বোলপুর, 31 অক্টোবর : বাড়ির সামনে জমি ঘেরা নিয়ে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার (Anupam Hazra) বাবাকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পালটা, সঠিক কাগজপত্র না দেখিয়ে জমি ঘিরে নেওয়ার অভিযোগ অনুপমের বিরুদ্ধে ৷ স্থানীয় রূপপুর গ্রাম পঞ্চায়েতের তরফে বিষয়টি শান্তিনিকেতন থানায় জানানো হয় ৷ পুলিশ গিয়ে কাজ বন্ধ রাখতে বলে । এই জমি ঘেরা নিয়ে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল চাপানউতোর । এই বিষয়ে সরব হয়ে সোশ্যাল সাইট ফেসবুকে ছবি দিয়ে পোস্ট করেছেন অনুপম ।
কয়েকদিন ধরেই শান্তিনিকেতনের সীমান্তপল্লির বাড়িতে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা । জানা গিয়েছে, এদিন বাড়ির সামনে ফাঁকা একটি জায়গা লোহার পিলার পুঁতে ঘিরছিলেন তাঁর বাবা ৷ জনৈক ব্যক্তির অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট রূপপুর গ্রাম পঞ্চায়েতের লোকজন গিয়ে জমির কাগজপত্র দেখতে চান ৷ অভিযোগ, প্রাক্তন সাংসদের বাবাকে হেনস্থা করেন তৃণমূলের লোকজন ৷ পাল্টা পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্রনাথ সরকারের অভিযোগ, সঠিক কাগজপত্র না দেখিয়ে জায়গা ঘিরে নিচ্ছেন বিজেপি নেতার বাবা ৷ এই মর্মে পঞ্চায়েতের তরফে শান্তিনিকেতন থানায় জানানো হয় ৷ খবর পেয়ে পুলিশ গিয়ে জমি ঘেরার কাজ বন্ধ রাখতে বলে ৷ তাতে কাজ বন্ধই রাখা হয় ৷ সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন অনুপম হাজরা ।
অনুপম বলেন, "কয়েক দিন ধরে আমি বোলপুরে থেকে সাংগঠনিক কাজ করছি । তাই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূল আমাকে জমি ঘিরতে বাধা দিচ্ছে । আমার বাবাকে হেনস্থা করা হয়েছে ৷ পুলিশ পাঠিয়ে জমি ঘেরার কাজ বন্ধ করে দিয়েছে ।"
যদিও রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্রনাথ সরকার বলেন, "সম্পূর্ণ মিথ্যা অভিযোগ । কোনও হেনস্থা করা হয়নি । জমির কাগজপত্র সঠিক নয়, অভিযোগ পেয়ে পঞ্চায়েতের লোকজন গিয়েছিল ৷ ওঁরা কাগজ দেখাক, আবার ঘিরবে ৷ আমরা পুলিশকে জানিয়েছি আপাতত কাজ বন্ধ রাখতে ।"
আরও পড়ুন : Tripura Politics : ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে তৃণমূলের অস্ত্র বাংলার প্রকল্প