শান্তিনিকেতন, 25 অগাস্ট : অস্থায়ী, অতিথি অধ্যাপক শিক্ষকদের স্থায়ীকরণের প্রতিবাদে আজ সরব হল বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ । তাঁদের অভিযোগ, এই পদ্ধতিতে অযোগ্যদের নিয়োগ করা হবে । এই অভিযোগ তুলে আজ তাঁরা আশ্রম এলাকা জুড়ে হাতে ব্যানার পোস্টার নিয়ে মিছিল করে । পরে উপাচার্যের কাছে স্মারকলিপিও দেয় ।
কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজ্যের স্কুল কলেজগুলির অস্থায়ী, অতিথি অধ্যাপক শিক্ষকদের স্থায়ী করা হবে । এরপরেই সরব হন বিশ্বভারতীর গবেষণারত পড়ুয়ারা । তাঁদের অভিযোগ, অস্থায়ী, অতিথি অধ্যাপক শিক্ষকদের অনেকেরই উপযুক্ত শিক্ষগত যোগ্যতা নেই । তাঁদের স্থায়ী করা হলে নিয়োগের আসন সংখ্যা কমে যাবে । স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হোক বলে দাবি জানায় বিশ্বভারতীর পড়ুয়ারা ।
মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরুদ্ধে আজ হাতে ব্যানার পোস্টার নিয়ে উপাসনা গৃহের সামনে থেকে মিছিল করে পড়ুয়ারা । আশ্রম চত্বরে মিছিল করে পরে কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মসচিব ও উপাচার্যকে স্মারকলিপি দেয় তাঁরা ।