সিউড়ি (বীরভূম), 24 অক্টোবর: কালী মন্দিরে পুজো দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ পুরোটাই রাজনৈতিক পরিসরের বাইরে ৷ তবুও এই নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা ৷
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কেন এই জল্পনা তৈরি হল ? কারণ, গত শনিবার বীরভূমের (Birbhum) সিউড়ির বামনাকালী মন্দিরে (Bamna Kali Temple) বিজেপির এই নেতা যখন পুজো দিচ্ছিলেন, ঠিক তখনই মন্দিরের মধ্যে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দুই নেতাকে ৷ তাঁরা আবার সিউড়ি পৌরসভার কাউন্সিলর ৷
বীরভূমকে গত দশ-এগারো বছরে বাংলার মানুষ অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গড় (আরও স্পষ্ট বললে, কেষ্টর গড়) হিসেবেই চিনেছে ৷ যদিও গরুপাচার মামলায় (Cattle Smuggling Scam) অনুব্রত মণ্ডল এখন জেল হেফাজতে রয়েছেন ৷ তবুও কেষ্টর গড়ে তৃণমূলের জোর এখনও একটুও কমেনি ৷ তাই সেই জেলাতেই শুভেন্দুর সঙ্গে দুই তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এক ফ্রেমে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ৷
ওই দুই কাউন্সিলরের মধ্যে একজন উজ্জ্বল চট্টোপাধ্যায় ৷ আর দ্বিতীয়জন কুন্দন দে ৷ উজ্জ্বল চট্টোপাধ্যায় সিউড়ি পৌরসভায় চেয়ারম্যান ছিলেন ৷ উজ্জ্বল সেখানে বিরোধী দলনেতার সঙ্গে কথাও বলেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুর পোস্ট করা ছবিতেও সেই বিষয়টি দেখা গিয়েছে ৷
দুই কাউন্সিলরই এই সাক্ষাতের সঙ্গে সবরকম রাজনৈতিক সংযোগ অস্বীকার করেছেন ৷ পুরো ঘটনাটিকে কাকতালীয় হিসেবে ব্যাখ্যা করেছেন ওই দু’জন ৷ উজ্জল চট্টোপাধ্য়ায় বলেন, ‘‘কালীপুজোর আগে প্রতিবছর বামনা কালী মন্দিরে যাই ৷ শনিবার আচমকাই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয়ে যায় ৷ সৌজন্যবশত তাঁর সঙ্গে কথা বলি ৷ তিনি আগে আমাদের দলে (তৃণমূল কংগ্রেস) ছিলেন ৷ তাই আমরা একে অপরকে চিনি ৷’’
অন্যদিকে আরেক কাউন্সিলর কুন্দন দে বলেন, ‘‘আমরা মন্দিরে রাজনীতি করি না ৷ তৃণমূল বরাবরই বিরোধী দলনেতার প্রতি সৌজন্য বজায় রেখে চলে ৷’’ আর এই নিয়ে তৃণমূলের জেলা নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছেন ৷
স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে ওই সাক্ষাৎ কি আমচকা হয়েছে ? নাকি মন্দিরে সৌজন্যতার নেপথ্যে রাজনৈতিক কথা চালাচালিও হয়েছে ? তৃণমূলের দুই কাউন্সিলর অস্বীকার করলেও বিজেপি (BJP) এই জল্পনা আরও উস্কে দিয়েছে ৷ গেরুয়া শিবিরের বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘‘অনেক তৃণমূল নেতাই বিজেপিতে যোগ দিতে চাইছেন ৷ কিন্তু আমাদের কোনও তাড়াহুড়ো নেই ৷ গত বছর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তারা আমাদের কর্মীদের সঙ্গে কী আচরণ করেছে, তা ভুলে যাইনি ৷’’
রাজনৈতিক মহল বলছে, এই সাক্ষাতে রাজনৈতিক যোগ থাকতেই পারে ৷ কারণ, শুভেন্দু নিজে তৃণমূলে ছিলেন ৷ সেখান থেকে বিজেপিতে এসে অল্পদিনেই প্রথম সারির নেতা হয়ে উঠেছেন ৷ আর বীরভূমে কেষ্ট মণ্ডলের অনুপস্থিতিতে তিনি ঘাসফুল শিবিরে ভাঙন ধরানোর চেষ্টা করবেন, সেটাই স্বাভাবিক ৷ তাই শেষ পর্যন্ত এই দুই নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে, সেই দিকেই নজর থাকবে সকলের ৷
আরও পড়ুন: তৃণমূলে যোগ না দেওয়ায় ধর্ষণের চেষ্টা ! হাজতে তৃণমূল নেতা