ইলামবাজার, 13 ফেব্রুয়ারি : পরিবর্তন যাত্রা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পালটা তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় বিজেপির কর্মীরা । সংঘর্ষে দুপক্ষের 6 জন আহত হয় । আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । ইলামবাজার থানার খাদিমপুর গ্রাম ও লাভপুরের ঘটনা ।
তৃণমূল-বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে পুলিশ । বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সূচনা করা পরিবর্তন যাত্রার রথ 12 ফেব্রুয়ারি ইলামবাজারে এসে পৌঁছায় । সেখানে পথসভা সারেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ।
আরও পড়ুন : সাগরদিঘির মনিগ্রামে বিজেপির পরিবর্তন যাত্রায় বাধা পুলিশের
অভিযোগ, সভা সেরে ফেরার সময় কিছু বিজেপি কর্মীদের উপর বাঁশ-লাঠি নিয়ে চড়াও হয় তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী । বাঁশের আঘাতে দুই বিজেপি কর্মীর মাথা ফেটে যায় ৷ পরে আহত হয় দুই তৃণমূল কর্মী । খবর পেয়ে ইলমবাজার থানার পুলিশ আসে । আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । এছাড়া লাভপুরে আরও 2 বিজেপি কর্মী আহত হয় ।
তৃণমূলের অভিযোগ, বিজেপি উস্কানিমূলক কথা বলার কারণে এমন ঘটনা ঘটেছে । অন্যদিকে বিজেপির অভিযোগ, পরিবর্তন যাত্রা রুখতে চাইছে তৃণমূল । সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে চাইছে ।