ETV Bharat / state

দিলীপ ঘোষের সভায় যাওয়ার পথে BJP কর্মীদের মারধর, বোমাবাজি - শিমূলিয়া গ্রামে শুরু হয় ব্যপক বোমাবাজি

আজ সভায় যোগ দিতে যাওয়ার সময় BJP কর্মী -সমর্থকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ । চলে ব্যপক বোমাবাজি । গুলি ।

বোলপুরে ব্যাপক গোলাগুলি, বোমাবাজি
বোলপুরে ব্যাপক গোলাগুলি, বোমাবাজি
author img

By

Published : Nov 25, 2020, 12:35 PM IST

Updated : Nov 25, 2020, 12:42 PM IST

বোলপুর, 25 নভেম্বর : দিলীপ ঘোষের সভায় যোগ দিতে যাওয়ার সময় শিমূলিয়ায় BJP কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধ ৷ চলে গুলি । বোমাবাজিও । এক BJP কর্মী গুলিবিদ্ধ হয়েছেন ।

আজ সভায় যোগ দিতে যাওয়ার সময় BJP কর্মী -সমর্থকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ । চলে ব্যপক বোমাবাজি । গুলি । একাধিক বাইক ভাঙচুর করা হয় ।

শিমূলিয়ায় BJP কর্মীদের মারধর

খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । তাদের প্রথমে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ পরে আরও পুলিশকর্মী এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

বোলপুর, 25 নভেম্বর : দিলীপ ঘোষের সভায় যোগ দিতে যাওয়ার সময় শিমূলিয়ায় BJP কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধ ৷ চলে গুলি । বোমাবাজিও । এক BJP কর্মী গুলিবিদ্ধ হয়েছেন ।

আজ সভায় যোগ দিতে যাওয়ার সময় BJP কর্মী -সমর্থকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ । চলে ব্যপক বোমাবাজি । গুলি । একাধিক বাইক ভাঙচুর করা হয় ।

শিমূলিয়ায় BJP কর্মীদের মারধর

খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । তাদের প্রথমে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ পরে আরও পুলিশকর্মী এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

Last Updated : Nov 25, 2020, 12:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.