ETV Bharat / state

Anupam Hazra : জমি ঘেরা নিয়ে অনুপম হাজরার বাবাকে হেনস্থার অভিযোগ, তৃণমূল-বিজেপি চাপানউতোর - তৃণমূল-বিজেপি

অনুপম হাজরার জমি ঘেরা নিয়ে তৈরি হল বিজেপি-তৃণমূল চাপানউতোর ৷ প্রাক্তন সাংসদের অভিযোগ, তাঁর বাবাকে হেনস্থা করেছে তৃণমূল ৷ তার পাল্টা শাসকদলের তরফে অভিযোগ করা হয়েছে, জমির কাগজপত্র সঠিক নয় ৷ তাই কাজ আটকে দেওয়া হয়েছে ৷

Anupam Hazra, অনুপম হাজরা
অনুপম হাজরা
author img

By

Published : Oct 31, 2021, 8:51 PM IST

বোলপুর, 31 অক্টোবর : বাড়ির সামনে জমি ঘেরা নিয়ে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার (Anupam Hazra) বাবাকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পালটা, সঠিক কাগজপত্র না দেখিয়ে জমি ঘিরে নেওয়ার অভিযোগ অনুপমের বিরুদ্ধে ৷ স্থানীয় রূপপুর গ্রাম পঞ্চায়েতের তরফে বিষয়টি শান্তিনিকেতন থানায় জানানো হয় ৷ পুলিশ গিয়ে কাজ বন্ধ রাখতে বলে । এই জমি ঘেরা নিয়ে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল চাপানউতোর । এই বিষয়ে সরব হয়ে সোশ্যাল সাইট ফেসবুকে ছবি দিয়ে পোস্ট করেছেন অনুপম ।

কয়েকদিন ধরেই শান্তিনিকেতনের সীমান্তপল্লির বাড়িতে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা । জানা গিয়েছে, এদিন বাড়ির সামনে ফাঁকা একটি জায়গা লোহার পিলার পুঁতে ঘিরছিলেন তাঁর বাবা ৷ জনৈক ব্যক্তির অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট রূপপুর গ্রাম পঞ্চায়েতের লোকজন গিয়ে জমির কাগজপত্র দেখতে চান ৷ অভিযোগ, প্রাক্তন সাংসদের বাবাকে হেনস্থা করেন তৃণমূলের লোকজন ৷ পাল্টা পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্রনাথ সরকারের অভিযোগ, সঠিক কাগজপত্র না দেখিয়ে জায়গা ঘিরে নিচ্ছেন বিজেপি নেতার বাবা ৷ এই মর্মে পঞ্চায়েতের তরফে শান্তিনিকেতন থানায় জানানো হয় ৷ খবর পেয়ে পুলিশ গিয়ে জমি ঘেরার কাজ বন্ধ রাখতে বলে ৷ তাতে কাজ বন্ধই রাখা হয় ৷ সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন অনুপম হাজরা ।

অনুপম বলেন, "কয়েক দিন ধরে আমি বোলপুরে থেকে সাংগঠনিক কাজ করছি । তাই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূল আমাকে জমি ঘিরতে বাধা দিচ্ছে । আমার বাবাকে হেনস্থা করা হয়েছে ৷ পুলিশ পাঠিয়ে জমি ঘেরার কাজ বন্ধ করে দিয়েছে ।"

বাড়ির সামনের জমি ঘেরা নিয়ে অনুপম হাজরার সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়েছে তৃণমূলের

যদিও রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্রনাথ সরকার বলেন, "সম্পূর্ণ মিথ্যা অভিযোগ । কোনও হেনস্থা করা হয়নি । জমির কাগজপত্র সঠিক নয়, অভিযোগ পেয়ে পঞ্চায়েতের লোকজন গিয়েছিল ৷ ওঁরা কাগজ দেখাক, আবার ঘিরবে ৷ আমরা পুলিশকে জানিয়েছি আপাতত কাজ বন্ধ রাখতে ।"

আরও পড়ুন : Tripura Politics : ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে তৃণমূলের অস্ত্র বাংলার প্রকল্প

বোলপুর, 31 অক্টোবর : বাড়ির সামনে জমি ঘেরা নিয়ে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার (Anupam Hazra) বাবাকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পালটা, সঠিক কাগজপত্র না দেখিয়ে জমি ঘিরে নেওয়ার অভিযোগ অনুপমের বিরুদ্ধে ৷ স্থানীয় রূপপুর গ্রাম পঞ্চায়েতের তরফে বিষয়টি শান্তিনিকেতন থানায় জানানো হয় ৷ পুলিশ গিয়ে কাজ বন্ধ রাখতে বলে । এই জমি ঘেরা নিয়ে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল চাপানউতোর । এই বিষয়ে সরব হয়ে সোশ্যাল সাইট ফেসবুকে ছবি দিয়ে পোস্ট করেছেন অনুপম ।

কয়েকদিন ধরেই শান্তিনিকেতনের সীমান্তপল্লির বাড়িতে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা । জানা গিয়েছে, এদিন বাড়ির সামনে ফাঁকা একটি জায়গা লোহার পিলার পুঁতে ঘিরছিলেন তাঁর বাবা ৷ জনৈক ব্যক্তির অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট রূপপুর গ্রাম পঞ্চায়েতের লোকজন গিয়ে জমির কাগজপত্র দেখতে চান ৷ অভিযোগ, প্রাক্তন সাংসদের বাবাকে হেনস্থা করেন তৃণমূলের লোকজন ৷ পাল্টা পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্রনাথ সরকারের অভিযোগ, সঠিক কাগজপত্র না দেখিয়ে জায়গা ঘিরে নিচ্ছেন বিজেপি নেতার বাবা ৷ এই মর্মে পঞ্চায়েতের তরফে শান্তিনিকেতন থানায় জানানো হয় ৷ খবর পেয়ে পুলিশ গিয়ে জমি ঘেরার কাজ বন্ধ রাখতে বলে ৷ তাতে কাজ বন্ধই রাখা হয় ৷ সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন অনুপম হাজরা ।

অনুপম বলেন, "কয়েক দিন ধরে আমি বোলপুরে থেকে সাংগঠনিক কাজ করছি । তাই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূল আমাকে জমি ঘিরতে বাধা দিচ্ছে । আমার বাবাকে হেনস্থা করা হয়েছে ৷ পুলিশ পাঠিয়ে জমি ঘেরার কাজ বন্ধ করে দিয়েছে ।"

বাড়ির সামনের জমি ঘেরা নিয়ে অনুপম হাজরার সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়েছে তৃণমূলের

যদিও রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্রনাথ সরকার বলেন, "সম্পূর্ণ মিথ্যা অভিযোগ । কোনও হেনস্থা করা হয়নি । জমির কাগজপত্র সঠিক নয়, অভিযোগ পেয়ে পঞ্চায়েতের লোকজন গিয়েছিল ৷ ওঁরা কাগজ দেখাক, আবার ঘিরবে ৷ আমরা পুলিশকে জানিয়েছি আপাতত কাজ বন্ধ রাখতে ।"

আরও পড়ুন : Tripura Politics : ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে তৃণমূলের অস্ত্র বাংলার প্রকল্প

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.