ETV Bharat / state

Anupam Hazra: উপাচার্য নিজেকে বিজেপি প্রমাণ করতে চাইছেন, অমর্ত্য-ইস্যুতে অনুপমের নিশানায় বিদ্যুৎ - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Anupam Hazra's Exclusive Interview on ETV Bharat: ভারতীয় জনতা পার্টির সাম্প্রতিক সাংগঠনিক রদবদলের পর পশ্চিমবঙ্গ থেকে একমাত্র অনুপম হাজরাই জাতীয় কমিটিতে জায়গা পেয়েছেন ৷ আগের মতো তাঁকে বহাল রাখা হয়েছে জাতীয় সম্পাদক পদে ৷ ইটিভি ভারতের মুখোমুখি হয়ে তিনি একাধিক প্রশ্নের উত্তর দিলেন অকপটে ৷

Anupam Hazra
Anupam Hazra
author img

By

Published : Aug 4, 2023, 7:04 PM IST

ইটিভি ভারতের মুখোমুখি বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা

বোলপুর, 4 অগস্ট: অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি শান্ত করতে কি বিজেপি ব্যর্থ, দিল্লি সংক্রান্ত বিল কি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত ? ইটিভি ভারতের প্রশ্নের মুখোমুখি হয়ে এই সব প্রশ্নের উত্তর দিলেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা । পাশাপাশি নোবেলজয়ী অমর্ত্য সেনের জমি সংক্রান্ত বিষয়ে বিশ্বভারতীর উপাচার্যকে 'অপদার্থ' বলেও কটাক্ষ করলেন তিনি ৷ এমনকি, অনুব্রতর তিহাড় যাত্রা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে চলতে সংঘাত নিয়েও মুখ খুললেন বোলপুরের প্রাক্তন সাংসদ ৷

ইটিভি ভারত: এই রাজ্য থেকে একমাত্র আপনি বিজেপির সর্বভারতীয় পদে। 2024 এর লোকসভা নির্বাচনে পরিকল্পনা কী ? 'দুর্নীতি' প্রশ্ন তুলে তৃণমূলের বিরুদ্ধে খুব একটা সুবিধা কি করতে পারবেন ?

অনুপম হাজরা: তৃণমূল আসার পর থেকে লোকে ভাবে দুর্নীতি করাটা রাজনৈতিক নেতাদের একটা অধিকার । তৃণমূল নেতাদের সঙ্গে দুর্নীতি শব্দ ওতোপ্রোতোভাবে যুক্ত । তাই মানুষের সয়ে গিয়েছে । অন্যদিকে, বিতৃষ্ণাও এসে গিয়েছে । দুর্নীতিগ্রস্ত সরকার, পুরোটাই চোরের দল । আমরা যেটা করব মানুষ যাতে নিজের ভোটটা নিজে দিতে পারে, তাহলেই হবে ।

ইটিভি ভারত: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হচ্ছে সেখানে শান্তি ফেরাতে মধ্যস্ততা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর এদেশে মণিপুর জ্বলছে । তা নিয়ে তিনি নীরব । এটা কি বিজেপি সরকারের ব্যর্থতা নয় ?

অনুপম হাজরা: ইতিহাস যদি দেখেন 1990-এর দিকে হওয়া মণিপুরের সংঘর্ষ সমাধান করতে সরকারের 10 বছর লেগেছিল ৷ বর্তমান সমস্যা তো ছ'মাসও গড়ায়নি । একটু সময় দিন । আমাদের গৃহমন্ত্রী (অমিত শাহ) সংঘর্ষ মেটাতে যথেষ্ট পটু । খুব দ্রুত মণিপুর সমস্যার সমাধান হবে ।

আরও পড়ুন: অমর্ত্যর পাশে দাঁড়ানোয় মার্কিন নোবেলজয়ীদের 'স্বার্থপর' বলল বিশ্বভারতী

ইটিভি ভারত: ধ্বনি ভোটে দিল্লি বিল লোকসভায় পাশ হল । এই বিল কি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত ?

অনুপম হাজরা: লোকসভা গণতন্ত্রের মন্দির । সেখানে যেটা পাস হবে, সেটা নিয়ে কথা বলার আমাদের আর জায়গা থাকে না । সেটা নিয়ে কথা বলাটাই নির্বুদ্ধিতার পরিচয় ৷ অর্থাৎ পার্লামেন্টে যেটা পাস হয়েছে, সেটা মানুষকে মেনে নিতে হবে ।

ইটিভি ভারত: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাঙালি গর্ব । তাঁকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী যে ভাষায় আক্রমণ করছেন, সেটা কীভাবে দেখছেন । অধ্যাপক সেন একাধিকবার সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন, তাই কি উপাচার্য তাঁকে হেনস্তা করছেন ? উপাচার্য কি বিজেপির লোক ?

অনুপম হাজরা: উপাচার্য নিজেকে বিজেপি বলে প্রমাণ করতে চাইছেন ৷ কারণ, মেয়াদ শেষ হয়ে আসছে ৷ তাই ওঁর সুপ্ত বাসনা রাজ্যপাল হবেন বা ভিসি পদটা যাতে রি-নিউ (পুর্ননবীকরণ) হয় । অন্যদিকে, অমর্ত্য সেন যা জ্ঞান অর্জন করেছেন অধিকাংশটাই বিদেশে ঢেলেছেন ৷ সরকারের যে কোনও কাজে উনি টিপ্পনি কাটেন ৷

কিন্তু এই উপাচার্য ফালতু লোক । বহিরাগত ৷ শান্তিনিকেতনে পালস বোঝেন না । বিশ্বভারতীর কোনও কর্মকাণ্ডে আশ্রমিকদের সামিল করেন না ৷ এই রকম একটা অপদার্থ উপাচার্য থাকলে বিশ্বভারতী মান যাবে । যেখানে মোদিজী আচার্য । আর তো কয়েকদিন, ওঁর মেয়াদ শেষ হতে চলেছে । আমি নিজে বহুবার ওঁর নামে একাধিক অভিযোগ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে দিয়েছি ।

অমর্ত্য সেন যে স্তরের, সেই জায়গায় আগে যাক । তাঁর একচিলতে জমি নিয়ে যা করছেন, তা ঠিক নয় । সবাই ভাবছে মোদিজীর সম্মতি আছে ৷ কিন্তু সেটা বাস্তব নয় । উপাচার্য রাজ্যপাল হওয়ার জন্য এসব স্বেচ্ছাচারিতা করছেন ৷

আরও পড়ুন: অমর্ত্য সেনের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট, ছাত্রকে সাসপেন্ড করল বিশ্বভারতী

ইটিভি ভারত: যে অনুব্রত মণ্ডলের সঙ্গে মনোমালিন্যে তৃণমূল ছেড়েছিলেন। তাঁকে তো আপনি কাকু বলেও সম্বোধন করতেন । সেই অনুব্রত আজ তিহাড়ে বন্দি । এবার কি বোলপুর লোকসভা কেন্দ্র থেকে ফের দাঁড়াবেন ?

অনুপম হাজরা: এটা তো পার্টির হাইকামান্ড ঠিক করবে । তবে অনুব্রত মণ্ডল বাংলার জেলে ছিলেন ৷ তখন আমি দিল্লিতে ছিলাম । পরে উনি তিহাড়ে চলে এলেন ৷ তাই কোথাও একটা টান থেকে গিয়েছে । এবার হয় তো মিস করব পুলিশকে বোমা ছুঁড়ুন, হাত কেটে দিন, এই ডায়লগগুলো । আর ওঁর পার্টি লোকেরাই চাইছেন উনি তিহাড়ে থাকুন । আমরা শুধু ওদের মনের বাসনাটা পূরণ করছি ।

ইটিভি ভারত: বীরভূমের একাধিক নেতাকে ডাকছে ইডি-সিবিআই । 2024-এর আগে বিজেপি কি সরাসরি ইডি-সিবিআইকে সংগঠন বাড়াতে ব্যবহার করছে ?

অনুপম হাজরা: আমাদের সংগঠন যে অবস্থায় আছে, তা পাওয়ারে আসার জন্য যথেষ্ট । এত চুরি তো আমরা আগে দেখিনি । বামফ্রন্ট সরকারও তো পশ্চিমবঙ্গে ছিল । কিন্তু, এই পর্যায়ের চুরি-সন্ত্রাস করেনি । এখন পশ্চিমবঙ্গে পুলিশ রয়েছে তৃণমূলের সংগঠন বাড়ানোর জন্য । সেই জায়গায় দাঁড়িয়ে নিরপেক্ষ একটা কিছু তো পেতে হবে । তাই আমাদের ইডি-সিবিআইকে কাজে লাগাতে হচ্ছে ৷ সামনে আরও কতজন জেলে যায় দেখুন ।

আরও পড়ুন: রাজ্যে ফেরার পথ কি তবে বন্ধ কেষ্ট'র ? গরুপাচার মামলা দিল্লি নিয়ে যেতে চায় ইডি

ইটিভি ভারত: মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত । কতটা ক্ষতিকর গণতন্ত্রের পক্ষে ? বিজেপি কি রাজ্যপালকে বলেছেন এরাজ্যে এভাবেই সংঘাত সৃষ্টি করতে ?

অনুপম হাজরা: মমতা বন্দ্যোপাধ্যায় চান এরাজ্যে একজন পাপেট আসবে রাজ্যপাল হলে । উনি ভোটের সময় সন্ত্রাস করবেন, বিরোধী দলের নেতাদের কিডন্যাপ করবেন, খুন করবেন আর রাজ্যপাল চুপ করে বসে থাকবেন ৷ যেই রাজ্যপাল মুখ খোলেন তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্ষুশূল হয়ে যান । রাজ্য এভাবে চলতে পারে না ৷ রাজ্যপালের কাজই রাজ্যে শান্তি-শৃঙ্খলা আছে কি না দেখা । ধনকড়জীর আগে যারা রাজ্যপাল ছিলেন তারা এসব বিষয়ে খুব একটা ঢুকতেন না, এখন মুখ খুলছেন তাই খারাপ হয়ে যাচ্ছেন ।

ইটিভি ভারত: চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে কী বার্তা দেবেন ?

অনুপম হাজরা: 2024-এ মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারেন, সেই পরিবেশ বিজেপি তৈরি করবে ৷

আরও পড়ুন: 'ধনকড় কখনও এমন করেননি', বোসের সমালোচনায় প্রাক্তন রাজ্যপালের তুলনা টানলেন মমতা

ইটিভি ভারতের মুখোমুখি বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা

বোলপুর, 4 অগস্ট: অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি শান্ত করতে কি বিজেপি ব্যর্থ, দিল্লি সংক্রান্ত বিল কি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত ? ইটিভি ভারতের প্রশ্নের মুখোমুখি হয়ে এই সব প্রশ্নের উত্তর দিলেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা । পাশাপাশি নোবেলজয়ী অমর্ত্য সেনের জমি সংক্রান্ত বিষয়ে বিশ্বভারতীর উপাচার্যকে 'অপদার্থ' বলেও কটাক্ষ করলেন তিনি ৷ এমনকি, অনুব্রতর তিহাড় যাত্রা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে চলতে সংঘাত নিয়েও মুখ খুললেন বোলপুরের প্রাক্তন সাংসদ ৷

ইটিভি ভারত: এই রাজ্য থেকে একমাত্র আপনি বিজেপির সর্বভারতীয় পদে। 2024 এর লোকসভা নির্বাচনে পরিকল্পনা কী ? 'দুর্নীতি' প্রশ্ন তুলে তৃণমূলের বিরুদ্ধে খুব একটা সুবিধা কি করতে পারবেন ?

অনুপম হাজরা: তৃণমূল আসার পর থেকে লোকে ভাবে দুর্নীতি করাটা রাজনৈতিক নেতাদের একটা অধিকার । তৃণমূল নেতাদের সঙ্গে দুর্নীতি শব্দ ওতোপ্রোতোভাবে যুক্ত । তাই মানুষের সয়ে গিয়েছে । অন্যদিকে, বিতৃষ্ণাও এসে গিয়েছে । দুর্নীতিগ্রস্ত সরকার, পুরোটাই চোরের দল । আমরা যেটা করব মানুষ যাতে নিজের ভোটটা নিজে দিতে পারে, তাহলেই হবে ।

ইটিভি ভারত: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হচ্ছে সেখানে শান্তি ফেরাতে মধ্যস্ততা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর এদেশে মণিপুর জ্বলছে । তা নিয়ে তিনি নীরব । এটা কি বিজেপি সরকারের ব্যর্থতা নয় ?

অনুপম হাজরা: ইতিহাস যদি দেখেন 1990-এর দিকে হওয়া মণিপুরের সংঘর্ষ সমাধান করতে সরকারের 10 বছর লেগেছিল ৷ বর্তমান সমস্যা তো ছ'মাসও গড়ায়নি । একটু সময় দিন । আমাদের গৃহমন্ত্রী (অমিত শাহ) সংঘর্ষ মেটাতে যথেষ্ট পটু । খুব দ্রুত মণিপুর সমস্যার সমাধান হবে ।

আরও পড়ুন: অমর্ত্যর পাশে দাঁড়ানোয় মার্কিন নোবেলজয়ীদের 'স্বার্থপর' বলল বিশ্বভারতী

ইটিভি ভারত: ধ্বনি ভোটে দিল্লি বিল লোকসভায় পাশ হল । এই বিল কি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত ?

অনুপম হাজরা: লোকসভা গণতন্ত্রের মন্দির । সেখানে যেটা পাস হবে, সেটা নিয়ে কথা বলার আমাদের আর জায়গা থাকে না । সেটা নিয়ে কথা বলাটাই নির্বুদ্ধিতার পরিচয় ৷ অর্থাৎ পার্লামেন্টে যেটা পাস হয়েছে, সেটা মানুষকে মেনে নিতে হবে ।

ইটিভি ভারত: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাঙালি গর্ব । তাঁকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী যে ভাষায় আক্রমণ করছেন, সেটা কীভাবে দেখছেন । অধ্যাপক সেন একাধিকবার সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন, তাই কি উপাচার্য তাঁকে হেনস্তা করছেন ? উপাচার্য কি বিজেপির লোক ?

অনুপম হাজরা: উপাচার্য নিজেকে বিজেপি বলে প্রমাণ করতে চাইছেন ৷ কারণ, মেয়াদ শেষ হয়ে আসছে ৷ তাই ওঁর সুপ্ত বাসনা রাজ্যপাল হবেন বা ভিসি পদটা যাতে রি-নিউ (পুর্ননবীকরণ) হয় । অন্যদিকে, অমর্ত্য সেন যা জ্ঞান অর্জন করেছেন অধিকাংশটাই বিদেশে ঢেলেছেন ৷ সরকারের যে কোনও কাজে উনি টিপ্পনি কাটেন ৷

কিন্তু এই উপাচার্য ফালতু লোক । বহিরাগত ৷ শান্তিনিকেতনে পালস বোঝেন না । বিশ্বভারতীর কোনও কর্মকাণ্ডে আশ্রমিকদের সামিল করেন না ৷ এই রকম একটা অপদার্থ উপাচার্য থাকলে বিশ্বভারতী মান যাবে । যেখানে মোদিজী আচার্য । আর তো কয়েকদিন, ওঁর মেয়াদ শেষ হতে চলেছে । আমি নিজে বহুবার ওঁর নামে একাধিক অভিযোগ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে দিয়েছি ।

অমর্ত্য সেন যে স্তরের, সেই জায়গায় আগে যাক । তাঁর একচিলতে জমি নিয়ে যা করছেন, তা ঠিক নয় । সবাই ভাবছে মোদিজীর সম্মতি আছে ৷ কিন্তু সেটা বাস্তব নয় । উপাচার্য রাজ্যপাল হওয়ার জন্য এসব স্বেচ্ছাচারিতা করছেন ৷

আরও পড়ুন: অমর্ত্য সেনের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট, ছাত্রকে সাসপেন্ড করল বিশ্বভারতী

ইটিভি ভারত: যে অনুব্রত মণ্ডলের সঙ্গে মনোমালিন্যে তৃণমূল ছেড়েছিলেন। তাঁকে তো আপনি কাকু বলেও সম্বোধন করতেন । সেই অনুব্রত আজ তিহাড়ে বন্দি । এবার কি বোলপুর লোকসভা কেন্দ্র থেকে ফের দাঁড়াবেন ?

অনুপম হাজরা: এটা তো পার্টির হাইকামান্ড ঠিক করবে । তবে অনুব্রত মণ্ডল বাংলার জেলে ছিলেন ৷ তখন আমি দিল্লিতে ছিলাম । পরে উনি তিহাড়ে চলে এলেন ৷ তাই কোথাও একটা টান থেকে গিয়েছে । এবার হয় তো মিস করব পুলিশকে বোমা ছুঁড়ুন, হাত কেটে দিন, এই ডায়লগগুলো । আর ওঁর পার্টি লোকেরাই চাইছেন উনি তিহাড়ে থাকুন । আমরা শুধু ওদের মনের বাসনাটা পূরণ করছি ।

ইটিভি ভারত: বীরভূমের একাধিক নেতাকে ডাকছে ইডি-সিবিআই । 2024-এর আগে বিজেপি কি সরাসরি ইডি-সিবিআইকে সংগঠন বাড়াতে ব্যবহার করছে ?

অনুপম হাজরা: আমাদের সংগঠন যে অবস্থায় আছে, তা পাওয়ারে আসার জন্য যথেষ্ট । এত চুরি তো আমরা আগে দেখিনি । বামফ্রন্ট সরকারও তো পশ্চিমবঙ্গে ছিল । কিন্তু, এই পর্যায়ের চুরি-সন্ত্রাস করেনি । এখন পশ্চিমবঙ্গে পুলিশ রয়েছে তৃণমূলের সংগঠন বাড়ানোর জন্য । সেই জায়গায় দাঁড়িয়ে নিরপেক্ষ একটা কিছু তো পেতে হবে । তাই আমাদের ইডি-সিবিআইকে কাজে লাগাতে হচ্ছে ৷ সামনে আরও কতজন জেলে যায় দেখুন ।

আরও পড়ুন: রাজ্যে ফেরার পথ কি তবে বন্ধ কেষ্ট'র ? গরুপাচার মামলা দিল্লি নিয়ে যেতে চায় ইডি

ইটিভি ভারত: মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত । কতটা ক্ষতিকর গণতন্ত্রের পক্ষে ? বিজেপি কি রাজ্যপালকে বলেছেন এরাজ্যে এভাবেই সংঘাত সৃষ্টি করতে ?

অনুপম হাজরা: মমতা বন্দ্যোপাধ্যায় চান এরাজ্যে একজন পাপেট আসবে রাজ্যপাল হলে । উনি ভোটের সময় সন্ত্রাস করবেন, বিরোধী দলের নেতাদের কিডন্যাপ করবেন, খুন করবেন আর রাজ্যপাল চুপ করে বসে থাকবেন ৷ যেই রাজ্যপাল মুখ খোলেন তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্ষুশূল হয়ে যান । রাজ্য এভাবে চলতে পারে না ৷ রাজ্যপালের কাজই রাজ্যে শান্তি-শৃঙ্খলা আছে কি না দেখা । ধনকড়জীর আগে যারা রাজ্যপাল ছিলেন তারা এসব বিষয়ে খুব একটা ঢুকতেন না, এখন মুখ খুলছেন তাই খারাপ হয়ে যাচ্ছেন ।

ইটিভি ভারত: চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে কী বার্তা দেবেন ?

অনুপম হাজরা: 2024-এ মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারেন, সেই পরিবেশ বিজেপি তৈরি করবে ৷

আরও পড়ুন: 'ধনকড় কখনও এমন করেননি', বোসের সমালোচনায় প্রাক্তন রাজ্যপালের তুলনা টানলেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.