ইলামবাজার, 24 জুন : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন 150 জন ৷ বীরভূমের ইলামবাজারের এই যোগদান কর্মসূচিতে ওই 150 জনকে স্যানিটাইজ করল ব্লক তৃণমূল নেতৃত্ব ৷ কারণ তাঁদের শরীরে ‘বিজেপি’র ভাইরাস’ ছিল ৷ সেই ভাইরাস তাড়াতে তাঁদের স্যানিটাইজ করানো হয়েছে বলে জানিয়েছেন ইলামবাজার ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক দুলাল রায় ৷ আর এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে নিন্দা ৷ এ নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূলকে পাল্টা ভাইরাস বলে কটাক্ষ করেছে ৷
2 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে ৷ রাজ্যে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতায় ফিরেছে তৃণমূল ৷ সেই সঙ্গে পদ্মশিবিরের তরফে অভিযোগ তোলা হয়েছে, ক্ষমতায় ফিরেই বিজেপির নেতা ও কর্মীদের উপর অত্যাচার করছে তৃণমূল ৷ যা নিয়ে বর্তমানে আদালতে শুনানি চলেছে ৷ এই পরিস্থিতিতে বীরভূমের ইলামবাজারে 150 জন সক্রিয় বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন ৷ তবে, তৃণমূলে নেওয়ার আগে তাঁদের স্যানিটাইজ করানো হয়েছে ৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ৷ এ কথা স্বীকারও করে নিয়েছে ইলামবাজার ব্লক তৃণমূল নেতৃত্ব ৷ তাঁদের দাবি, তৃণমূলে আসা ওই 150 জনের শরীরে বিজেপির ভয়ানক ভাইরাস ছিল ৷ সেই ভাইরাসকে মারতেই এই স্যানিটাইজেশন ৷
এ নিয়ে ইলামবাজার ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক দুলাল রায় বলেন, ‘‘ওই বিজেপি কর্মীরা স্বীকার করেছেন, যে তাঁরা বিজেপিতে গিয়ে ভুল করেছেন ৷ তাই তৃণমূলে ফিরতে চেয়েছিলেন ৷ তবে, তৃণমূলে ফেরানোর আগে তাঁদের শর্ত দেওয়া হয়েছিল, দলের পতাকা হাতে তোলার আগে সবাইকে শুদ্ধ অর্থাৎ, স্যানিটাইজ হতে হবে ৷’’ বিজেপি থেকে তৃণমূলের ফিরতে চাওয়া ওই 150 জন সেই শর্ত মেনেও নিয়েছেন বলে জানিয়েছেন ওই তৃণমূল নেতা ৷ আজ স্যানিটাইজ করার পর, তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ইলামবাজার ব্লকের তৃণমূল সভাপতি ফজলুল হক ৷
আরও পড়ুন : মালদার ভিঙ্গলে তৃণমূলে যোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের
প্রসঙ্গত, বীরভূম জেলা তৃণমূলের তরফে বলা হয়েছে, যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল ৷ তাঁরা সবাই ফের তৃণমূলে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন ৷ এর জন্য নাকি ব্যানার-পোস্টার নিয়ে বেশ কয়েক জায়গায় তৃণমূল কার্যালয়গুলির সামনে ধর্নায় বসেছেন ওই বিজেপি কর্মীরা ৷ এমনকি বেশ কয়েকটি জায়গায় মাইকে করে প্রচারও করা হয় ৷ এই পরিস্থিতিতে 150 জন সক্রিয় বিজেপি কর্মীকে তৃণমূলে ফেরানো হয়েছে ৷ তবে, তাঁদের ঘাসফুল শিবিরে নেওয়ার আগে স্যানিটাইজ করার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নিন্দা শুরু হয়েছে ৷
আরও পড়ুন : আরও পড়ুন : মুকুলের এই দলবদল রাজনৈতিক দেউলিয়াপনা, মন্তব্য বাম-কংগ্রেসের
এ নিয়ে বীরভূমে বিজেপির জেলা সহ-সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের সমালোচনা করেছেন ৷ তিনি বলেন, ‘‘বাংলায় তৃতীয়বার ক্ষমতায় এসে তৃণমূল বিজেপির নেতা-কর্মীদের উপর অত্যাচার শুরু করেছে ৷ আর তাই মানুষ বাধ্য হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন ৷’’ আর কর্মীদের স্যানিটাইজ করে তৃণমূলে ফেরানোর বিষয়টির নিন্দা করে তিনি জানান, তৃণমূল সবচেয়ে বড় ভাইরাস৷ সময় এলে মানুষই তাদের স্যানিটাইজ করবে রাজ্য থেকে ৷