ETV Bharat / state

খয়রাশোলে বিজেপি নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ - খয়রাশোলে বিজেপি নেতাকে কুপিয়ে খুন

ক্ষতবিক্ষত অবস্থায় তাঁর দেহ পড়েছিল রাস্তায় । পরে সেখানেই তাঁর মৃত্যু হয় । খয়রাশোল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায় ৷

Murder in Khayrasole
ছবি
author img

By

Published : Jun 12, 2021, 11:02 PM IST

খয়রাশোল, 12 জুন : বিজেপি নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ । খয়রাশোলের নবশন গ্রামে বিজেপির মণ্ডল সহসভাপতি মিঠুন বাগদিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

মাস ছয়েক আগে বাইক নিয়ে এক ব্যক্তিকে ধাক্কা মেরেছিলেন মিঠুন বাগদি । দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সেই ব্যক্তির । গ্রেফতার করা হয়েছিল মিঠুনকে । মাত্র 5 দিন আগেই সংশোধনাগার থেকে ছাড়া পান মিঠুন । কিন্তু ছাড়া পেলেও গ্রামে ফেরেননি ৷ ছিলেন শ্বশুরবাড়ি খয়রাশোলে । আজ গ্রামে ফিরতেই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ । কুপিয়ে খুন করা হয় বিজেপির মণ্ডল সহসভাপতি মিঠুন বাগদিকে ৷

ক্ষতবিক্ষত অবস্থায় তাঁর দেহ পড়েছিল রাস্তায় । পরে সেখানেই তাঁর মৃত্যু হয় । খয়রাশোল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায় ৷

বিজেপির খয়রাশোল ব্লকের মণ্ডলের সভাপতি নীলমাধব চৌধুরী বলেন, "আমাদের দলের নেতাকে খুন করা হয়েছে । এটা পরিকল্পনা মাফিক খুন । আমরা চাই পুলিশ তদন্ত করুক ।"

দুবরাজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেশচন্দ্র বাউড়ি বলেন, "ব্যক্তিগত আক্রোশ থেকে এই খুন । এখন রাজনীতি করছে বিজেপি ।"

খয়রাশোল, 12 জুন : বিজেপি নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ । খয়রাশোলের নবশন গ্রামে বিজেপির মণ্ডল সহসভাপতি মিঠুন বাগদিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

মাস ছয়েক আগে বাইক নিয়ে এক ব্যক্তিকে ধাক্কা মেরেছিলেন মিঠুন বাগদি । দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সেই ব্যক্তির । গ্রেফতার করা হয়েছিল মিঠুনকে । মাত্র 5 দিন আগেই সংশোধনাগার থেকে ছাড়া পান মিঠুন । কিন্তু ছাড়া পেলেও গ্রামে ফেরেননি ৷ ছিলেন শ্বশুরবাড়ি খয়রাশোলে । আজ গ্রামে ফিরতেই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ । কুপিয়ে খুন করা হয় বিজেপির মণ্ডল সহসভাপতি মিঠুন বাগদিকে ৷

ক্ষতবিক্ষত অবস্থায় তাঁর দেহ পড়েছিল রাস্তায় । পরে সেখানেই তাঁর মৃত্যু হয় । খয়রাশোল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায় ৷

বিজেপির খয়রাশোল ব্লকের মণ্ডলের সভাপতি নীলমাধব চৌধুরী বলেন, "আমাদের দলের নেতাকে খুন করা হয়েছে । এটা পরিকল্পনা মাফিক খুন । আমরা চাই পুলিশ তদন্ত করুক ।"

দুবরাজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেশচন্দ্র বাউড়ি বলেন, "ব্যক্তিগত আক্রোশ থেকে এই খুন । এখন রাজনীতি করছে বিজেপি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.