ETV Bharat / state

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমিকাকে মারধরের চেষ্টা - সিউড়ির আজকের খবর

সিউড়ির কুলেরা গ্রামে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল বিশ্বজিতের ৷ সম্পর্কে মত ছিল না বিশ্বজিতের মায়ের ৷ অভিযোগ, মেয়েটিকে ফোন করে শনিবার কটূকথা বলেন তিনি ৷ বিশ্বজিতের সঙ্গে সম্পর্ক রাখতে বারণ করেন ৷ এরপর বিশ্বজিৎ দুপুরবেলায় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান ৷ গতরাতে বাড়ি ফেরেননি তিনি ৷ আজ সকালে দত্তপুকুর পাড়া থেকে কিছুটা দূরে একটি নিমগাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।

photo
author img

By

Published : Nov 3, 2019, 9:51 PM IST

সিউড়ি, 3 নভেম্বর : সিউড়িতে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ ৷ যুবকের দেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা আটকে রাখেন তাঁর প্রেমিকাকে ৷ অভিযোগ, প্রেমিকাকে মারধরের চেষ্টা করা হয় । মৃত যুবকের নাম বিশ্বজিৎ কাহার (23) ৷ তিনি সিউড়ির দত্তপুকুর পাড়ার বাসিন্দা ছিলেন ৷

স্থানীয় সূত্রে খবর , সিউড়ির কুলেরা গ্রামে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল বিশ্বজিতের ৷ সম্পর্কে মত ছিল না বিশ্বজিতের মায়ের ৷ অভিযোগ, মেয়েটিকে ফোন করে শনিবার কটূকথা বলেন তিনি ৷ বিশ্বজিতের সঙ্গে সম্পর্ক রাখতে বারণ করেন ৷ এরপর বিশ্বজিৎ দুপুরবেলায় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান ৷ গতরাতে বাড়ি ফেরেননি তিনি ৷ আজ সকালে দত্তপুকুর পাড়া থেকে কিছুটা দূরে একটি নিমগাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । মৃতদেহের পাশ থেকে পাওয়া যায় মেয়েদের ব্যাগ, ওড়না, মেয়েদের সাইকেল ও কয়েকজোড়া চটি । স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বিশ্বজিতের প্রেমিকা এই মৃত্যুর বিষয়ে সব জানে ৷ বিশ্বজিতের মায়ের অভিযোগ, মেয়েটি তাঁর ছেলেকে খুন করেছে ৷

এরপর উত্তেজিত জনতা মেয়েটিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আটকে রাখা হয় । অভিযোগ, তাঁকে মারধরের চেষ্টাও চালায় স্থানীয়রা ৷ ঘটনাস্থানে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ । তারা মেয়েটিকে উদ্ধার করে । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় পুলিশ ৷

সিউড়ি, 3 নভেম্বর : সিউড়িতে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ ৷ যুবকের দেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা আটকে রাখেন তাঁর প্রেমিকাকে ৷ অভিযোগ, প্রেমিকাকে মারধরের চেষ্টা করা হয় । মৃত যুবকের নাম বিশ্বজিৎ কাহার (23) ৷ তিনি সিউড়ির দত্তপুকুর পাড়ার বাসিন্দা ছিলেন ৷

স্থানীয় সূত্রে খবর , সিউড়ির কুলেরা গ্রামে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল বিশ্বজিতের ৷ সম্পর্কে মত ছিল না বিশ্বজিতের মায়ের ৷ অভিযোগ, মেয়েটিকে ফোন করে শনিবার কটূকথা বলেন তিনি ৷ বিশ্বজিতের সঙ্গে সম্পর্ক রাখতে বারণ করেন ৷ এরপর বিশ্বজিৎ দুপুরবেলায় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান ৷ গতরাতে বাড়ি ফেরেননি তিনি ৷ আজ সকালে দত্তপুকুর পাড়া থেকে কিছুটা দূরে একটি নিমগাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । মৃতদেহের পাশ থেকে পাওয়া যায় মেয়েদের ব্যাগ, ওড়না, মেয়েদের সাইকেল ও কয়েকজোড়া চটি । স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বিশ্বজিতের প্রেমিকা এই মৃত্যুর বিষয়ে সব জানে ৷ বিশ্বজিতের মায়ের অভিযোগ, মেয়েটি তাঁর ছেলেকে খুন করেছে ৷

এরপর উত্তেজিত জনতা মেয়েটিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আটকে রাখা হয় । অভিযোগ, তাঁকে মারধরের চেষ্টাও চালায় স্থানীয়রা ৷ ঘটনাস্থানে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ । তারা মেয়েটিকে উদ্ধার করে । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় পুলিশ ৷

Intro:Body:সিউড়ি, 3 নভেম্বর: আজ সকালে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের পর খুন সন্দেহে মৃত যুবকের প্রেমিকাকে আটকে রাখে স্থানীয় বাসিন্দা রাl মৃত যুবকের নাম বিশ্বজিৎ কাহার(23)
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর বেলা সিউড়ির দত্তপুকুর পাড়ার বিশ্বজিৎ কাহার কে ফোন করছিল সিউড়ির কুলেরা গ্রামের একটি মেয়ে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারছিল না ছেলের মা। সে কারণেই গতকাল ওই মেয়েটিকে ফোন করে গালাগালি দেয় বিশ্বজিতের মা, এবং বিশ্বজিৎ এর সাথে সম্পর্ক রাখতে নিষেধ করে। এর পর বিশ্বজিৎ বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায় দুপুরবেলা। বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে যায়, রাতেও বাড়ি ফেরেনি সে। আজ সকালে দত্তপুকুর পাড়া থেকে কিছুটা দূরে নিমগাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিশ্বজিতের। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় মেয়েদের ব্যাগ, ওড়না, মেয়েদের সাইকেল ও কয়েকটি চটি। স্থানীয় বাসিন্দারা সন্দেহ করে যে মেয়েটির সাথে প্রেম করতো সেই মেয়েটি সবকিছু জানে। এর পর উত্তেজিত জনতা মেয়েটিকে তুলে নিয়ে আসে তার বাড়ি থেকে। এবং আটকে রাখে মারধোর করার চেষ্টাও করা হয়। যদিও ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় সিউড়ি থানার পুলিশ। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায়। মৃত দেহ টি উদ্ধার কর ময়না তদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় সিউড়ি থানার পুলিশl বিশ্বজিতের মায়ের দাবি ওই মেয়েটি তার ছেলেকে খুন করা করিয়েছে। পাশাপাশি একই সন্দেহ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সিউড়ির দত্তপুকুর পাড়ায়।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.