সিউড়ি, 3 নভেম্বর : সিউড়িতে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ ৷ যুবকের দেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা আটকে রাখেন তাঁর প্রেমিকাকে ৷ অভিযোগ, প্রেমিকাকে মারধরের চেষ্টা করা হয় । মৃত যুবকের নাম বিশ্বজিৎ কাহার (23) ৷ তিনি সিউড়ির দত্তপুকুর পাড়ার বাসিন্দা ছিলেন ৷
স্থানীয় সূত্রে খবর , সিউড়ির কুলেরা গ্রামে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল বিশ্বজিতের ৷ সম্পর্কে মত ছিল না বিশ্বজিতের মায়ের ৷ অভিযোগ, মেয়েটিকে ফোন করে শনিবার কটূকথা বলেন তিনি ৷ বিশ্বজিতের সঙ্গে সম্পর্ক রাখতে বারণ করেন ৷ এরপর বিশ্বজিৎ দুপুরবেলায় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান ৷ গতরাতে বাড়ি ফেরেননি তিনি ৷ আজ সকালে দত্তপুকুর পাড়া থেকে কিছুটা দূরে একটি নিমগাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । মৃতদেহের পাশ থেকে পাওয়া যায় মেয়েদের ব্যাগ, ওড়না, মেয়েদের সাইকেল ও কয়েকজোড়া চটি । স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বিশ্বজিতের প্রেমিকা এই মৃত্যুর বিষয়ে সব জানে ৷ বিশ্বজিতের মায়ের অভিযোগ, মেয়েটি তাঁর ছেলেকে খুন করেছে ৷
এরপর উত্তেজিত জনতা মেয়েটিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আটকে রাখা হয় । অভিযোগ, তাঁকে মারধরের চেষ্টাও চালায় স্থানীয়রা ৷ ঘটনাস্থানে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ । তারা মেয়েটিকে উদ্ধার করে । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় পুলিশ ৷