা ধর্মগ্রন্থ শিখতে বা পড়তে মসজিদের মৌলুবীর কাছে যেতাম । তাঁরা আমাদের মানুষ গঠনের এবং দেশভক্তির পাঠ দিতেন । এখনকার প্রজন্ম কম্পিউটারের মাধ্যমে সেই শিক্ষা পাবেন ৷”

Firhad Meeting at Bogtui
বগটুইয়ে ফিরহাদ হাকিমের সভা

মঙ্গলবার বগটুই থেকে ফিরহাদ হাকিম সোজা চলে যান তারাপীঠে । সেখানে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের সঙ্গে বৈঠক করেন । বৈঠকের পর তিনি জানান, এখানে 51 সতীপীঠ দর্শনের ব্যবস্থা করা হচ্ছে ।

আরও পড়ুন: যোগীজি বড় বাহুবলী, উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে জানালেন ফিরহাদ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.