ETV Bharat / state

Bogtui Model Village: ভোট ব্যাংক দেখেই 'মডেল গ্রাম' অভিশপ্ত বগটুই ? অপেক্ষা মুখ্যমন্ত্রীর ঘোষণার - এখন পাখির চোখ এই বগটুই

আপাত শান্ত বগটুই এখন রাজনীতির আখড়া হয়ে উঠছে ৷ সামনে পঞ্চায়েত নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখতে শাসক-বিরোধী দু'পক্ষেরই এখন পাখির চোখ এই বগটুই ৷ তার মাঝেই বগটুইকে মডেল গ্রামের মর্যাদা দিতে চলেছে রাজ্য সরকার !

Etv Bharat
অপেক্ষা মুখ্যমন্ত্রীর ঘোষণার
author img

By

Published : May 4, 2023, 8:23 PM IST

রামপুরহাট, 4 মে: কেউ শহিদ বেদি তৈরি করছেন, তো কেউ আবার একধাপ এগিয়ে মডেল গ্রামের তকমা দিতে ব্যস্ত ৷ সামনেই পঞ্চায়েত ভোট, আর বছর ঘুরতেই লোকসভা নির্বাচন, তার আগে শাসক-বিরোধী সব পক্ষেরই নজরে বীরভূমের অভিশপ্ত বগটুই । যে গ্রামে এক প্রতিশোধের আগুনে ঝলসে গিয়েছিল দশটি প্রাণ। সেই বগটুই হতে চলেছে 'মডেল গ্রাম'! মালদা সফরে যাওয়ার সময় বুধবার রামপুরহাট স্টেশনে জেলা তৃণমূল নেতাদের সামনে সেই কথাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামটিকে 'মডেল গ্রাম' করার কথা দিন কয়েকের মধ্যেই ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।

গত 2022-এর 21 মার্চ রাত প্রায় সাড়ে আটটা নাগাদ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় তৃণমূল নেতা এবং বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখকে । অভিযোগ, সেই খুনের ঘটনার বদলা নিতেই শিশু-সহ 10 জন মহিলাকে খুন করে পুড়িয়ে দেওয়া হয় বগটুইয়ে । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি । হত্যাকাণ্ডের দু'দিন পর এলাকা পরিদর্শনে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে গিয়ে আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলে আর্থিক ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই প্রতিশ্রুতি অনুযায়ী মোট 10 জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেয় রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এখনও এই ঘটনার তদন্তে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

আপাতত শান্ত বগটুই ৷ কিন্তু মাঝেমধ্যেই রাজনীতির আখড়া হয়ে উঠছে বীরভূমের এই অভিশপ্ত গ্রাম। মর্মান্তিক ঘটনার বর্ষপূর্তিতে মৃতদের উদ্দেশে শহিদ বেদি বানানো নিয়ে প্রতিযোগিতায় মেতা ওঠে শাসক-বিরোধী। এরপরই স্বজন হারা মিহিলাল শেখ, ফটিক শেখ-সহ যাঁদের বাড়ির পাঁচজন সদস্য খুন হয়েছিলেন সেই রাতে, তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতেও যোগদান করেন। এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বীরভূম সফরে এসে কথা বলেছিলেন মিহিলাল শেখের সঙ্গে ৷ সেই খবরে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷

সূত্রের খবর, কালীঘাটে তৃণমূলের বীরভূম নেতাদের সঙ্গে বৈঠকে তিনি জানতে চেয়েছিলেন, কেন বগটুইয়ের স্বজনহারারা বিজেপিতে যোগ দিলেন? শুধু তাই নয়, রামপুরহাটের বিধায়ক রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে ঢুকতেও বাঁধা দেন স্বজনহারাদের পরিবার। এরপরই গত 25 এপ্রিল বগটুই গ্রামে জনসভা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার মুখ্যমন্ত্রী মালদা সফরে যাওয়ার সময় রামপুরহাট স্টেশনে মাত্র চার মিনিট দাঁড়িয়ে ছিল সরাইঘাট এক্সপ্রেস। উপচে পড়েছিল ভিড়, তার মাঝেই বগটুই গ্রামকে মডেল গ্রাম করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের আগে তাঁর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সাগরদিঘি ভোটের হারের পর সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে চিন্তায় শাসকদল। বগটুই গ্রামের স্বজনহারার পরিবারদের বিজেপিতে যোগদান, তাহলে কি তৃণমূলে আস্থা হারাচ্ছে সংখ্যালঘুরা ?

ওয়াকিবহল মহলের ব্যাখ্যা, সংখ্যালঘুদের সেই ভরসা ফিরে পেতেই বগটুই হতে চলেছে এবার মডেল গ্রাম। শুধু অপেক্ষা সরকারি ঘোষণার ৷ এমনটাই দাবি জেলা তৃণমূল নেতৃত্বের ৷ পাশাপাশি জানা গিয়েছে, মডেল গ্রাম হিসেবে নীল দরজা, পাকা দেওয়াল থাকবে গ্রামের প্রতিটি প্রাথমিক স্কুলে ৷ তৈরি হবে ছোটদের রেলিং ঘেরা শিশু উদ্যান, জলাশয় ৷ থাকবে অত্যাধুনিক হাইমাস লাইট, পাকা রাস্তা, পানীয় জলের ব্যবস্থা।

আরও পড়ুন: 10 বছরের মধ্যে গঙ্গার ভাঙন কমানোর প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

রামপুরহাট, 4 মে: কেউ শহিদ বেদি তৈরি করছেন, তো কেউ আবার একধাপ এগিয়ে মডেল গ্রামের তকমা দিতে ব্যস্ত ৷ সামনেই পঞ্চায়েত ভোট, আর বছর ঘুরতেই লোকসভা নির্বাচন, তার আগে শাসক-বিরোধী সব পক্ষেরই নজরে বীরভূমের অভিশপ্ত বগটুই । যে গ্রামে এক প্রতিশোধের আগুনে ঝলসে গিয়েছিল দশটি প্রাণ। সেই বগটুই হতে চলেছে 'মডেল গ্রাম'! মালদা সফরে যাওয়ার সময় বুধবার রামপুরহাট স্টেশনে জেলা তৃণমূল নেতাদের সামনে সেই কথাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামটিকে 'মডেল গ্রাম' করার কথা দিন কয়েকের মধ্যেই ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।

গত 2022-এর 21 মার্চ রাত প্রায় সাড়ে আটটা নাগাদ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় তৃণমূল নেতা এবং বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখকে । অভিযোগ, সেই খুনের ঘটনার বদলা নিতেই শিশু-সহ 10 জন মহিলাকে খুন করে পুড়িয়ে দেওয়া হয় বগটুইয়ে । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি । হত্যাকাণ্ডের দু'দিন পর এলাকা পরিদর্শনে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে গিয়ে আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলে আর্থিক ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই প্রতিশ্রুতি অনুযায়ী মোট 10 জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেয় রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এখনও এই ঘটনার তদন্তে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

আপাতত শান্ত বগটুই ৷ কিন্তু মাঝেমধ্যেই রাজনীতির আখড়া হয়ে উঠছে বীরভূমের এই অভিশপ্ত গ্রাম। মর্মান্তিক ঘটনার বর্ষপূর্তিতে মৃতদের উদ্দেশে শহিদ বেদি বানানো নিয়ে প্রতিযোগিতায় মেতা ওঠে শাসক-বিরোধী। এরপরই স্বজন হারা মিহিলাল শেখ, ফটিক শেখ-সহ যাঁদের বাড়ির পাঁচজন সদস্য খুন হয়েছিলেন সেই রাতে, তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতেও যোগদান করেন। এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বীরভূম সফরে এসে কথা বলেছিলেন মিহিলাল শেখের সঙ্গে ৷ সেই খবরে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷

সূত্রের খবর, কালীঘাটে তৃণমূলের বীরভূম নেতাদের সঙ্গে বৈঠকে তিনি জানতে চেয়েছিলেন, কেন বগটুইয়ের স্বজনহারারা বিজেপিতে যোগ দিলেন? শুধু তাই নয়, রামপুরহাটের বিধায়ক রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে ঢুকতেও বাঁধা দেন স্বজনহারাদের পরিবার। এরপরই গত 25 এপ্রিল বগটুই গ্রামে জনসভা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার মুখ্যমন্ত্রী মালদা সফরে যাওয়ার সময় রামপুরহাট স্টেশনে মাত্র চার মিনিট দাঁড়িয়ে ছিল সরাইঘাট এক্সপ্রেস। উপচে পড়েছিল ভিড়, তার মাঝেই বগটুই গ্রামকে মডেল গ্রাম করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের আগে তাঁর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সাগরদিঘি ভোটের হারের পর সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে চিন্তায় শাসকদল। বগটুই গ্রামের স্বজনহারার পরিবারদের বিজেপিতে যোগদান, তাহলে কি তৃণমূলে আস্থা হারাচ্ছে সংখ্যালঘুরা ?

ওয়াকিবহল মহলের ব্যাখ্যা, সংখ্যালঘুদের সেই ভরসা ফিরে পেতেই বগটুই হতে চলেছে এবার মডেল গ্রাম। শুধু অপেক্ষা সরকারি ঘোষণার ৷ এমনটাই দাবি জেলা তৃণমূল নেতৃত্বের ৷ পাশাপাশি জানা গিয়েছে, মডেল গ্রাম হিসেবে নীল দরজা, পাকা দেওয়াল থাকবে গ্রামের প্রতিটি প্রাথমিক স্কুলে ৷ তৈরি হবে ছোটদের রেলিং ঘেরা শিশু উদ্যান, জলাশয় ৷ থাকবে অত্যাধুনিক হাইমাস লাইট, পাকা রাস্তা, পানীয় জলের ব্যবস্থা।

আরও পড়ুন: 10 বছরের মধ্যে গঙ্গার ভাঙন কমানোর প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.