ETV Bharat / state

Body Recovered from Sonajhuri: সোনাঝুরির জঙ্গল থেকে উদ্ধার ব্যবসায়ীর ঝুলন্ত দেহ, এলাকায় চাঞ্চল্য - santiniketan body recovered case

বৃহস্পতিবার সোনাঝুড়ির খোয়াই হাট সংলগ্ন জঙ্গল থেকে স্থানীয় এক ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় ৷ ওই প্রৌঢ়ের নাম দুধকুমার ঘোষ ৷ দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে (Sonajhuri body recovered case) ৷

ETV Bharat
সোনাঝুড়ির জঙ্গল থেকে দেহ উদ্ধার
author img

By

Published : Jan 27, 2023, 8:10 PM IST

সোনাঝুরির জঙ্গল থেকে উদ্ধার ব্যবসায়ীর ঝুলন্ত দেহ

বোলপুর, 27 জানুয়ারি: সোনাঝুরির খোয়াই হাট সংলগ্ন জঙ্গল থেকে শুক্রবার এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে শান্তিনিকেতন থানার পুলিশ । জানা গিয়েছে, ওই প্রৌঢ়ের নাম দুধকুমার ঘোষ (58) ৷ দীর্ঘদিন ধরে এই হাটেই ব্যবসা করতেন দুধকুমার ৷ প্রতিদিন বহু পর্যটক আসেন সোনাঝুরি জঙ্গল সংলগ্ন এই হাটে ৷ সেখানে থেকে এই দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে (body recovered from Sonajhuri jungle)৷

শান্তিনিকেতনে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ সোনাঝুরি জঙ্গলের খোয়াই হাট ৷ জঙ্গলের মনোরম পরিবেশে এই হাট বসে বলে মানুষজন ভিড়ও জমান । এই হাট সংলগ্ল ক্যানেলের পাড়ে এদিন এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ পাতা কুড়োতে গিয়ে এক আদিবাসী মহিলা ওই প্রৌঢের ঝুলন্ত দেহ দেখতে পান ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ পরে শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ৷ জানা গিয়েছে, মৃত দুধকুমার ঘোষ শান্তিনিকেতনের ফুলডাঙার বাসিন্দা ৷ সোনাঝুরির হাটে দীর্ঘদিন ধরে চা-চপ প্রভৃতি বিক্রি করতেন তিনি ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: চারমাসের গর্ভবতী বধূকে পুড়িয়ে খুন ! দুর্ঘটনা বলে দাবি শ্বশুরবাড়ির

প্রসঙ্গত, যতদিন যাচ্ছে সোনাঝুরির হাটে বাড়ছে বিশৃঙ্খলা । ধ্বংস হচ্ছে সোনাঝুরি জঙ্গলও । এলাকার দখলকে নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মাঝেমধ্যে অশান্তির খবরও মিলেছে ৷ সাময়িক উত্তেজনাও তৈরি হয়েছে কয়েকবার ৷ স্থানীয়দের দাবি, এতে বিপাকে পড়তে হয় আগত পর্যটকদের । জনপ্রিয় এই এলাকায় এবার এক ব্যবসায়ীর দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকার অন্যান্য ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে ৷ হাটের দুই ব্যবসায়ী তন্ময় মিত্র ও সামিরুল শেখ এই প্রসঙ্গে বলেন, "হাটেই ব্যবসা করতেন ওই ব্যক্তি ৷ স্বামী-স্ত্রী মিলে ঠেলা গাড়ি করে চা-চপ বিক্রি করতেন ৷ আজ তাঁর দেহ উদ্ধার হল ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গেল ৷ খুব খারাপ লাগছে । আমরা অবাক হয়ে যাচ্ছি ৷"

সোনাঝুরির জঙ্গল থেকে উদ্ধার ব্যবসায়ীর ঝুলন্ত দেহ

বোলপুর, 27 জানুয়ারি: সোনাঝুরির খোয়াই হাট সংলগ্ন জঙ্গল থেকে শুক্রবার এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে শান্তিনিকেতন থানার পুলিশ । জানা গিয়েছে, ওই প্রৌঢ়ের নাম দুধকুমার ঘোষ (58) ৷ দীর্ঘদিন ধরে এই হাটেই ব্যবসা করতেন দুধকুমার ৷ প্রতিদিন বহু পর্যটক আসেন সোনাঝুরি জঙ্গল সংলগ্ন এই হাটে ৷ সেখানে থেকে এই দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে (body recovered from Sonajhuri jungle)৷

শান্তিনিকেতনে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ সোনাঝুরি জঙ্গলের খোয়াই হাট ৷ জঙ্গলের মনোরম পরিবেশে এই হাট বসে বলে মানুষজন ভিড়ও জমান । এই হাট সংলগ্ল ক্যানেলের পাড়ে এদিন এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ পাতা কুড়োতে গিয়ে এক আদিবাসী মহিলা ওই প্রৌঢের ঝুলন্ত দেহ দেখতে পান ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ পরে শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ৷ জানা গিয়েছে, মৃত দুধকুমার ঘোষ শান্তিনিকেতনের ফুলডাঙার বাসিন্দা ৷ সোনাঝুরির হাটে দীর্ঘদিন ধরে চা-চপ প্রভৃতি বিক্রি করতেন তিনি ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: চারমাসের গর্ভবতী বধূকে পুড়িয়ে খুন ! দুর্ঘটনা বলে দাবি শ্বশুরবাড়ির

প্রসঙ্গত, যতদিন যাচ্ছে সোনাঝুরির হাটে বাড়ছে বিশৃঙ্খলা । ধ্বংস হচ্ছে সোনাঝুরি জঙ্গলও । এলাকার দখলকে নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মাঝেমধ্যে অশান্তির খবরও মিলেছে ৷ সাময়িক উত্তেজনাও তৈরি হয়েছে কয়েকবার ৷ স্থানীয়দের দাবি, এতে বিপাকে পড়তে হয় আগত পর্যটকদের । জনপ্রিয় এই এলাকায় এবার এক ব্যবসায়ীর দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকার অন্যান্য ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে ৷ হাটের দুই ব্যবসায়ী তন্ময় মিত্র ও সামিরুল শেখ এই প্রসঙ্গে বলেন, "হাটেই ব্যবসা করতেন ওই ব্যক্তি ৷ স্বামী-স্ত্রী মিলে ঠেলা গাড়ি করে চা-চপ বিক্রি করতেন ৷ আজ তাঁর দেহ উদ্ধার হল ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গেল ৷ খুব খারাপ লাগছে । আমরা অবাক হয়ে যাচ্ছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.