শান্তিনিকেতন, 18 অগস্ট : বিতর্ক ও বিশ্বভারতী, কার্যত সমার্থক হয়ে উঠেছে ৷ একটি বিতর্ক থামার আগে রবি ঠাকুরের প্রতিষ্ঠা করা এই বিশ্ববিদ্য়ালয়ে নতুন বিতর্ক জন্ম ৷ এটাই দস্তুর হয়ে উঠেছে ৷ যেমন নিল বুধবার ৷
এদিন কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে একটি অনুষ্ঠান হয় বিশ্বভারতীতে (Visva Bharati University) ৷ সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar) । উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ তাছাড়া ছিলেন বিজেপির বিধায়ক অতনু সাহা ৷ কিন্তু সরকারি সেই অনুষ্ঠানে বিজেপি নেতাদেরও উপস্থিত থাকতে দেখা গিয়েছে ৷ বীরভূমে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ আরও বেশ কয়েকজন নেতা সেখানে হাজির ছিলেন ৷
আরও পড়ুন : Honest Hotel Owner: কুড়িয়ে পাওয়া 4.5 লাখ টাকা ফেরালেন হোটেল ব্যবসায়ী
আর তাই নিয়েই শুরু বিতর্ক । সরকারি অনুষ্ঠানে কেন বিজেপি (BJP) নেতারা উপস্থিত থাকার অনুমতি পেলেন, তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ একই সঙ্গে অভিযোগ, এদিনের অনুষ্ঠানে অনেক পড়ুয়াকে প্রবেশ করতে দেওয়া হয়নি ৷ এমনকী, অনেক অধ্যাপকও প্রবেশের অনুমতি পাননি ৷ তাহলে বিজেপি নেতারা কেন উপস্থিত হলেন ?
এই প্রসঙ্গে সুভাষ সরকার বলেন, "কেউ কোনও রাজনৈতিক কাজ করতে আসেননি । যাঁদের শিক্ষার সঙ্গে সম্পর্ক আছে, তাঁরাই এসেছিলেন ।" তাহলে অনেককে কেন প্রবেশে বাধা দেওয়া হল ? এই প্রশ্নের উত্তর কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, "কোভিডের জন্য সব সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি । আর ছাত্রদের সাসপেন্ডের বিষয়টি আমি শিক্ষামন্ত্রী হয়ে বলতে পারব না ।"
আরও পড়ুন : Khela Hobe : একুশের মতোই 24-এ ভয়ঙ্কর খেলা হবে, হুঁশিয়ারি অনুব্রতর
ধ্রুব সাহার বক্তব্য, "রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে এসেছিলাম ।’’ একই সঙ্গে তিনি পালটা প্রশ্ন তোলেন, ‘‘পাঁচিল ভাঙার সময় তৃণমূল (TMC) নেতারা যখন থাকেন, তখন দেখতে পান না ?"
তবে এই প্রথম নয় ৷ এর আগেও বিশ্বভারতীর তরফে আয়োজন করা একাধিক সরকারি অনুষ্ঠানে বিজেপি নেতাদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে ৷ যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে ৷ অনেকেই এর সমালোচনা করেছেন ৷ এদিনের ঘটনারও সমালোচনা করা হচ্ছে শিক্ষানুরাগী মহল থেকে ৷
আরও পড়ুন : Tarapith : চারতলা থেকে ঝাঁপ যুবকের, হাসপাতালে ভর্তি না করে চোর সন্দেহে পেটাল স্থানীয়রা