ETV Bharat / state

গোরু-বালি পাচারের টাকা পিসি ভাইপোর কম্পানিতে যাচ্ছে : লকেট - Birbhum

বীরভূমে সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলকে আক্রমণ করেন BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায় । পাশাপাশি নাম না করে অনুব্রত মণ্ডলকেও আক্রমণ করেন তিনি ।

Aa
Aa
author img

By

Published : Sep 26, 2020, 8:51 PM IST

বোলপুর, 26 সেপ্টেম্বর : গোরু-বালি পাচার নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । বলেন, "গোরু পাচার, বালি পাচারের টাকা পিসি-ভাইপো কম্পানিতে যাচ্ছে ।" নাম না করে অনুব্রত মণ্ডলের সম্পত্তির তদন্তের দাবি করেন তিনি । আজ কৃষি বিল নিয়ে দলের নেতা-কর্মীদের ও সাধারণ মানুষকে অবগত করতে আসেন BJP নেত্রী ।

কৃষি বিলের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নেমেছেন বহু কৃষকসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি । কৃষি বিল কৃষক বিরোধী নয়, তা বোঝাতে আজ বোলপুরে দলের নেতা-কর্মীদের সঙ্গে একটি বৈঠক করেন BJP রাজ্য সম্পাদিকা তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় । প্রসঙ্গত, গোরু পাচার নিয়ে রাজ্যজুড়ে তদন্তে নেমেছে CBI । এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে লকেট চট্টোপাধ্যায় বলেন, "গোরু পাচারে পশ্চিমবঙ্গের নাম এক নম্বরে । গোরু পাচারের কোটি কোটি টাকা তৃণমূল নেতা-মন্ত্রীদের পকেটে যাচ্ছে । 2021-এর নির্বাচনে খরচ হবে সেই টাকা । BJP ক্ষমতায় এলে গোরু পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম বের করা হবে ও উপযুক্ত শাস্তি দেওয়া হবে ।"

নাম না করে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সম্পত্তির তদন্ত দাবি করেন লকেট চট্টোপাধ্যায় । তিনি বলেন, "আমরা জানি বীরভূমেও একজন আছেন । তিনিও গোরু পাচার, বালি পাচার এইসব কাণ্ডে যুক্ত । এখানে যে গুন্ডা-মস্তান বসে আছে তাদের আয়ের উৎসের তদন্ত হোক । কোথা থেকে মাসে পাঁচ থেকে দশ কোটি টাকা আয় করে তারা ? পুরোপুরিভাবে তদন্ত হলে আসল সত্যটা বাইরে বেরিয়ে আসবে ।"

লকেট চট্টোপাধ্যায় আরও বলেন, "গোরু পাচার, বালি পাচারের টাকা নেতা-মন্ত্রীর পকেটে যাচ্ছে । আর বাকিটা তৃণমূলের পিসি-ভাইপোর কম্পানিতে যাচ্ছে । যাতে 2021-এর নির্বাচনে টাকা দিয়ে তারা মানুষকে কিনতে পারে ।"

বোলপুর, 26 সেপ্টেম্বর : গোরু-বালি পাচার নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । বলেন, "গোরু পাচার, বালি পাচারের টাকা পিসি-ভাইপো কম্পানিতে যাচ্ছে ।" নাম না করে অনুব্রত মণ্ডলের সম্পত্তির তদন্তের দাবি করেন তিনি । আজ কৃষি বিল নিয়ে দলের নেতা-কর্মীদের ও সাধারণ মানুষকে অবগত করতে আসেন BJP নেত্রী ।

কৃষি বিলের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নেমেছেন বহু কৃষকসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি । কৃষি বিল কৃষক বিরোধী নয়, তা বোঝাতে আজ বোলপুরে দলের নেতা-কর্মীদের সঙ্গে একটি বৈঠক করেন BJP রাজ্য সম্পাদিকা তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় । প্রসঙ্গত, গোরু পাচার নিয়ে রাজ্যজুড়ে তদন্তে নেমেছে CBI । এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে লকেট চট্টোপাধ্যায় বলেন, "গোরু পাচারে পশ্চিমবঙ্গের নাম এক নম্বরে । গোরু পাচারের কোটি কোটি টাকা তৃণমূল নেতা-মন্ত্রীদের পকেটে যাচ্ছে । 2021-এর নির্বাচনে খরচ হবে সেই টাকা । BJP ক্ষমতায় এলে গোরু পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম বের করা হবে ও উপযুক্ত শাস্তি দেওয়া হবে ।"

নাম না করে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সম্পত্তির তদন্ত দাবি করেন লকেট চট্টোপাধ্যায় । তিনি বলেন, "আমরা জানি বীরভূমেও একজন আছেন । তিনিও গোরু পাচার, বালি পাচার এইসব কাণ্ডে যুক্ত । এখানে যে গুন্ডা-মস্তান বসে আছে তাদের আয়ের উৎসের তদন্ত হোক । কোথা থেকে মাসে পাঁচ থেকে দশ কোটি টাকা আয় করে তারা ? পুরোপুরিভাবে তদন্ত হলে আসল সত্যটা বাইরে বেরিয়ে আসবে ।"

লকেট চট্টোপাধ্যায় আরও বলেন, "গোরু পাচার, বালি পাচারের টাকা নেতা-মন্ত্রীর পকেটে যাচ্ছে । আর বাকিটা তৃণমূলের পিসি-ভাইপোর কম্পানিতে যাচ্ছে । যাতে 2021-এর নির্বাচনে টাকা দিয়ে তারা মানুষকে কিনতে পারে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.