ETV Bharat / state

মল্লারপুরের ঘটনার প্রতিবাদে বোলপুর থানা ঘেরাও করে বিক্ষোভ BJP-র - Birbhum BJP

বীরভূমের মল্লারপুর থানায় পুলিশ হেপাজতে মৃত্যু হয় শুভ মেহেনা (15) নামে এক নাবালকের । এই ঘটনায় CBI তদন্তের দাবিতে বিক্ষোভ, থানা ঘেরাও BJP-র ।

mallarpur
বোলপুর থানা
author img

By

Published : Nov 2, 2020, 2:37 PM IST

বোলপুর, 2 নভেম্বর : মল্লারপুরে পুলিশ হেপাজতে নাবালকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বোলপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন BJP নেতা-কর্মীরা । থানার সামনে অবস্থান-বিক্ষোভ করেন তাঁরা । পরে বোলপুরের SDPOকে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় ।

মল্লারপুর থানায় পুলিশ হেপাজতে মৃত্যু হয় শুভ মেহেনা (15) নামে এক নাবালকের । পরিবারের দাবি, আদালতে তোলা হয়নি শুভকে । গ্রেপ্তারের পরের দিন পুলিশের তরফে মৃত্যুর খবর দেওয়া হয় তাঁদের । এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা । থানা ঘেরাও, পথ অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ । ঘটনার প্রতিবাদে পথে নামে BJP । মল্লারপুর থানায় কেন CCTV নেই ? কীভাবে মৃত্যু হল ওই নাবালকের? এই প্রশ্ন তোলেন তাঁরা ৷ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফেও প্রশ্ন করা হয় জেলা পুলিশ সুপারকে । আর এই ঘটনার সঠিক তদন্তের দাবিতে বোলপুর থানা ঘেরাও করেন BJP নেতা-কর্মীরা । ঘটনায় CBI তদন্তের দাবি তোলা হয় ৷ এছাড়া BJP নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এই অভিযোগও তোলেন তাঁরা ।

BJPএর বিক্ষোভ দেখুন ভিডিয়োতে

পরে বোলপুরের SDPO অভিষেক রায়কে একটি ডেপুটেশন দেওয়া হয় । যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য ইন্দ্রানী বিশ্বাস বলেন, "মল্লারপুর থানার লকআপে এক নাবালকের কীভাবে মৃত্যু হল ? পুলিশকে এর সঠিক তদন্ত করতে হবে ও অভিযুক্তদের শাস্তি দিতে হবে । আমরা CBI তদন্ত চাই । এছাড়া দিকে দিকে BJP কর্মীদের মিথ্যা মামলা দিচ্ছে । পুলিশকে এসব বন্ধ করতে হবে । এই দাবিতে আমরা এদিন ডেপুটেশন দিলাম ।"

বোলপুর, 2 নভেম্বর : মল্লারপুরে পুলিশ হেপাজতে নাবালকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বোলপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন BJP নেতা-কর্মীরা । থানার সামনে অবস্থান-বিক্ষোভ করেন তাঁরা । পরে বোলপুরের SDPOকে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় ।

মল্লারপুর থানায় পুলিশ হেপাজতে মৃত্যু হয় শুভ মেহেনা (15) নামে এক নাবালকের । পরিবারের দাবি, আদালতে তোলা হয়নি শুভকে । গ্রেপ্তারের পরের দিন পুলিশের তরফে মৃত্যুর খবর দেওয়া হয় তাঁদের । এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা । থানা ঘেরাও, পথ অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ । ঘটনার প্রতিবাদে পথে নামে BJP । মল্লারপুর থানায় কেন CCTV নেই ? কীভাবে মৃত্যু হল ওই নাবালকের? এই প্রশ্ন তোলেন তাঁরা ৷ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফেও প্রশ্ন করা হয় জেলা পুলিশ সুপারকে । আর এই ঘটনার সঠিক তদন্তের দাবিতে বোলপুর থানা ঘেরাও করেন BJP নেতা-কর্মীরা । ঘটনায় CBI তদন্তের দাবি তোলা হয় ৷ এছাড়া BJP নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এই অভিযোগও তোলেন তাঁরা ।

BJPএর বিক্ষোভ দেখুন ভিডিয়োতে

পরে বোলপুরের SDPO অভিষেক রায়কে একটি ডেপুটেশন দেওয়া হয় । যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য ইন্দ্রানী বিশ্বাস বলেন, "মল্লারপুর থানার লকআপে এক নাবালকের কীভাবে মৃত্যু হল ? পুলিশকে এর সঠিক তদন্ত করতে হবে ও অভিযুক্তদের শাস্তি দিতে হবে । আমরা CBI তদন্ত চাই । এছাড়া দিকে দিকে BJP কর্মীদের মিথ্যা মামলা দিচ্ছে । পুলিশকে এসব বন্ধ করতে হবে । এই দাবিতে আমরা এদিন ডেপুটেশন দিলাম ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.