ETV Bharat / state

Body Recovered at Rampurhat : রামপুরহাটে অর্ধনগ্ন আদিবাসী মহিলার মৃতদেহ উদ্ধার - Body of tribal woman recovered at Rampurhat

রামপুরহাটে ঝনঝনিয়া ব্রিজের নিচে জলের মধ্যে অর্ধনগ্ন মহিলার মৃতদেহ উদ্ধার (Rampurhat woman Body Recovered) ৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে ৷

Rampurhat News
রামপুরহাটে অর্ধনগ্ন আদিবাসী মহিলার মৃতদেহ উদ্ধার
author img

By

Published : Apr 27, 2022, 11:32 AM IST

রামপুরহাট, 27 এপ্রিল : বীরভূমের রামপুরহাটে অর্ধনগ্ন মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় (Rampurhat woman Body Recovered)। আজ ভোরে এলাকার বাসিন্দারা প্রাতঃভ্রমণে যাওয়ার সময় দুমকা রামপুরহাট রাস্তার ওপরে ঝনঝনিয়া ব্রিজের নিচে জলের মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন । রামপুরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোট নালার জলে একটি ছোট সাদা কাপড় জড়ানো অবস্থায় মৃত দেহটি পড়েছিল । এই ছোট নালাগুলি স্থানীয়দের কাছে কাঁদর বলে পরিচিত ৷ সেই কাঁদরেই জলেই মৃতদেহটি পড়ে থাকতে দেখতে পাওয়া যায় ৷ মৃতের ডান কপালে ও গালে ক্ষতচিহ্ন রয়েছে । মৃত মহিলার বয়স আনুমানিক 40-45 বছর ।

আরও পড়ুন : Kirnahar Unnatural Death : কীর্ণাহারে মহিলার দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা তদন্ত শুরু পুলিশের

পুলিশ সূত্রে খবর, সকালে এলাকার বাসিন্দারা ব্রিজের কাঁদরের জলে ওই মহিলার মৃতদেহ ভাসতে দেখেন । তাঁরা পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে । পুলিশের প্রাথমিক ধারণা মহিলাটি আদিবাসী । তবে কি কারণে মহিলার মৃত্যু হয়েছে সেই বিষয়ে পুলিশের তরফ থেকে কিছু বলা হয়নি । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ।

রামপুরহাট, 27 এপ্রিল : বীরভূমের রামপুরহাটে অর্ধনগ্ন মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় (Rampurhat woman Body Recovered)। আজ ভোরে এলাকার বাসিন্দারা প্রাতঃভ্রমণে যাওয়ার সময় দুমকা রামপুরহাট রাস্তার ওপরে ঝনঝনিয়া ব্রিজের নিচে জলের মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন । রামপুরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোট নালার জলে একটি ছোট সাদা কাপড় জড়ানো অবস্থায় মৃত দেহটি পড়েছিল । এই ছোট নালাগুলি স্থানীয়দের কাছে কাঁদর বলে পরিচিত ৷ সেই কাঁদরেই জলেই মৃতদেহটি পড়ে থাকতে দেখতে পাওয়া যায় ৷ মৃতের ডান কপালে ও গালে ক্ষতচিহ্ন রয়েছে । মৃত মহিলার বয়স আনুমানিক 40-45 বছর ।

আরও পড়ুন : Kirnahar Unnatural Death : কীর্ণাহারে মহিলার দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা তদন্ত শুরু পুলিশের

পুলিশ সূত্রে খবর, সকালে এলাকার বাসিন্দারা ব্রিজের কাঁদরের জলে ওই মহিলার মৃতদেহ ভাসতে দেখেন । তাঁরা পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে । পুলিশের প্রাথমিক ধারণা মহিলাটি আদিবাসী । তবে কি কারণে মহিলার মৃত্যু হয়েছে সেই বিষয়ে পুলিশের তরফ থেকে কিছু বলা হয়নি । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.